শিক্ষা হল জাতির মেরুদন্ড। তাই শিক্ষা যেমন সকলের অধিকার, তেমনই সকলের কাছে আবশ্যক একটি বিষয়। তাই ছাত্রছাত্রীরা হল দেশের ভবিষ্যৎ। দেশের শিল্প থেকে প্রযুক্তি, বিজ্ঞান থেকে গবেষণা, সবকিছুর আগামীর পথ তৈরি হয় পড়ুয়াদের মাধ্যমেই। তবুও এখনো আমাদের দেশের অনেক জায়গাতেই শিক্ষার আলোটুকু পৌঁছায় নি। কোথাও আবার শিক্ষার আলো পৌঁছালেও প্রবেশ করেনি উন্নত প্রযুক্তি ও পদ্ধতি। আর সেই কারণে রাজ্যের এমন সব এলাকাতেও শিক্ষার সবটুকু সুবিধা পৌঁছে দিতে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowইতিমধ্যে পশ্চিমবঙ্গের মতো রাজ্যে পড়ুয়াদের উদ্বুদ্ধ করতে চালু রয়েছে একাধিক প্রকল্প। তার মধ্যে যেমন ঐক্যশ্রী, কন্যাশ্রী হল স্কলারশিপ জাতীয় প্রকল্প, তেমনই আবার তরুণের স্বপ্ন প্রকল্প হল পড়ুয়াদের বাড়তি সুবিধা দেওয়ার প্রকল্প। এই স্কিমের মাধ্যমে উচ্চমাধ্যমিক স্তরের পড়ুয়াদের ট্যাব বা মোবাইল কেনার জন্য এককালীন ১০,০০০ টাকা দেয় পশ্চিমবঙ্গের রাজ্য সরকার। তবে এবার ল্যাপটপ ও স্কুটার দেওয়ার জন্য একটি বিশেষ স্কিম চালু হচ্ছে। এখন একনজরে দেখে নিন এই স্কিম সম্পর্কে।
ল্যাপটপ কেনার জন্য ২৫,০০০ টাকা কারা পাবেন
জানা গেছে, দ্বাদশ শ্রেণী স্তরের বোর্ড পরীক্ষায় যদি কোনো পড়ুয়া ৭৫ শতাংশের এর বেশি নম্বর পেয়ে থাকে, তাহলে সেই মেধাবী পড়ুয়াদের পড়াশুনার প্রতি উদ্বুদ্ধ করার জন্য একটি বিশেষ পুরস্কার ওয়াবে স্কুল শিক্ষা বিভাগের তরফে। জানা গেছে, দ্বাদশ শ্রেনিদ বোর্ড পরীক্ষায় ৭৫ শতাংশের বেশি নম্বর পাওয়া পড়ুয়াদের একটি ল্যাপটপ কেনার জন্য এককালীন নগদ ২৫,০০০ টাকা দেওয়া হবে। এর জন্য স্কুলের যাচ্ছে ইতিমধ্যে তথ্য চেয়ে পাঠিয়েছে রাজ্য সরকারের শিক্ষা দফতর। সেই তথ্যের ভিত্তিতে পড়ুয়াদের পুরস্কৃত করা হবে।
স্কুটার কেনার জন্য কাদের টাকা দেওয়া হবে?
তবে শুধুমাত্র ল্যাপটপ নয়, মেধাবী পড়ুয়াদের শিক্ষার অঙ্গনে আরো বেশি করে উৎসাহিত করার জন্য তাদের একটি করে স্কুটার দেওয়ার কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। তবে এক্ষেত্রে নম্বরের কোনো মানদণ্ড রাখা হয়নি। এক্ষেত্রে যেসব পড়ুয়ারা দ্বাদশ স্তরের বোর্ড পরীক্ষায় স্কুলের মধ্যে সেরা পারফরম্যান্সকারী হবেন, তাদেরকেই একটি করে স্কুটার দেওয়া হবে। এর জন্য আলাদা করে আবেদন করতে হবেনা। স্কুলের প্রধান এই সমস্ত তথ্য পাঠাবেন শিক্ষা দফতরের কাছে। তবে মনে রাখবেন, এই প্রকল্প কিন্তু পশ্চিমবঙ্গের পড়ুয়াদের জন্য নয়। আপাতত মধ্যপ্রদেশের পড়ুয়ারা এই সুবিধা পাবেন।