Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

রেশন কার্ড থাকলেই ১২,০০০ টাকা দিচ্ছে মোদি সরকার, অনলাইনে আবেদন করলেই পাবেন সুবিধা

Debaprasad Mukherjee

Debaprasad Mukherjee

ক্ষমতায় আসার পর থেকে দেশের নাগরিকদের উন্নয়নের স্বার্থে একাধিক প্রকল্পের ঘোষণা এবং তাদের রূপায়ণের মাধ্যমে বাস্তবায়ন ঘটিয়েছে মোদি সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে দেশে চালু হয়েছে একাধিক প্রকল্প। আর…

ক্ষমতায় আসার পর থেকে দেশের নাগরিকদের উন্নয়নের স্বার্থে একাধিক প্রকল্পের ঘোষণা এবং তাদের রূপায়ণের মাধ্যমে বাস্তবায়ন ঘটিয়েছে মোদি সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে দেশে চালু হয়েছে একাধিক প্রকল্প। আর এই সব প্রকল্পের সুবিধা পেয়েছেন দেশের সমস্ত স্তরের মানুষজন। এখনো অনেক প্রকল্পের মাধ্যমে দেশের নানা ধরণের মানুষদের উন্নীত করতে সাহায্য করেছে কেন্দ্র সরকার। বলা বাহুল্য, এইসব প্রকল্পের রূপায়ণের মাধ্যমেই দেশের উন্নয়নে এক বড় ভূমিকা নিয়েছে মোদির কেন্দ্রীয় সরকার।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আর মোদি সরকারের সব রকমের জনমুখী প্রকল্পের মধ্যে অন্যতম হল শৌচালয় যোজনা। এই প্রকল্পের জন্য আবেদন করলেই আপনি পেয়ে যাবেন ১২,০০০ টাকা। এটি স্বচ্ছ ভারত অভিযানের আওতাভুক্ত একটি প্রকল্প। ২০১৪ সালের ভারত সরকার দ্বারা প্রচলিত একটি জাতীয় প্রকল্প। এটি ২০০৯ সালে চালু হওয়া নির্মল ভারত অভিযানের একটি পুনর্গঠিত সংস্করণ। এই প্রকল্পের মাধ্যমে গ্রামীণ এলাকায় ১০০ মিলিয়নেরও বেশি ব্যক্তিগত পারিবারিক স্তরের টয়লেট এবং শহরাঞ্চলে ৬ মিলিয়ন পরিবারের টয়লেট তৈরি করা হয়েছে। এছাড়াও, শহর এলাকায় প্রায় ৬ মিলিয়ন কমিউনিটি এবং পাবলিক টয়লেটও নির্মাণ করা হয়েছে। এখনো এই প্রকল্পের সুবিধা দেওয়া হচ্ছে নাগরিকদের। একনজরে দেখে নিন, এই সুবিধা কারা পাবেন এবং কিভাবে পাবেন।

রেশন কার্ড থাকলেই ১২,০০০ টাকা দিচ্ছে মোদি সরকার, অনলাইনে আবেদন করলেই পাবেন সুবিধা

কারা শৌচালয় যোজনার সুবিধা পাবেন?

● যাদের বাড়িতে শৌচালয় নেই, শুধুমাত্র তারাই এই প্রকল্পের টাকা পাবেন।
● এই প্রকল্পের সুবিধা পেতে হলে আবেদনকারীকে ভারতের স্থায়ী বাসিন্দা হতে হবে।
● শৌচালয় যোজনার সুবিধা পেতে হলে আবেদনকারীকে দারিদ্র্যসীমার নীচে থাকতে হবে।
● এইসব নথি থাকলেই এই প্রকল্পের সুবিধা পাবেন- আধার কার্ড, অ্যাকাউন্ট পাসবুক, সচিত্র পরিচয়পত্র, বৈধ মোবাইল নম্বর, পাসপোর্ট সাইজ ছবি, রেশন কার্ড।

রেশন কার্ড থাকলেই ১২,০০০ টাকা দিচ্ছে মোদি সরকার, অনলাইনে আবেদন করলেই পাবেন সুবিধা

কিভাবে এই প্রকল্পের জন্য আবেদন করবেন?

অনলাইনে এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন যোগ্য নাগরিকরা। এর জন্য প্রথমেই https://swachhbharatmission.gov.in/ -এই ওয়েবসাইটে যেতে হবে। এরপর ‘Home Page’-এ Citizen Corner অপশনে ক্লিক করতে হবে। নতুন পেজ খুললে সেখানে Application Form for IHHL অপশনে ক্লিক করতে হবে। এরপর আপনার সামনে ‘লগ ইন পেজ’ খুলে গেলে Citizen Registration অপশনে ক্লিক করতে হবে। এবার রেজিস্ট্রেশন ফোরাম ওপেন হবে, যেখানে আপনাকে সংশ্লিষ্ট সব তথ্য পূরণ করে ‘Submit’ করতে হবে। এবার লগ ইন আইডি দিয়ে সাইন ইন করতে হবে। এবার মেনুতে নতুন অ্যাপ্লিকেশন অপশনে ক্লিক করতে হবে। এরপর আইএইচএইচএল আবেদন ফর্মটি পূরণ করতে হবে এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট সহ প্রাপ্ত সমস্ত নথি আপলোড করতে হবে। সবশেষে ‘সাবমিট’ বাটনে ক্লিক করতে হবে। এবার আবেদনপত্র যাচাই করা হবে এবং যারা যোগ্য বলে বিবেচিত হবেন, তাদের সুবিধা দেওয়া হবে।

Debaprasad Mukherjee

দেবপ্রসাদ বিগত কয়েক বছর যাবৎ সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ার হাত ধরেই সাংবাদিকতায় ...