Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

আর ওয়েটিং লিস্টের হয়রানি নয়, টিকিট কনফার্ম না হলে ২ মিনিটে রিফান্ড, বড় ঘোষণা রেলের

Debaprasad Mukherjee

Debaprasad Mukherjee

বর্তমান সময়ে ভারতীয় রেল আমাদের দেশের গণপরিবহণ ব্যবস্থায় এক অন্যতম ভূমিকা পালন করে থাকে। প্রায় প্রতিদিনই দেশজুড়ে লক্ষ লক্ষ মানুষ ট্রেনের মাধ্যমে পৌঁছে যান নির্দিষ্ট গন্তব্যে। যাত্রী পরিবহন থেকে শুরু…

বর্তমান সময়ে ভারতীয় রেল আমাদের দেশের গণপরিবহণ ব্যবস্থায় এক অন্যতম ভূমিকা পালন করে থাকে। প্রায় প্রতিদিনই দেশজুড়ে লক্ষ লক্ষ মানুষ ট্রেনের মাধ্যমে পৌঁছে যান নির্দিষ্ট গন্তব্যে। যাত্রী পরিবহন থেকে শুরু করে দৈর্ঘতার নিরিখে ভারতীয় রেল বিশ্বে চতুর্থ স্থান দখল করে। সুদূর জম্মু থেকে কন্যাককুমারী, আসাম থেকে রাজস্থান- সর্বত্র বিছিয়ে রয়েছে রেলের যোগাযোগ। আর এই বিশাল দেশে রেল ব্যবস্থা চালু রয়েছে বছরের সবকটি দিনই।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

ভারতীয় রেলে অনেক ধরণের ট্রেন চলে। সাধারণ পরিবহনের জন্য যেমন রয়েছে লোকাল বা এক্সপ্রেস ট্রেন, তেমনই আবার ভারতীয় রেল এমন কিছু ট্রেন চালায়, যা বিলাসবহুল হয় এবং সেগুলি একটি বিশেষ রুটেই চলে। তবে মূলত এক্সপ্রেস বা সুপারফাস্ট ট্রেনে দূরের গন্তব্যে যাওয়ার জন্য আগের থেকে টিকিট বুকিং করতে হয়। কিন্তু অনেকসময় টিকিট ওয়েটিংয়ে থাকে। এক্ষেত্রে মনে রাখবেন যে যদি আপনাকে ওয়েটিং টিকেট জারি করা হয় তবে আপনার সিট পাওয়া যাবে না।

আর ওয়েটিং লিস্টের হয়রানি নয়, টিকিট কনফার্ম না হলে ২ মিনিটে রিফান্ড, বড় ঘোষণা রেলের

আর থাকবে না ওয়েটিং লিস্ট, সবার জন্য নিশ্চিত টিকিট

তবে এবার থেকে ট্রেনের এই ওয়েটিং লিস্টের নিয়ম পরিবর্তন করতে চলেছে ভারতীয় রেল। আর এই বিষয়ে বড়সড় সিদ্ধান্ত নিতে চলেছে ভারতীয় রেল। জানা গেছে, এবার থেকে এই ওয়েটিং লিস্টের নিয়মটি তুলে দিতে চলেছে ভারতীয় রেল। আর এই নিয়মটি চালু হলে বিরাট সুবিধা পাবেন যাত্রীরা। কারণ এই ওয়েটিং লিস্ট-এর নিয়ম বন্ধ হলে যাত্রীদের দুর্ভোগ কমে যাবে। অনায়াসে যাত্রীরা এবার থেকে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারবেন।

আর ওয়েটিং লিস্টের হয়রানি নয়, টিকিট কনফার্ম না হলে ২ মিনিটে রিফান্ড, বড় ঘোষণা রেলের

এই অ্যাপের মাধ্যমে যাত্রীদের হাজারো সমস্যার সমাধান

জানা গেছে, এবার রেলের নিজস্ব IRCTC অ্যাপের মাধ্যমে নিশ্চিত টিকিট পাবেন যাত্রীরা। এমনকি টিকিট বুকিং না হলে তৎক্ষণাৎ রিফান্ডের ব্যবস্থাও করা হচ্ছে। আর এই প্রসঙ্গে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আগেই জানিয়েছিলেন, “আমরা রেলের জন্য একটি সুপার অ্যাপ তৈরি করতে চলেছি, যাতে রেলের সঙ্গে যুক্ত সমস্ত সুযোগ-সুবিধা রয়েছে। যেমন আপনাকে দেখতে হবে কোন ট্রেন কোথা থেকে কোথায় যাচ্ছে, টিকিট নেবে কিনা, রিজার্ভ নাকি আনরিজার্ভড। রিজার্ভ থাকলে আইআরসিটিসি ব্যবহার করলে লাইনে দাঁড়াতে হবে না। এই সমস্ত বিষয় মাথায় রেখে, আমরা একটি সুপার অ্যাপ তৈরি করতে যাচ্ছি। যাতে আপনার জীবনে রেলের নতুন অভিজ্ঞতা হয়”

Debaprasad Mukherjee

দেবপ্রসাদ বিগত কয়েক বছর যাবৎ সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ার হাত ধরেই সাংবাদিকতায় ...