শিক্ষক নিয়োগ নিয়ে অদূর অতীতে অনেক দুর্নীতি হয়েছে পশ্চিমবঙ্গে। তবে এর মাঝেও শিক্ষক বা শিক্ষিকা হওয়ার স্বপ্ন দেখেন অনেকেই। যদিও এখন শিক্ষকতার চাকরি পাওয়া মুখের কথা নয়। কারণ আজকাল শিক্ষক নিয়োগ পরীক্ষায় বসতে হলে তার আগে প্রশিক্ষণমূলক কোর্স করা বাধ্যতামূলক। এক্ষেত্রে উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষিকা হওয়ার জন্য বি.এড কোর্স করতে হয়। আবার, প্রাইমারি স্কুলের শিক্ষক বা শিক্ষিকা হওয়ার জন্য ডি.এল.এড কোর্স করতে হয়। এই কোর্স করলে তবেই শিক্ষক নিয়োগের পরীক্ষা অর্থাৎ, TET পরীক্ষায় বসতে পারেন প্রার্থীরা।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowপর্ষদের নিয়মানুযায়ী, উচ্চমাধ্যমিক পাশ প্রার্থীরা প্রাইমারি TET দেওয়ার জন্য ডি.এল.এড কোর্স করতে পারবেন। তাই মাসখানেক আগে যেহেতু উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষিত হয়েছে, তাই এখন অনেকে এই ডি.এল.এড কোর্সে ভর্তির জন্য আবেদন করেছেন। কেউ কেউ আবার ভর্তির প্রস্তুতি নিচ্ছেন। যারা এই বিশেষ শিক্ষন কোর্সের জন্য ভর্তি হবেন বলে ভাবছেন, তাদের জন্য এবার এসে গেল এক বড় আপডেট। এবার ডি.এল.এড কোর্সে ভর্তির জন্য আবেদনের সময়সীমা বাড়ানো হল। এই নিবন্ধে এই বিষয়টি নিয়েই আলোচনা করা হল।
ডি.এল.এড কোর্সে আবেদনের সময়সীমা বাড়লো
এই বছর থেকে কেন্দ্রীয় অনলাইন পদ্ধতিতে ডি.এল.এড কোর্সে ভর্তির জন্য আবেদন শুরু হয়েছে। আর প্রথমে যখন আবেদন শুরু হয়, তখন এর সময়সীমা ছিল ১৫ ই জুন। তবে সেটিকে আরো ১৫ দিন বাড়ানো হল। এবার ৩১ শে জুন অবধি এই কোর্সে ভর্তির জন্য আবেদন করতে পারবেন পড়ুয়ারা। পর্ষদ সূত্রে জানা গেছে, এখনো অবধি অনলাইনে আবেদনের পরিসংখ্যান আশানুরূপ হয়নি। প্রতিটি কলেজে ৬ থেকে ৮ জন করে আবেদন করেছেন। এত কম সংখ্যক প্রার্থী নিয়ে কলেজ চালানো সম্ভব নয়। তাই আরো বেশি প্রার্থীদের ভর্তির সুযোগ দেওয়ার জন্য এই সময়সীমা বাড়ানো হচ্ছে বলে জানা গেছে।
ডি.এল.এড কোর্সের জন্য কিভাবে আবেদন করবেন?
এই বছর অর্থাৎ, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ডি.এল.এড কোর্সে যেকোনো সরকারি ও বেসরকারি কলেজে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে হবে প্রার্থীদের। এর জন্য প্রথমেই পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সেখানে নির্দিষ্ট পোর্টাল খুঁজে নিতে হবে। এবার সেখানে নির্ভুলভাবে সব তথ্য দিয়ে জমা দিতে হবে উচ্চমাধ্যমিক পরীক্ষার মার্কশিট, বয়সের প্রমাণপত্র, পাসপোর্ট সাইজের ছবি ইত্যাদি। এবার ১,০০০ টাকা আবেদন মূল্য জমা দিয়ে আবেদন সম্পূর্ন করতে হবে। আবেদনের পর কাউন্সিলিংয়ের মাধ্যমে ভর্তি হতে পারবেন আবেদনকারীরা।