দেশের কেন্দ্র ও বিভিন্ন রাজ্য সরকারের অধীনস্থ একাধিক সেক্টরে লক্ষাধিক কর্মী নিযুক্ত আছেন। আর সরকার সেক্টর অনুযায়ী বেতনের পাশাপাশি আরো একাধিক ভাতা প্রদান করে থাকে কর্মীদের। আর সেইসব ভাতার মধ্যে উল্লেখযোগ্য হল মহার্ঘভাতা বা DA। কেন্দ্রের বেতন কমিশন অনুযায়ী এই ভাতা পরিবর্তিত হয়। আর কেন্দ্রের দেখানো এই পথেই বিভিন্ন রাজ্যও হাঁটে। অর্থাৎ কেন্দ্র সরকারের মতোই একইভাবে রাজ্য সরকারি কর্মীদের DA পরিবর্তন করে দেশের রাজ্যগুলি।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowচলতি বছরটা ভালোই যাচ্ছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য। কারণ এই বছরের শুরু থেকেই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য একের পর এক ভালো খবর আসছে। বছরের শুরুতেই তাদের মহার্ঘভাতা বা ডিএ বৃদ্ধির কথা সামনে এসেছিল। এছাড়াও পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যের সরকারি কর্মীদের মহার্ঘভাতা বৃদ্ধি পেয়েছে এই বছরই। তবে বছরের মাঝে রাজ্য সরকারি কর্মীদের জন্য একটি খারাপ খবর রয়েছে। কারণ এবার সরকারি কর্মীদের বিভিন্ন ভাতা থেকে বঞ্চিত করবে সরকার। আর জুলাইয়ের আগে এই আপডেট এল সরকারের তরফে।
মন্ত্রী, বিধায়ক ও সরকারি কর্মীদের জন্য বড় আপডেট
অনেক ক্ষেত্রে দেখা যায় যে সরকারি কর্মী, মন্ত্রী ও বিধায়করা সরকারি টাকায় বিলাসবহুল জীবনযাপন করছেন। তবে এবার থেকে ভারতের এক রাজ্যে সেটি বন্ধ হতে চলেছে। ট্যাক্সের টাকায় বিলাসিতা রুখতে সরকার এবার বড়সড় পদক্ষেপ নিচ্ছে। এবার মন্ত্রী, বিধায়ক এবং সরকারি কোয়ার্টারে বসবাসকারী সরকারি কর্মচারীদের ইলেকট্রিক বিল পরিশোধ করতে হবে বলে জানা গেছে। আর এই নতুন নিয়ম লাগু হচ্ছে ১ জুলাই থেকে। জানা গেছে, ট্যাক্সের টাকায় বিলাসিতা কমাতে এটিই সরকারের প্রথম পদক্ষেপ।
কোন রাজ্যে এই কড়া নিয়ম লাগু হবে?
পশ্চিমবঙ্গে নয়, আপাতত আসামে ট্যাক্সের তাকে বিলাসিতা বন্ধ হতে চলেছে। আসাম রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা এই ঘোষণা করেছেন। রবিবার গুয়াহাটির সচিবালয় কমপ্লেক্সে জনতা ভবন সোলার প্রকল্পের উদ্বোধনে শর্মা এই বড় ঘোষণা করেন। তিনি জানান যে তিনি নিজেই প্রথম ইলেকট্রিক বিল পরিশোধ করবেন। আর এর ফলে বাড়তি যে টাকা আসবে, তাতে দরিদ্র মানুষদের বিদ্যুতের বিল কমানো হবে। এছাড়াও সেই রাজ্যের বিভিন্ন স্কুল ও সরকারি অফিসে রাত ৮ টার পর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হবে বলে ঘোষণা করেছেন আসামের মুখ্যমন্ত্রী।