Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

রাজ্যের সরকারি স্কুলে ৭,৫০০ শূন্যপদে সহকারী শিক্ষক নিয়োগ, আগামী ৩ মাসের মধ্যে চাকরি পাবেন যোগ্য প্রার্থীরা

Debaprasad Mukherjee

Debaprasad Mukherjee

আজকালকার দিনে চাকরির আকাল পরিস্থিতি তৈরি হয়েছে দেশজুড়ে। এ যেন এক কঠিন পরিস্থিতি। এই অবস্থায় শিক্ষিত যুব সমাজের বেশিরভাগই আজ কর্মহীন। কাজের খোঁজে হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছেন কেউ কেউ। কেউ…

আজকালকার দিনে চাকরির আকাল পরিস্থিতি তৈরি হয়েছে দেশজুড়ে। এ যেন এক কঠিন পরিস্থিতি। এই অবস্থায় শিক্ষিত যুব সমাজের বেশিরভাগই আজ কর্মহীন। কাজের খোঁজে হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছেন কেউ কেউ। কেউ আবার সরকারি চাকরির আশায় দিন গুনছেন। আর এই অবস্থায় দেশের অর্থনীতির সঙ্গে অনেকেরই চাকরি করার আশা ফুরিয়ে আসছে। হতাশ হচ্ছেন শিক্ষিত সমাজ, যারা এখনো কর্মহীন। ফলস্বরূপ বেকারত্ব বাড়ছে দিনের পর দিন। কেউ কেউ ব্যবসার চেষ্টা চালালেও সিংহভাগ যুবক ও যুবতী আজ দিশাহীন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

তবে এখনো শিক্ষক বা শিক্ষিকা হওয়ার স্বপ্ন দেখেন অনেকেই। যদিও এখন শিক্ষকতার চাকরি পাওয়া মুখের কথা নয়। কারণ আজকাল শিক্ষক নিয়োগ পরীক্ষায় বসতে হলে তার আগে প্রশিক্ষণমূলক কোর্স করা বাধ্যতামূলক। তবে এবার প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীদের জন্য রয়েছে সুখবর। এবার শিক্ষক শিক্ষিকা নিয়োগের বিজ্ঞপ্তি জারি করলো রাজ্য সরকার। আসুন এই নিয়োগের বিজ্ঞপ্তি সম্পর্কে জেনে নেওয়া যাক।

রাজ্যের সরকারি স্কুলে ৭,৫০০ শূন্যপদে সহকারী শিক্ষক নিয়োগ, আগামী ৩ মাসের মধ্যে চাকরি পাবেন যোগ্য প্রার্থীরা

৭ হাজারের বেশি পদে শিক্ষক শিক্ষিকা নিয়োগ

সম্প্রতি, রাজ্য সরকারের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানান হয়েছে যে শীঘ্রই ৭ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ করা হবে। রাজ্যের সমস্ত প্রাইমারি, অপার প্রাইমারি ও উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকা নিয়োগ করবে সরকার। এর জন্য TAT পাশ প্রার্থীদের থেকে আবেদনপত্র নেওয়ার প্রক্রিয়া শুরু হবে শীঘ্রই। আগামী কয়েকমাসের মধ্যে এই নিয়োগ সম্পুর্ন করার নির্দেশ দিয়েছে সরকার। অনেকদিন ধরেই রাজ্যের শিক্ষক শিক্ষিকা নিয়োগের এই দাবি উঠছিল প্রার্থীদের তরফে। তবে এবার তাদের দাবি পূরণ করতে চলেছে সরকার।

রাজ্যের সরকারি স্কুলে ৭,৫০০ শূন্যপদে সহকারী শিক্ষক নিয়োগ, আগামী ৩ মাসের মধ্যে চাকরি পাবেন যোগ্য প্রার্থীরা

আগামী ৩ মাসের মধ্যেই হবে এই নিয়োগ

রাজ্যের মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে যত তাড়াতাড়ি সম্ভব এই নিয়োগ করতে হবে। সরকারি নির্দেশ মতো আগামী ৩ মাসের মধ্যে যোগ্য প্রার্থীদের নিয়োগ করবে সরকার। বিভিন্ন সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলে এই নিয়োগ হবে বলে জানা গেছে। এক্ষেত্রে মোট ৭,৫০০ শূন্যপদ রয়েছে। তার মধ্যে রাজ্যের মাধ্যমিক স্কুলে ৩,৫০০ শূন্যপদে এবং উচ্চমাধ্যমিক স্কুলে ৪,০০০ শূন্যপদে সহকারী শিক্ষক ও শিক্ষিকা নিয়োগ করা হবে। তবে এই নিয়োগ পশ্চিমবঙ্গে নয়, গুজরাটে হবে। তাই সেই রাজ্যের TAT পাশ প্রার্থীরাই এই পদের জন্য আবেদন করতে পারবেন।

Debaprasad Mukherjee

দেবপ্রসাদ বিগত কয়েক বছর যাবৎ সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ার হাত ধরেই সাংবাদিকতায় ...