Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

স্বাস্থ্যকেন্দ্রে হাজার হাজার শূন্যপদ, ভোট মিটতেই নিয়োগ শুরু করলো রাজ্য, কাদের জন্য সুযোগ?

Debaprasad Mukherjee

Debaprasad Mukherjee

শিক্ষিত যুব সমাজের বেশিরভাগই আজ কর্মহীন। কাজের খোঁজে হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছেন কেউ কেউ। কেউ আবার সরকারি চাকরির আশায় দিন গুনছেন। তাদের মধ্যে বেশিরভাগই সরকারি চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন।…

শিক্ষিত যুব সমাজের বেশিরভাগই আজ কর্মহীন। কাজের খোঁজে হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছেন কেউ কেউ। কেউ আবার সরকারি চাকরির আশায় দিন গুনছেন। তাদের মধ্যে বেশিরভাগই সরকারি চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন। কারণ সরকারি চাকরি পাওয়া গেলে জীবনে একটা স্থায়ী কর্মসংস্থানের সুযোগ রয়েছে। এককথায়, সরকারি চাকরি পাওয়া গেলে জীবনের অনেক সমস্যার সমাধান হয়ে যায়। আর এই অবস্থায় বেকার যুবক ও যুবতীদের সুখবর শোনাল রাজ্য সরকার। রাজ্যে একগুচ্ছ পদে শীঘ্রই হবে নিয়োগ, এমনটাই জানা গেছে বিশেষ সূত্রে। এখন একনজরে দেখে নিন যে কোন কোন দফতরে আসন্ন সময়ে নিয়োগ করতে পারে মমতা সরকার।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

নবান্ন সূত্রে জানা গেছে রাজ্যের একাধিক দফতরের শূন্যপদে নিয়োগ হবে খুব শীঘ্রই। আর এই নিয়োগ হতে চলেছে প্রায় দুই হাজারের বেশি শূন্যপদে। যে শূন্যপদের নিয়োগের অনুমোদন মিলেছে ইতিমধ্যে। এই বিষয়ে এখনো তেমনভাবে কোনো বিজ্ঞপ্তি জারি না করা হলেও রাজ্যের শুন্যপদের বিন্যাস দেখে আন্দাজ করা যাচ্ছে যে বিপুল নিয়োগ হতে চলেছে রাজ্যে। আর সেই কারণেই এই খবরটি বেকার যুবক যুবতী সহ এমন শিক্ষিতরা, যারা সরকারি চাকরির স্বপ্ন দেখেন, তাদের কাছেও গুরুত্বপূর্ণ হতে চলেছে। কিন্তু ঠিক কোন দফতরে কত কর্মী নিয়োগ করবে রাজ্য? জানুন।

স্বাস্থ্যকেন্দ্রে হাজার হাজার শূন্যপদ, ভোট মিটতেই নিয়োগ শুরু করলো রাজ্য, কাদের জন্য সুযোগ?

স্বাস্থ্য দফতরে কর্মী নিয়োগ শুরু হচ্ছে

সূত্রের খবর, সম্প্রতি নবান্নে এই বিষয়ে একটি কার্যকরী কমিটির বৈঠক হয়েছে। আর সেই বৈঠকে ছিলেন রাজ্যের মোটামুটি সব গুরুত্বপূর্ণ দফতরের মন্ত্রীরা। জানা গেছে, এই বৈঠকে ছিলেন রাজ্যের স্বাস্থ্য, স্বরাষ্ট্র, খাদ্য এবং পুর বিষয়ক দফতরের মন্ত্রীরা। আর সেখানেই নেওয়া হয় এই সিদ্ধান্ত। জানা গেছে, এই শূন্যপদ প্রকাশের বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটি নিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার নির্দেশে এবার একাধিক পদে নিয়োগ করতে পারে রাজ্যের স্বাস্থ্য দফতর। সূত্রের খবর, একাধিক দফতর মিলিয়ে নানা পদে ২,০০০ নিয়োগ করা হবে শীঘ্রই।

স্বাস্থ্যকেন্দ্রে হাজার হাজার শূন্যপদ, ভোট মিটতেই নিয়োগ শুরু করলো রাজ্য, কাদের জন্য সুযোগ?

কোন কোন পদে কতগুলি নিয়োগ হবে?

সূত্রের খবর, আগামী ১ মাসের মধ্যে এই নিয়োগের বিজ্ঞপ্তি জারি হতে পারে। শিক্ষক চিকিৎসক, মেডিক্যাল টেকনোলজিস্ট, ফার্মাসিস্ট সহ মোট ২০টি পদে নিয়োগ করা হবে বলে জানা গেছে। এতদিন নির্বাচন আচরণবিধি লাগু থাকায় ১৭ পদের জন্য নিয়োগ আটকে ছিল। এবার ২ হাজার শূন্য পদে নিয়োগ হবে। যার মধ্যে ১,৬০০ নতুন করে এবং বাকি ভোটের জন্য নিয়োগ আটকে থাকা আরও ৪০০ জনকে নিয়োগ করা হবে শীঘ্রই।

Debaprasad Mukherjee

দেবপ্রসাদ বিগত কয়েক বছর যাবৎ সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ার হাত ধরেই সাংবাদিকতায় ...