Wipro requirement : শিক্ষিত যুব সমাজের বেশিরভাগই আজ কর্মহীন। কেউ যেমন এই কঠিন সময়ে কাজ হারিয়েছেন, কেউ আবার কাজ খুঁজছেন দীর্ঘদিন ধরে। এর মাঝে যারা কাজ খুঁজছেন, তাদের আবার কাজের খোঁজে হন্যে হয়ে ঘুরে বেড়াতে হচ্ছে। কেউ আবার সরকারি চাকরির আশায় দিন গুনছেন। আর এই অবস্থায় দেশের অর্থনীতির সঙ্গে অনেকেরই চাকরি করার আশা ফুরিয়ে আসছে। হতাশ হচ্ছেন শিক্ষিত সমাজ, যারা এখনো কর্মহীন।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowতবে এই পরিস্থিতিতে এই শিক্ষিত বেকার যুবক ও যুবতীদের জন্য দারুন সুযোগ দিচ্ছে একটি গ্লোবাল কোম্পানি। আর এই নিয়োগকারী কোম্পানি হল বিখ্যাত আইটি কোম্পানি Wipro। সম্প্রতি, উইপ্রো-র তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে এই শূন্যপদের বিষয়ে বিস্তারিত বলা হয়েছে। একাধিক পদে হবে নিয়োগ। খুব সহজে এইসব পদে আবেদন করা যাবে। অভিজ্ঞতা না থাকলেও শুধুমাত্র নূন্যতম যোগ্যতায় পুরুষ ও মহিলা উভয়েই পেতে পারেন এই চাকরি। এখন একনজরে দেখে নিন এই শুন্যপদের বিন্যাস ও আবেদনের বিষয়ে বিস্তারিত দেখে নিন।
বিভিন্ন শূন্যপদের বিস্তারিত তথ্য
উইপ্রো দ্বারা প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী বিভিন্ন এয়ারপোর্টে প্রচুর শূন্যপদে নিয়োগ করা হবে। সব পদের জন্য বার্ষিক ৬ লক্ষ টাকা থেকে ৫০ লক্ষ টাকা অবধি বেতন পাওয়া যাবে। এক্ষেত্রে যেসব পদে নিয়োগ হবে সেগুলি হল-
● Information Technology (IT)
● Consulting
● Business Process Services
● Digital Operations and Platforms
● Engineering and R&D Services
● Cloud Services
● Cybersecurity
● Data, Analytics, and Artificial Intelligence
● Infrastructure Services
● Sales and Marketing
● Human Resources
● Finance and Accounting
● Supply Chain Management
● Quality Assurance and Testing
● Customer Service and Support
প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা
এখানে যেহেতু একাধিক পদের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে, তাই এখানে শিক্ষাগত যোগ্যতার মানদণ্ড আলাদা আলাদা রয়েছে। প্রতিটি পদের শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে জানার জন্য উইপ্রো-র অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রকাশিত বিজ্ঞপ্তিটি দেখতে হবে। তবে প্রায় সব পদের জন্যই দরকার পড়বে স্নাতক ডিগ্রির। এক্ষেত্রে ডিগ্রি লাভের বিষয় প্রতিটি পদের জন্য আলাদা আলাদা রয়েছে।
এইসব শুন্যপদে আবেদন ও নিয়োগ পদ্ধতি
এইসব শুন্যপদের জন্য আবেদন করতে হবে অনলাইনে। এর জন্য প্রথমেই আপনার মোবাইল বা ল্যাপটপ থেকে Wipro-র অফিসিয়াল ওয়েবসাইট-এ যেতে হবে। হোমপেজ থেকে ‘কেরিয়ার’ সেকশন খুঁজে সেখানে ঢুকে নির্দিষ্ট নিয়োগের বিজ্ঞপ্তিতে ক্লিক করতে হবে। এবার স্ক্রিনে থাকা ভার্চুয়াল আবেদনপত্রটি সঠিকভাবে পূরণ করতে হবে। এবার এসব নথি চাওয়া হয়েছে সেগুলি আপলোড করতে হবে। এরপর অনলাইনে আবেদন ফি পেমেন্ট করতে হবে। এরপর সবটা যাচাই করে সাবমিট করলেই হয়ে যাবে আবেদন। আবেদনপত্র যাচাইয়ের পর প্রার্থীদের পারসোনালিটি টেস্টের মাধ্যমে নিয়োগ করা হবে।