বিশ্বের মধ্যে সর্বাধিক জনবহুল দেশ ভারত। তাই ভারতে নিত্যদিন মানুষের যাতায়াত করতে হয় এক স্থান থেকে অন্য স্থানে। আর বর্তমান সময়ে ভারতীয় রেল আমাদের দেশের গণপরিবহণ ব্যবস্থায় এক অন্যতম ভূমিকা পালন করে থাকে। প্রায় প্রতিদিনই দেশজুড়ে লক্ষ লক্ষ মানুষ ট্রেনের মাধ্যমে পৌঁছে যান নির্দিষ্ট গন্তব্যে। যাত্রী পরিবহন থেকে শুরু করে দৈর্ঘতার নিরিখে ভারতীয় রেল বিশ্বে চতুর্থ স্থান দখল করে। সুদূর জম্মু থেকে কন্যাককুমারী, আসাম থেকে রাজস্থান- সর্বত্র বিছিয়ে রয়েছে রেলের যোগাযোগ। আর এই বিশাল দেশে রেল ব্যবস্থা চালু রয়েছে বছরের সবকটি দিনই।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowভারতীয় রেলের অধীনে অনেক ধরণের ট্রেন চলে। যেমন লোকাল ট্রেনে শহর বা জেলার এক স্থান থেকে অন্য স্থানে কিংবা এক জেলা থেকে অন্য জেলায় যাওয়া যায়, তেমনই আবার এক্সপ্রেস ট্রেনে এক রাজ্য থেকে অন্য রাজ্যে যাওয়া যায়। এর মাঝেই আবার রয়েছে সুপারফাস্ট এবং সেমি-হাইস্পিড ট্রেনও। তবে প্রতিদিন দেশের সবথেকে বেশি যাত্রী পরিবহন করেন লোকাল ট্রেনে। শহরতলি বা মফঃস্বল এলাকার বিভিন্ন রুটে দেশজুড়ে লোকাল ট্রেন চলে। আর এবার লোকাল ট্রেনের যাত্রীদের জন্য রয়েছে এক সুখবর।
লোকাল ট্রেনের ভাড়া কমছে জুলাই থেকেই
করোনাকালীন সময়ে ট্রেন পরিষেবা বন্ধ হয়েছিল দেশের সিংহভাগ জায়গায়। তারপর ফের ট্রেন চলাচল শুরু হলেও সবটা একই থাকেনি। অনেক প্রান্তিক রুটে দেরিতে শুরু হয় ট্রেন চলাচল। তেমনই আবার অনেক রুটে যাত্রীদের ভিড় কম রাখতে লোকাল ট্রেনের পরিবর্তে স্পেশ্যাল ট্রেন চালায় রেল। আর এভাবে বাড়ানো হয় ট্রেনের ভাড়া। সব লোকাল রুটে করোনাকালীন সময়ের পর যখন ট্রেন চালু হয়, তখন ১০ টাকা ভাড়া বেড়ে হয় ৩০ টাকা। তবে ১ জুলাই থেকে ফের ১০ টাকা ভাড়া হচ্ছে বহু রুটের ট্রেনের ভাড়া।
কোন কোন রুটে কমছে ট্রেনের ভাড়া?
রেলে সূত্রে জানা গেছে, সর্বমোট ৫৬৩ টি রেল রুটে কমছে লোকাল ট্রেনের ভাড়া। আগামী ১ লা জুলাই থেকে এই নতুন ভাড়া কার্যকর করা হবে ওই রুটগুলিতে। ভারতীয় রেল থেকে প্রকাশিত একটি রিপোর্ট অনুযায়ী আম্বালা, দিল্লি, ফিরোজপুর, লখনউ এবং মোরাদাবাদ-এই ৫ টি ডিভিশনের বহু রুটে ভাড়া কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যেই উত্তর রেলওয়ের তরফে এই ৫ টি রেল ডিভিশনে ভাড়া কমানোর বিষয়ে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। তবে এই ধাপে রাজ্যের কোনো রেল রুটে লোকাল ট্রেনের ভাড়া কমছে না।