জুন মাসে দেশের রাজনৈতিক মঞ্চে বেশ কিছু পালাবদল ঘটেছে। আবার বেশ কিছু ক্ষেত্রে গত কয়েকবছরের তুলনায় প্রশাসকের ছবিটা বদলে গিয়েছে। একদিকে যেমন একক সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে দিল্লির মসনদে বসেছে এনডিএ জোটের সরকার, তেমনই অন্যদিকে অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা রাজ্যের বিধানসভা নির্বাচনে ঘটে গিয়েছে পালাবদল। অন্ধ্রপ্রদেশে এনডিএ জোটসঙ্গী তেলেগু দেশম পার্টি ক্ষমতায় এসেছে। অন্যদিকে কেন্দ্রে একক প্রশাসকের ভূমিকা হারালেও ওড়িশা রাজ্যের বিধানসভায় জিতে সেই রাজ্যে সরকার গড়েছে বিজেপি। তাই পশ্চিমবঙ্গের এই পড়শি রাজ্যে যে পালাবদল ঘটেছে, তা নিঃসন্দেহে বলা যায়।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowসম্প্রতি, ওড়িশা রাজ্যের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন মোহন চরণ মাঝি। আর শপথ নেওয়ার পর থেকেই একের পর এক জনহিতৈষী প্রকল্পের ঘোষণা করছে ওড়িশা রাজ্যের বিজেপি সরকার। তার মধ্যে উল্লেখযোগ্য হল মহিলাদের আর্থিকভাবে স্বাবলম্বী করা তোলার লক্ষ্যে ঘোষিত শুভদ্রা যোজনা। এবার রাজ্যের কৃষকদের জন্যও বড় ঘোষণা করেছে ওড়িশা রাজ্যের সরকার। একইভাবে জগন্নাথ মন্দির নিয়েও বড়সড় একটি ঘোষণা করেছে ওড়িশা রাজ্যের সরকার। একনজরে দেখে নিন যে ওড়িশার মানুষ ঠিক কি কি সুবিধা পাবেন নবনির্বাচিত এই মন্ত্রীসভা থেকে।
মহিলাদের সাহায্যার্থে শুভদ্রা যোজনা
ক্ষমতায় এসে ওড়িশা রাজ্যের নবনির্বাচিত বিজেপি সরকার মহিলাদের জন্য একটি উল্লেখযোগ্য প্রকল্পের ঘোষণা করেছে। আর এই প্রকল্পটি হল ‘শুভদ্রা যোজনা’। এই প্রকল্পের মাধ্যমে ওড়িশা রাজ্যের মহিলাদের মাসে ৪,২০০ টাকা করে দেওয়া হবে। অর্থাৎ, পশ্চিমবঙ্গে সরকারের লক্ষ্মীর ভান্ডারের তুলনায় বহুগুণ বেশি সুবিধা পাবেন ওড়িশার মহিলারা। আগামী ১০০ দিনের মধ্যে এই প্রকল্প রূপায়িত হবার বলে জানা গেছে। তার জন্য চূড়ান্ত প্রস্তুতি সেরে নিচ্ছে সরকার।
চাষীদের জন্য কৃষক নীতি তৈরি
ওড়িশা রাজ্যে ক্ষমতায় এসেই বিজেপি সরকার কৃষকদের জন্য বিরাট ঘোষণা করেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে এবার থেকে সহায়ক মূল্যে চাষীদের থেকে ফসল কেনার নিয়ম চালু করা হচ্ছে। ধানের নূন্যতম সহায়ক মূল্য প্রতি কুইন্টাল ৩১০০ টাকা করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে সরকারের তরফে। এর জন্য রাজ্যস্তরের একটি কমিটি গঠন করা হবে। এছাড়াও অদূর ভবিষ্যতে কৃষকদের জন্য নতুন কৃষক নীতি প্রণয়নের বিষয়েও নজর দেবে ওড়িশার বিজেপি সরকার, এমনটাই প্রতিশ্রুতি দিয়েছেন সেই রাজ্যের মুখ্যমন্ত্রী চরণ মাঝি।