জলের অপর নাম জীবন। জলকে জীবনের আধার বলা হয়। জল ছাড়া একটা দিন কেন, একটা ঘন্টা কাটানো রীতিমতো অসম্ভব। তাই হলের গুরুত্ব আলাদা করে আর বোঝানোর প্রয়োজন পড়েনা। কিন্তু সেই জলের ঘাটতি ইতিমধ্যে দেখা দিচ্ছে আমাদের দেশে। রাজস্থানের মতো মরু রাজ্যে তো এই সমস্যা বরাবর ছিল, তবে এখন জলের অত্যধিক অপচয়ের কারণে অন্যান্য নদীমাতৃক রাজ্যগুলিতেও জলের অভাব চোখে পড়ছে। আর সেই কারণে জীবকূল ধীরে ধীরে বিপন্নতার দিকে এগিয়ে চলেছে। তাই জল সংরক্ষণ আজকের দিনে একটি জরুরি কাজ।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowএখন সরকারের তরফে জল সংরক্ষণ সম্পর্কিত অনেক পদক্ষেপ নেওয়া হচ্ছে। কেন্দ্রের অনেক স্কিমে জলের সংরক্ষণের বিষয়ে উদ্যোগ নেওয়া হয়। আবার বিভিন্ন রাজ্যের সরকারও এই ধরণের অনেক অভিনব উদ্যোগ নিচ্ছে। আবার দেশের কোনো কোনো রাজ্যে কেন্দ্র ও রাজ্য- দুই সরকার একযোগে জল সংরক্ষণের কাজ করে চলেছে। আর এবার রাজ্য সরকারের তরফে এমন একটি পদক্ষেপ নেওয়া হল, যাতে করে একদিকে যেমন জল সংরক্ষণ হবে, তেমনই অন্যদিকে এই প্রকল্পে কাজ করে মাসে মাসে রোজগার করতে পারবেন। আপনিও যদি আপনার বা আপনার বাড়ির কোনো মহিলার জন্য কাজের সন্ধান করছেন তাহলে নিবন্ধটি পুরোটা পড়ুন।
রাজ্যে চালু হচ্ছে অমৃত যোজনা
সম্প্রতি, উত্তর ভারতের একটি রাজ্যের সরকার অমৃত যোজনা নামে একটি সরকারি স্কিম চালু করেছে। এই স্কিমের মূল লক্ষ্য হল, রাজ্যের প্রতিটি গ্রাম, শহর ও মফস্বল এলাকার বাড়িতে বাড়িতে বিশুদ্ধ জল সরবরাহ করা। একইসঙ্গে এই প্রকল্পের মাধ্যমে জলের অপচয় বন্ধ এবং জল সংরক্ষণ সম্পর্কে সচেতনতা বৃদ্ধিও করা হবে। পাশাপাশি, এলাকার জলাধারকে পরিশ্রুত রাখা এবং সেই জলকে স্বাস্থ্যসম্মত উপায়ে ব্যবহারের বিষয়েও সচেতন করা হবে এই সরকারি যোজনার মাধ্যমে।
অমৃত যোজনায় মহিলাদের নিয়োগ করা হবে
উত্তরপ্রদেশের রাজ্য সরকার সেই রাজ্যে এই প্রকল্প চালু করেছে। এই প্রকল্পে কাজের জন্য রাজ্য সরকার মহিলাদের নিয়োগ করছে। এই প্রকল্পের আওতায় জলের সঠিক ব্যবহার, জলের অপচয় বন্ধ সহ জল সংরক্ষণের উপায় সম্পর্কে এলাকাবাসীকে সচেতন করবেন প্রকল্পে নিযুক্ত মহিলারা। আর এই কাজের জন্য প্রতি মাসে ৩,০০০ টাকা বেতন পাবেন ওই মহিলারা। নূন্যতম শিক্ষাগত যোগ্যতায় এই কাজের সুযোগ মিলবে। তবে আপাতত উত্তরপ্রদেশের মহিলারাই এই কাজের সুযোগ পাচ্ছেন।