প্রতিটি ভারতীয় নাগরিকের কাছে আধার কার্ড একটি গুরুত্বপূর্ণ নথি। শুধুমাত্র গুরুত্বপূর্ণ নয়, এটিকে অত্যাবশ্যকীয় নথি বললেও ভুল হবে না। কারণ নানা কাজে ব্যবহার করা হয় আধার কার্ড। তাই ভারতীয় নাগরিকদের কাছে আধার কার্ডের গুরুত্বও বাড়ছে দিন দিন। কারণ সরকারের তরফে অধিকাংশ জায়গায় পরিচয়পত্র হিসেবে আধার কার্ডকেই মান্যতা দেওয়া হয়। ব্যাঙ্কের একাউন্ট খোলা থেকে শুরু করে, সিম কার্ড কেনা, গাড়ি কেনা এমনকি হোটেলে রুম নিতেও আধার কার্ডের প্রয়োজন পড়ে। এছাড়াও ব্যবসা রেজিস্ট্রেশন করতেও এই নথির গুরুত্ব অপরিসীম।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowআর এই গুরুত্বপূর্ণ আধার কার্ডের সঙ্গে নাগরিকদের আরো অন্যান্য নথিপত্র লিঙ্ক করার প্রক্রিয়া বিগত বেশ কয়েকবছর ধরেই চলছে দেশে। প্রথমে আধার কার্ডের সঙ্গে রেশন কার্ডের লিঙ্ক করার কথা ঘোষণা করা হয় সরকারের তরফে। আর যেহেতু ভারত অনেক বড় দেশ এবং জনসংখ্যার দিক থেকেও ভারত সব দেশের থেকে এগিয়ে, তাই এই কাজটি এখনো সবার পক্ষে সম্ভব হয়ে ওঠেনি। সেই কারণে সব রাজ্যের সমস্ত রেশন উপভোক্তাদের আধার-রেশন লিঙ্ক এখনো করানো হয়নি।
বাড়ানো হল রেশন-আধার লিঙ্কের সময়সীমা
রেশন ব্যবস্থায় প্রচুর দুর্নীতি হয়েছে বিগত সময়ে। অনেকেই যারা মারা গেছেন, তাদের রেশন কার্ড ব্যবহার করেও অনেকেই রেশন তুলে যান। তবে এবার রাজ্যে এই ধরণের দুর্নীতি রুখতে বড়সড় পদক্ষেপ নিয়েছে সরকার। সেই কারণে রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড সংযুক্তিকরণের প্রক্রিয়া চালু হয় দেশে। আর তখন থেকেই এই কাজের সময়সীমা বাড়ানো হচ্ছে দিনের পর দিন। আর ফের আরেকবার এই সময়সীমা তিন মাস বাড়িয়ে দেওয়া হল। জানা গেছে, ৩০ শে সেপ্টেম্বরে পর্যন্ত এই কাজটি করা যাবে।
রেশন-আধার লিঙ্ক করা থাকলেই বিনামূল্যে রেশন পাবেন
করোনাকালীন সময়ে কেন্দ্র সরকারের তরফে দেশের খাদ্যাভাব দূর করতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেয়া মোদি সরকার। ২০২০ সালে দ্বিগুন রেশন সামগ্রী বিনামূল্যে দেওয়া শুরু করে কেন্দ্র। আর সেই থেকেই এই বিষয়টিকে বর্ধিত করে আসছে কেন্দ্র। আর ফের একবার এই সুবিধার বর্ধিতকরণের ঘোষণা করেছে সরকার। আরো ৫ বছর এই পরিষেবা দেওয়া হবে। তবে আধার কার্ডের সঙ্গে রেশন কার্ডের লিঙ্ক করানো না থাকলে এই পরিষেবা মিলবে না।