Free LPG gas : আজকাল প্রায় প্রত্যেকটি বাড়িতেই ব্যবহার করা হয় রান্নার গ্যাস। তাই এটিকে নিত্যপ্রয়োজনীয় আখ্যা দেওয়া হয়ে থাকে। কিন্তু দিনের পর দিন গ্যাসের অগ্নিমূল্য দামের কারণে সমস্যায় পড়তে হয়েছিল সাধারণ মানুষকে। তবে লোকসভা ভোটের আবহে বিরোধীরা যাতে রান্নার গ্যাযের মতো নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম নিয়ে কেন্দ্রকে খোঁচা না দিতে পারে, তার জন্য আগেভাগে গ্যাসের দাম কমিয়ে দিয়েছে কেন্দ্র।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowএদিকে উজ্জ্বলা যোজনার অন্তর্গত গ্যাস সিলিন্ডার এখন মোট ৩০০ টাকা সাশ্রয়ে পাওয়া যাচ্ছে। উল্লেখ্য, উজ্জ্বলা যোজনা অধীনে সরকার দরিদ্র পরিবারগুলিকে বিনামূল্যে রান্নার গ্যাসের সংযোগ দিয়ে থাকে। একইসঙ্গে ভর্তুকি সহ বছরে ১২ টি এলপিজি সিলিন্ডার পান উপভোক্তারা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০১৬ সালের ১ মে উজ্জ্বলা যোজনা চালু করেছিলেন। আপনিও এই প্রকল্পের সুবিধা পেতে পারেন। কিন্তু কিভাবে? তা এবার জেনে নিন।
কারা এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য যোগ্য?
● আবেদনকারী মহিলাকে ভারতীয় নাগরিক হতে হবে।
● আবেদনকারীর বয়স ১৮ বছরের বেশি হতে হবে।
● আবেদনকারীকে বিপিএল পরিবারের একজন মহিলা হতে হবে যার এলপিজি সংযোগ নেই৷
● অন্যান্য অনুরূপ প্রকল্পের অধীনে কোনো সুবিধা পাওয়া উচিত নয়.
● SC/ST পরিবারের অধীনে SECC 2011 বা BPL পরিবারের তালিকায় সুবিধাভোগী, সবচেয়ে অনগ্রসর শ্রেণী, বনবাসী, নদী দ্বীপে বসবাসকারী মানুষ বা চা এবং প্রাক্তন চা বাগান উপজাতিরা এই সুবিধা পাবেন।
কি কি ডকুমেন্ট থাকলে এই স্কিমের সুবিধা পাবেন?
● পৌরসভার চেয়ারম্যান বা পঞ্চায়েত প্রধান কর্তৃক প্রদত্ত বিপিএল শংসাপত্র
● জাতি শংসাপত্র (যদি থাকে)
● একটি পাসপোর্ট সাইজ ছবি
● ছবি সহ পরিচয় প্রমাণপত্র
● ঠিকানার প্রমাণপত্র
● বিপিএল রেশন কার্ড
● পরিবারের সকল সদস্যের আধার নম্বর
● ব্যাঙ্ক পাসবুক বা জন ধন ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ
এই স্কিমের জন্য কিভাবে আবেদন করতে হবে?
উজ্জ্বলা যোজনার জন্য আবেদন করতে হলে প্রথমেই আপনাকে নিকটস্থ এলপিজি ডিস্ট্রিবিউটরের কাছ থেকে আবেদনপত্র সংগ্রহ করতে হবে। তাছাড়া www.pmuy.gov.in- এই ওয়েবসাইট থেকেও ফরম ডাউনলোড করতে পারবেন। এবার এই ফর্মটি নির্ভুলভাবে পূরণ করুন। পূরণ করা ফরম উল্লিখিত সব নথি সহ এলপিজি ডিস্ট্রিবিউটর অফিসে ফর্মটি জমা দিন। একবার আবেদন জমা দেওয়া হলে, এটি যাচাই করা হবে। একবার নথি যাচাই করা এবং যোগ্যতা যাচাই করা হলে বিভিন্ন তেল বিপণন সংস্থাগুলি দ্বারা একটি এলপিজি সংযোগ জারি করা হবে।