Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

রেশন কার্ডের e-KYC করতেই হবে? বাড়ছে এমন জালিয়াতি, এই উপায়ে সুরক্ষিত রাখুন নিজেকে

Debaprasad Mukherjee

Debaprasad Mukherjee

ভারতের প্রতিটি নাগরিকের রয়েছে রেশন কার্ডের অধিকার। দেশে খাদ্যাভাব দূর করতে এই ব্যবস্থার সূচনা ঘটে স্বাধীনতার পরেই। আর এই রেশন কার্ড রয়েছে এমন প্রত্যেক ব্যক্তি মাসে মাসে সরকারের পক্ষ থেকে…

ভারতের প্রতিটি নাগরিকের রয়েছে রেশন কার্ডের অধিকার। দেশে খাদ্যাভাব দূর করতে এই ব্যবস্থার সূচনা ঘটে স্বাধীনতার পরেই। আর এই রেশন কার্ড রয়েছে এমন প্রত্যেক ব্যক্তি মাসে মাসে সরকারের পক্ষ থেকে নির্দিষ্ট পরিমাণ খাদ্যশস্য পেয়ে থাকেন। রেশন কার্ড থাকলে সেই কার্ডের ভিত্তিতে নির্ধারিত খাদ্য সামগ্রী দেওয়া হয় স্থানীয় রেশন শপ থেকে। তবে সবার ক্ষেত্রে সমান খাদ্যদ্রব্য বণ্টন করা হয় না। কোন গ্রাহক কত পরিমানে খাদ্য শস্য পাবেন তা ঠিক হবে তাঁর রেশন কার্ডের উপর।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

তবে একটি ছোট্ট কাজ না করলেই বন্ধ হয়ে যেতে পারে আপনার রেশনের যোগান। এই কাজটি হল রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করানো। আগে ৩১ মার্চ পর্যন্ত রেশন কার্ড এবং আধার কার্ড লিঙ্ক করার সময় সীমা থাকলেও পরে ৩০ জুন অবধি এই তারিখ বৃদ্ধি করা হয়। তবে এখনো এই কাজ অনেকে করে উঠতে না পারলে তাদের জন্য আবার ৩০ সেপ্টেম্বর অবধি শেষ তারিখটি নির্ধারণ করা হয়েছে। তবে এই ছোট্ট কাজটি আপনি বাড়িতে বসেই করতে পারবেন।

রেশন কার্ডের e-KYC করতেই হবে? বাড়ছে এমন জালিয়াতি, এই উপায়ে সুরক্ষিত রাখুন নিজেকে

রেশন কার্ডের ই-কেওআইসি করার পদ্ধতি

এই কাজটি বাড়িতে বসে করতে হলে প্রথমেই আপনার রাজ্যের অফিসিয়াল পাবলিক ডিস্ট্রিবিউশন পোর্টাল খুলতে হবে। তারপর আপনার স্ক্রিনে ভেসে ওঠা ‘রেশন-আধার লিঙ্ক’-এর অপশন নির্বাচন করুন।আপনার যে কার্ড এই মুহূর্তে সক্রিয় রয়েছে তার সাথে আধার কার্ড লিংক করাতে আধার লিঙ্ক অপশনটি সিলেক্ট করুন। এই অপশনে একটি নতুন পেজ খুলে যাবে এবং সেখানে আপনার রেশন কার্ডের নম্বর এবং তারপর আপনার আধার কার্ডের নম্বর লিখুন। এর সঙ্গে আপনার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক থাকা মোবাইল নম্বরটি লিখুন এবং তারপর কন্টিনিউ বাটনে ক্লিক করে দিন।এটি করার পরেই আপনার মোবাইল ফোনে একটি OTP পেয়ে যাবেন। খুলে থাকা পেজের নির্দিষ্ট জায়গায় সেই OTP এন্টার করুন। এরপর আপনার অনুরোধটি জমা করা হবে। প্রক্রিয়া সম্পূর্ণ হলে আপনি একটি SMS -এর মাধ্যমে নিশ্চিতকরন পেয়ে যাবেন।

রেশন কার্ডের e-KYC করতেই হবে? বাড়ছে এমন জালিয়াতি, এই উপায়ে সুরক্ষিত রাখুন নিজেকে

রেশন কার্ডের কেওআইসি জালিয়াতি থেকে বাঁচুন

আজকে এই কেওআইসি-র জমানায় অনেক ধরণের জালিয়াতির ফাহতনা শোনা যাচ্ছে। শুধুমাত্র কেওআইসি-র নাম করে হত্যা হাতিয়ে নেওয়া হচ্ছে অনেকের থেকে। তাই এসব থেকে বাঁচতে হলে সবার আগে জানতে হবে যে আপনাকে ফোন করে কোনোদিন কোনো অফিসিয়াল স্থান থেকে কেওআইসি করানোর জন্য বলা হবেনা। তাই এমন ফোন এলে এড়িয়ে চলুন, প্রয়োজনে পুলিশের সঙ্গে যোগাযোগ করুন। এছাড়াও এই ধরণের ম্যাসেজ লেখা কোনো লিঙ্কে ক্লিক করবেন না। সবসময় অফিসিয়াল ওয়েবসাইট থেকে এইসব কাজ করুন।

Debaprasad Mukherjee

দেবপ্রসাদ বিগত কয়েক বছর যাবৎ সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ার হাত ধরেই সাংবাদিকতায় ...