Volunteer Recruitment : বর্তমানে বাংলার শিক্ষিত যুবক ও যুবতীদের একটাই অভিযোগ, আজকাল চাকরির বাজারে তীব্র মন্দা। আর এটা শুধু অভিযোগ নয়, এটা বাস্তব। কারন বর্তমানে চাকরির আকাল পরিস্থিতি চোখে পড়ে দেশজুড়ে। সরকারি নানা দপ্তরে যেমন চাকরির আশা কমেছে, তেমনই একইভাবে কমেছে প্রকাশিত বিজ্ঞপ্তির সংখ্যা। এদিকে বেসরকারি সংস্থাগুলিতেও বেড়েছে কর্মী ছাঁটাই। এককথায় দিনের পর দিন অমিল হচ্ছে চাকরি। গোটা দেশে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়েও অনেকেই আজকাল বেকার।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowতবে এই পরিস্থিতিতে এই শিক্ষিত বেকার যুবক ও যুবতীদের জন্য দারুন সুযোগ দিচ্ছে রাজ্য সরকার। সম্প্রতি, রাজ্য সরকারের অন্তর্গত একটি গুরুত্বপূর্ণ পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তিতে এই শূন্যপদের বিষয়ে বিস্তারিত বলা হয়েছে। খুব সহজে এইসব পদে আবেদন করা যাবে। পুরুষ ও মহিলা উভয়েই পেতে পারেন এই চাকরি। এখন একনজরে দেখে নিন এই শুন্যপদের বিন্যাস ও আবেদনের বিষয়ে বিস্তারিত দেখে নিন।
শূন্যপদ ও কর্মীদের বেতনক্রম
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, প্যারা লিগ্যাল ভলান্টিয়ার পদে নিয়োগ করা হবে। চুক্তির ভিত্তিতে এই নিয়োগ করা হবে। কোনোরূপ লিখিত পরীক্ষা না দিয়ে শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে হবে এই নিয়োগ। এই পদে নিয়োগের প্রতিদিন কর্মীর বেতন হবে ৫০০ টাকা। এই বিষয়ে বিস্তারিত জানতে হলে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখতে অনুরোধ করা হচ্ছে।
প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা
বিজ্ঞপ্তিতে প্রকাশিত প্যারা লিগ্যাল ভলান্টিয়ার পদে আবেদনের জন্য আবেদনকারীকে যে কোনও স্বীকৃত বোর্ড বা প্রতিষ্ঠান থেকে নূন্যতম মাধ্যমিক উত্তীর্ণ হতে হবে। তার থেকে বেশি শিক্ষাগত যোগ্যতা থাকলেও সেই প্রার্থী আবেদন করতে পারবেন। তবে আবশ্যিকভাবে মাধ্যমিক পাস করতেই হবে প্রার্থীকে। এই পদের জন্য আবেদনকারীর বয়স হতে হবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে। তবে এক্ষেত্রে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়মানুসারে বয়সের ছাড় পেয়ে যাবেন।
এইভাবে নিয়োগ হবে এই পদের জন্য
এক্ষেত্রে আগের থেকে আবেদন করতে হবেনা। সব নথি সঙ্গে নিয়ে ইন্টারভিউয়ের স্থানে পৌঁছালেই হবে। বায়োডাটা, বয়সের প্রমাণপত্র, শিক্ষাও যোগ্যতার প্রমাণপত্র, আধার কার্ড অথবা ভোটের কার্ড, স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র, এক কপি রঙ্গিন ছবি লাগবে ইন্টারভিউয়ের সময়। ইন্টারভিউ হবে জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের অফিস, জেলা আদালত চত্বর, বালুরঘাট, দক্ষিন দিনাজপুর-এই ঠিকানায়।