এখন এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছানোর জন্য একাধিক মাধ্যম থাকলেও স্বাধীনভাবে যাতায়াতের জন্য নিজস্ব গাড়ি বা বাইক হল সব দুর্দান্ত বিকল্প। আর নিজস্ব বাইক বা গাড়ি চালানোর জন্য যে জিনিসটি আবশ্যিকভাবে দরকার, সেটি হল ড্রাইভিং লাইসেন্স। এছাড়াও অনেকে বাইক সার্ভিস দেওয়ার কাজ করেন, কেউ আবার ট্যাক্সি সার্ভিসকে পেশা হিসেবে বেছে নেন। এই সকলেরই ড্রাইভিং লাইসেন্স দরকার পড়ে। সব ধরণের গাড়ির ক্ষেত্রে লাইসেন্স হয় আলাদা আলাদা। তাই এখন যেহেতু সকলকেই কমবেশি ড্রাইভ করতে হয়, তাই লাইসেন্স প্রায় সবারই দরকার পড়ে আজকাল।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowতবে শুধুমাত্র লাইসেন্স থাকলেই হবেনা, গাড়ি নিয়ে রাস্তায় বেরোলে এমন অনেক ট্রাফিক আইন রয়েছে, যেগুলি আপনাকে মেনে চলতে হবে, তা নাহলেই জরিমানা দিতে হবে আপনাকে। ট্রান্সপোর্ট নিয়ম ভাঙলে শাস্তি ও জরিমানার বিভিন্ন নিয়ম রয়েছে। যেমন দ্রুত গতিতে গাড়ি চালানোর জন্য ১,০০০ থেকে ২,০০০ টাকা, অপ্রাপ্তবয়স্কদের গাড়ি চালানোর জন্য ২৫,০০০ টাকা ও লাইসেন্স বাতিল, লাইসেন্স ছাড়া গাড়ি চালানোর জন্য ৫০০ টাকা, হেলমেট ছাড়া গাড়ি চালানোর জন্য ১০০ টাকা এবং সিট বেল্ট না পরার জন্য ১০০ টাকা জরিমানা দিতে হয়।
গাড়িতে এই কাগজটি না রাখলেও জরিমানা দিতে হবে
লাইসেন্স, পলিউশন-এর পাশাপাশি এবার গাড়ির ইন্সুরেন্স নিয়েও কড়া পদক্ষেপ নেওয়া হল সড়ক পরিবহন মন্ত্রকের তরফে। এই নতুন নিয়মানুযায়ী, যেকোনো বৈধ মোটর ভেহিকল থার্ড পার্টি ইন্সুরেন্স ছাড়া রাস্তায় গাড়ি চালানো দণ্ডনীয় অপরাধ। অর্থাৎ, রাস্তায় বাইক বা ফোর-হুইলার, যেকোনো ধরণের যানবাহন চালানোর জন্য ইন্সুরেন্স থাকতে হবে আবশ্যিকভাবে। এক্ষেত্রে ভারতের মোটর ভেহিকল আইন, ১৯৮৮-এর ১৪৬ ধারা জেনে রাখা জরুরি। এই বিশেষ ধারায় বলা হয়েছে যে রাস্তায় কোনো যানবাহন চালানোর ক্ষেত্রে যেন থার্ড পার্টি ইন্সুরেন্স থাকতে হবে। যেকোনো ধরণের দুর্ঘটনা কমাতে এই বিশেষ নিয়মটি লাগু হয়েছে।
ইন্সুরেন্স ছাড়া ধরা পড়লে জরিমানা ও জেল দুইই হতে পারে
ভারতের মোটর ভেহিকেল আইন অনুযায়ী, কোনো চালক যদি গাড়ির ইন্সুরেন্স ছাড়া ধরা পড়েন, তাহলে তার জরিমানা ও কারাবাস, দুই ধরণের শাস্তিই হতে পারে। এক্ষেত্রে নিয়মানুযায়ী, প্রথমবারের জন্য যদি কেউ থার্ড-পার্টি ইন্সুরেন্স ছাড়া ধরা পড়েন, তাহলে তার ২,০০০ টাকা জরিমানা এবং ৩ মাসের জেল হতে পারে। আবার যদি কেউ ইন্সুরেন্স ছাড়া দ্বিতীয়বার ধরা পড়েন, তাহলে তার ৩,০০০ টাকা জরিমানা ও ৪ মাসের কারাবাস হতে পারে। তাই এমন শাস্তি এড়াতে সত্ত্বর থার্ড-পার্টি ইন্সুরেন্স করিয়ে ফেলুন এবং নিয়মিত সেটিকে রিনিউ করুন।