ভারতের বাজারে দিন দিন গাড়ির চাহিদা বৃদ্ধি পাচ্ছে সাধারণ মানুষের মধ্যেও। এখন কমবেশি সকলেই নিজের গাড়িতে যাতায়াত করতে পছন্দ করেন। কিন্তু জ্বালানি তেলের বাড়তে থাকা দাম অনেককেই এখন ইলেকট্রিক গাড়ি কেনার দিকে চালিত করছে। আর এই কারণে এখন ভারতে ছোট বা বড় নানা ধরণের ইলেকট্রিক গাড়ির চাহিদা বাড়ছে দিন দিন। তবে ইলেক্টটিক গাড়ির দাম তুলনামূলক অনেকটা বেশি হওয়ার কারণে সেই পেট্রোল ও ডিজেল ইঞ্জিনের গাড়িই কিনতে হচ্ছে অনেককে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowইলেকট্রিক গাড়িতে যেমন পরিবেশ দূষণ কম হয়, তেমনই শব্দদূষণের পরিমানও কম হয় এই গাড়িতে। তবে ইলেকট্রিক গাড়ির দাম যে হারে রয়েছে আমাদের দেশে, তাতে করে অনেকের ইচ্ছে থাকলেও গাড়ি কেনার উপায় থাকেনা। তবে এবার ইলেকট্রিক গাড়ির বিক্রি বাড়াতে বিরাট পদক্ষেপ নিলো সরকার। এবার ইলেকট্রিক গাড়ি কিনলে সরকারি ভর্তুকি পাওয়া যাবে। এবার থেকে ইলেকট্রিক মোবিলিটি প্রমোশন স্কিমের মাধ্যমে দু-চাকা, চার-চাকা ও ই-রিক্সা কিনলেও মিলবে এই ভর্তুকি। তাহলে চলুন জেনে নেওয়া যাক যে কোন গাড়িতে কত ভর্তুকি দেওয়া হবে এবং কিভাবে মিলবে এই ভর্তুকি।
কোন গাড়ি কিনলে কত টাকার ভর্তুকি?
● দু-চাকার গাড়ি অর্থাৎ বাইক বা স্কুটি কিনলে গাড়ির দামের ওপর ১০,০০০ টাকা পর্যন্ত ভর্তুকি মিলবে।
● তিন চাকার ই-রিকশা কিনলে গাড়ির দামের উপর ছাড় পাওয়া যাবে ২৫,০০০ টাকা।
● চার চাকার গাড়ি কিনলে ১,৫০,০০০ টাকা ভর্তুকি মিলবে।
কিভাবে এই প্রকল্পের জন্য আবেদন করবেন?
ভারতের কেন্দ্র সরকারের ভারী শিল্প মন্ত্রণালয় এই প্রকল্পের জন্য ৫০০ কোটি টাকা বরাদ্দ করেছে। দেশে ইলেকট্রিক গাড়ির প্রতি নাগরিকদের আকৃষ্ট করতে ইলেকট্রিক মোবিলিটি প্রমোশন স্কিম চালু করা হয়েছে। এই স্কিমের জন্য আবেদন করতে হবে কোম্পানির তরফে। অর্থাৎ, যে কোম্পানির ইলেকট্রিক গাড়ি কিনবেন, সেই কোম্পানি এই প্রকল্পের জন্য আবেদন করে দেবে। গাড়ির রেজিস্ট্রেশনের সব কাগজপত্র দিতে হবে আবেদনের সময়। কেন্দ্রের এই প্রকল্পের জন্য আবেদন করা যাবে ৩১.০৭.২০২৪ পর্যন্ত।