রেশন কার্ড রয়েছে এমন প্রত্যেক ব্যক্তি মাসে মাসে সরকারের পক্ষ থেকে নির্দিষ্ট পরিমাণ খাদ্যশস্য পেয়ে থাকেন। রেশন কার্ড থাকলে সেই কার্ডের ভিত্তিতে নির্ধারিত খাদ্য সামগ্রী দেওয়া হয় স্থানীয় রেশন শপ থেকে। তবে সবার ক্ষেত্রে সমান খাদ্যদ্রব্য বণ্টন করা হয় না। কোন গ্রাহক কত পরিমানে খাদ্য শস্য পাবেন তা ঠিক হবে তাঁর রেশন কার্ডের উপর। দেশের রেশন ব্যবস্থা চালু রাখতে বেশ কিছু অনুমোদিত দোকান থেকে এই রেশন প্রদান করা হয় গ্রাহকদের। লাইনে দাঁড়িয়ে কিংবা কার্ড জমা দিয়ে রেশনের সামগ্রী সংগ্রহ করতে হয় নাগরিকদের।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowতবে এই রেশন ব্যবস্থায় প্রচুর দুর্নীতি হয়েছে বিগত সময়ে। অনেকেই যারা মারা গেছেন, তাদের রেশন কার্ড ব্যবহার করেও অনেকেই রেশন তুলে যান। তবে এবার রাজ্যে এই ধরণের দুর্নীতি রুখতে বড়সড় পদক্ষেপ নিল সরকার। সরকারের তরফে এই বিষয়ে একটি সমীক্ষা চালানো হয়েছে। বিশেষ সূত্রে জানা গেছে যে, ইতিমধ্যে রাজ্যে প্রায় ২ কোটি ভুয়ো রেশন কার্ড চিহ্নিতকরণ করা হয়েছে। আর এই বিষয়ে এবার পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে খাদ্য দফতরকে।
কাদের রেশন কার্ড বাতিল হচ্ছে?
● ভারতের স্থায়ী বাসিন্দা না হলে রেশন কার্ড বাতিল হবে।
● পরিবারের বার্ষিক রোজগার ২ লক্ষ টাকার বেশি হলে তাদের রেশন কার্ড বাতিল হবে।
● পরিবারের কারো নামে ২ একরের বেশি জমি থাকলে তাদের রেশন কার্ড বাতিল হবে
আপনার রেশন কার্ড বাতিল হয়েছে কিনা, কিভাবে জানবেন?
এই কাজটি করতে হলে প্রথমেই মোবাইল বা কম্পিউটার থেকে খুলুন https://food.wb.gov.in- এই ওয়েবসাইট। এটি পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য দফতরের ওয়েবসাইট।যে পেজটি খুলবে সেখানে Ration Card অপশনে ক্লিক করুন। এবার যে পেজ খুলবে সেখানে ‘Check the status of your Ration Card’- এই অপশনে ক্লিক করুন। এবার রেশন কার্ড নম্বর লিখুন এবং ক্যাটাগরি বেছে নিন। সঠিকভাবে Captcha Code বসিয়ে Search অপশনে ক্লিক করুন। এবার রেশন কার্ডের স্ট্যাটাস Active দেখালে বুঝে নিন যে আপনার রেশন কার্ডে কোনো সমস্যা নেই।