New WhatsApp scam : আমাদের নিত্যদিনের ব্যবহৃত জিনিসগুলির তালিকায় শবথেকে উপরে থাকে একটি এপ্লিকেশনের নাম। আর সেটি হল হোয়াটসঅ্যাপ। সকালে ঘুম থেকে উঠে থেকে রাতে ঘুমোতে যাওয়ার আগে অবধি এই চ্যাটিং এপ্লিকেশনে একবার চোখ বুলিয়ে নেওয়ার অভ্যেস এখন কমবেশি সকলেরই আছে। অনেকেরই আবার মোবাইলে সবথেকে বেশি ব্যবহৃত এপ্লিকেশন হিসেবে হোয়াটসঅ্যাপ-এর নাম উঠে আসে। তাই এই এপ্লিকেশন সংক্রান্ত যেকোনো আপডেট বা খবর সামনে এলেই তা গুরুত্ব সহকারে দেখেন প্রায় সব ইউজার।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowদিন দিন সাইবার জালিয়াতির ঘটনা বেড়েই চলেছে দেশে। কখনো ব্যাঙ্ক ম্যানেজারের নামে ফোন করে চাওয়া হচ্ছে ওটিপি, কখনো আবার ম্যাসেজের মাধ্যমে পাঠানো হচ্ছে হ্যাকিং লিঙ্ক, আবার কখনো ভিডিও কলে অশালীনতা দেখিয়ে লাগাতার চলছে ব্ল্যাকমেলিং। ইন্টারনেট দুনিয়ায় যেন আজকাল পদে পদে রয়েছে শুধু বিপদ। এক্ষেত্রে সতর্ক না হয়ে মোবাইল ব্যবহার করলেই মুহূর্তে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফাঁকা করার জন্য বসে রয়েছে জালিয়াতরা। আর এবার হোয়াটসঅ্যাপ-এর মাধ্যমে একটি জালিয়াতির খবর সামনে এল।
পুনের দুই ভাই খোয়ালেন আড়াই কোটি টাকা
সম্প্রতি, এমন একটি খবর সামনে এসেছে, যেখানে মহারাষ্ট্রের পুনে শহরের দুই ভাইয়ের কাছ থেকে কোটি কোটি টাকা জালিয়াতি করা হয়েছে। প্রথমে এক ভাইকে ফোন করে লোভনীয় বিনিয়োগের বিষয়ে বলা হয়। তারপর তাকে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করা হয়। সেখানে একটি ভুয়ো সফ্টওয়্যারের মাধ্যমে তোকে বিনিয়োগ করতে বলা হয়। এবার ওই যুবকের মাধ্যমে তার দাদাকেও গ্রুপে জয়েন করানো হয়। তারা দুজনেই ওই ভুয়ো সফ্টওয়্যারে টাকা বিনিয়োগ করতে সুইউ করেন। কিন্তু টাকা তুলতে গেলে আর সেই টাকা ফেরত পান না তারা কেউই। জানা গেছে, দুজনের প্রায় ২.৪৫ কোটি টাকা জালিয়াতি করা হয়েছে।
এইসব স্ক্যাম থেকে বাঁচার উপায়
● প্রথমেই অনলাইনে যেকোনো টাকা লেনদেন করার আগে পেমেন্ট গেটওয়ে যাচাই করে নিন। পেমেন্ট গেটওয়ে সঠিক হলে তবেই বিনিয়োগ করুন।
● যেকোনো অচেনা লিঙ্কে ক্লিক করে ব্যাঙ্ক ডিটেইলস বা ইনভেস্টমেন্ট ডিটেইলস দেবেন না।
● কোনোরূপ অপরিচিত ব্যক্তির মাধ্যমে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হবেন না।
● লোভনীয় বিনিয়োগ থেকে যথাসম্ভব দূরে থাকুন। মনে রাখবেন, কোনো কিছুর সহজ উপায় হয়না।