Panchayat Web Series : বিনোদন জগতে ওটিটি আসার পর পাল্লা দিয়ে ওয়েবসিরিজের চাহিদা কিন্তু বেড়েই চলেছে। প্রথমে ইংরেজিতে ওয়েবসিরিজ বানানো শুরু হলেও এখন হিন্দি সিরিজের জনপ্রিয়তা বেশ ভালো। বলা বাহুল্য, বাংলা, হিন্দি এবং অন্যান্য আঞ্চলিক ভাষার বেশ কিছু ওয়েব সিরিজ টেক্কা দেয় বড় বাজেটের সিনেমাকেও। আসলে করোনা পরবর্তী সময় থেকে ডিজিটাল মিডিয়া কদর বুঝে গিয়েছে সাধারণ মানুষ। আর সেই সাথে পাল্লা দিয়ে চলার জন্য জন্ম নিয়েছে একাধিক প্রতিটি প্ল্যাটফর্মের। বর্তমানে এইসব প্ল্যাটফর্মে বিপুল জনপ্রিয়তা লাভ করছে কিছু সিরিজ।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowসেই ওয়েব সিরিজ গুলি দেখানো হচ্ছে বিভিন্ন অ্যাপ্লিকেশন থেকে। কোথাও লাগে সাবস্ক্রিপশন, কোথাও বার সবটাই দেখা যায় বিনামূল্যে। আর, ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে আমাজন প্রাইমের ওয়েবসিরিজ ‘পঞ্চায়েত’। সম্প্রতি, এই সিরিজের তৃতীয় সিজন লঞ্চ হয়েছে। এর আগে এই সিরিজের একজোড়া সিজন লঞ্চ হয়েছে। সেই দুটিতেই চরম জনপ্রিয়তা পেয়েছিল। আর তৃতীয় সিজনেও আশানুরূপ জনপ্রিয় হয়েছে এই সিরিজটি।
‘পঞ্চায়েত’ ওয়েবসিরিজ কেন এত জনপ্রিয়?
২০২০ সালের এপ্রিল মাসে প্রথম রিলিজ হয় আমাজন প্রাইম থেকে। ফুলেরা গ্রামের পরিবেশে কমেডি সহ গ্রাম্য জীবনকে ঘিরে তৈরি হয়েছিল এই সিরিজ। সেখানে শহুরে এক যুবক লঞ্চয়েট সচিব পদে চাকরি পেয়ে আসেন। তারপরেই শুরু হয় গ্রামের সহজ পাঠের গপ্পো। জিতেন্দ্র কুমার, নীনা গুপ্ত, রঘুবীর যাদব সহ অনেক অভিনেতা ও অভিনেত্রী এই সিরিজে দারুন অভিনয় করেছেন পুরো সিরিজ জুড়ে। সেই কারণেই প্রথম একজোড়া সিজনের পর তৃতীয় সিজনেও সুপারহিট ‘পঞ্চায়েত’।
‘পঞ্চায়েত’ ওয়েবসিরিজের কলাকুশলীরা কেমন পারিশ্রমিক পেয়েছেন
● জিতেন্দ্র কুমার (সচিব’জি): এই সিরিজের প্রতি এপিসোডে ৭০ হাজার টাকা, অর্থাৎ ৩ সিজন মিলিয়ে তাঁর মোট আয় ৫ লক্ষ ৬০ হাজার টাকার কাছাকাছি
● নীনা গুপ্ত (প্রধান’জি): এই বর্ষীয়ান অভিনেত্রী এপিসোড পিছু ৫০ হাজার টাকা, অর্থাৎ ৩ সিজনে তার মোট আয় ৪ লক্ষ টাকা।
● রঘুবীর যাদব (প্রধানের স্বামী): এই বর্ষীয়ান অভিনেতা এই সিরিজের প্রতি এপিসোডে পেয়েছেন ৪০ হাজার টাকা। অর্থাৎ, তিন সিজন মিলিয়ে তার মোট আয় ৩ লক্ষ ২০ হাজার টাকা।
● চন্দন রায় (সহকারী বিকাশ): বিহারের রি অভিনেতা এপিসোড পিছু নিয়েবহেন ২০ হাজার টাকা।