Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

LPG Price : জুনের শুরুতেই কমে গেল রান্নার গ্যাসের দাম, সিলিন্ডার প্রতি ৭২ টাকা সস্তা হল এলপিজি

Debaprasad Mukherjee

Debaprasad Mukherjee

গত বছরের মাঝামাঝি সময়ে সারা দেশে কমেছিল বাড়িতে ব্যবহৃত রান্নার গ্যাসের দাম। কেন্দ্র সরকার দেশবাসীর নাজেহাল অবস্থার কথা বিবেচনা করেই এই সিদ্ধান্তে উপনীত হয়েছিল। কেন্দ্রের সিদ্ধান্ত মোতাবেক সমস্ত সিলিন্ডারে ২০০…

গত বছরের মাঝামাঝি সময়ে সারা দেশে কমেছিল বাড়িতে ব্যবহৃত রান্নার গ্যাসের দাম। কেন্দ্র সরকার দেশবাসীর নাজেহাল অবস্থার কথা বিবেচনা করেই এই সিদ্ধান্তে উপনীত হয়েছিল। কেন্দ্রের সিদ্ধান্ত মোতাবেক সমস্ত সিলিন্ডারে ২০০ টাকা করে কমছিল গ্যাসের দাম। তবে যেহেতু উজ্জ্বলা যোজনার অন্তর্গত গ্যাস সিলিন্ডার আগে থেকেই ২০০ টাকা কম দামে পাওয়া যেত, তেই সেই সিলিন্ডার এখন মোট ৪০০ টাকা সাশ্রয়ে পাওয়া যাচ্ছে। লোকসভা ভোটের আগে কেন্দ্রের এই সিদ্ধান্ত দেশবাসীর কাছে অনেকটাই স্বস্তি বয়ে এনেছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এদিকে দেখতে দেখতে হাজির নতুন আরেকটি মাস। মে পেরিয়ে আমরা এখন পা দিয়েছি জুন মাসে। আর এই নতুন মাসে রোজকার জীবনে ব্যবহৃত একটি সামগ্রী নিয়ে এল এক বড় আপডেট। এবার মার্চের শুরুতেই এলপিজি সিলিন্ডারের দাম কমে গেল। এবার কমার্শিয়াল এলপিজি সিলিন্ডারের দাম কমলো গোটা দেশে।তবে ডোমেস্টিক এলপিজি সিলিন্ডারের দাম একই রয়েছে দেশজুড়ে। উল্লেখ্য, প্রতি মাসের শুরুতেই এলপিজি গ্যাসের দামের বৃদ্ধি ও হ্রাস ঘোষণা করা হয়। জুন মাসেও তেমনটা হল ১ লা জুন। তাই প্রতিটি মানুষের কাছে এই খবরটি গুরুত্বপূর্ণ।

LPG Price : জুনের শুরুতেই কমে গেল রান্নার গ্যাসের দাম, সিলিন্ডার প্রতি ৭২ টাকা সস্তা হল এলপিজি

LPG-র দাম কিভাবে নির্ধারণ হয়?

রান্নার গ্যাসের দাম সবার আগে দাম ঠিক করে তেল কোম্পানি। তার পরেই কেন্দ্রীয় সরকার তার ফাইনাল দাম নির্ধারণ করে। সেই দাম কিন্তু বাড়েনি মোটেও। কিন্তু যখন রাজ্য সরকারের কথা আসে, তখন কিছু রাজ্য সরকার তার উপর আরো কর আরোপ করে। এর ফলেই রাজ্যে রাজ্যে এর দাম আলাদা আলাদা হয়ে থাকে। কিছু রাজ্য সরকার রান্নার গ্যাসের সিলিন্ডারের উপর কম কর আরোপ করে।

LPG Price : জুনের শুরুতেই কমে গেল রান্নার গ্যাসের দাম, সিলিন্ডার প্রতি ৭২ টাকা সস্তা হল এলপিজি

জুন মাসে ১৯ কেজি LPG সিলিন্ডারের দাম কমে গেল

● কলকাতায় ৭২ টাকা কমে ১৮৫৯ টাকা থেকে হল ১৭৮৭ টাকা।
● দিল্লিতে ৬৯.৫০ টাকা কমে ১৭৪৫.৫০ টাকা থেকে হল ১৬৭৬ টাকা।
● মুম্বইয়ে ৬৯.৫০ টাকা কমে ১৬৯৮.৫০ টাকা থেকে হল ১৬২৯ টাকা।
● চেন্নাইয়ে ৭০.৫০ টাকা কমে ১৯১১ টাকা থেকে হল ১৮৪০.৫০ টাকা।

Debaprasad Mukherjee

দেবপ্রসাদ বিগত কয়েক বছর যাবৎ সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ার হাত ধরেই সাংবাদিকতায় ...