PGIMER Recruitment : কয়েকবছর আগেই কেটেছে করোনা অতিমারীর আতঙ্ক। সেই সময়ের ভয়াবহতার কথা মনে এলেই চোখের সামনে ভেসে ওঠে ভয়ঙ্কর কিছু ছবি। তবে সেসব এখন অতির। কিন্তু এই দুর্বিষহ সময় কাটিয়ে উঠে জনজীবন স্বাভাবিক হওয়ার পথে হাঁটলেও, এই সময়ে তীব্র মন্দা চাকরির বাজারে। সরকারি নানা দপ্তরে যেমন চাকরির আশা কমেছে, তেমনই কমেছে বিজ্ঞপ্তি। একইভাবে বেসরকারি কর্মস্থলেও লাফিয়ে লাফিয়ে বেড়েছে কর্মী ছাঁটাই। এককথায় দিনের পর দিন অমিল হচ্ছে চাকরি। গোটা দেশে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়েও অনেকেই আজকাল বেকার।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowআর সেই কারণে অনেকেই চাকরির আশা ছেড়ে দিচ্ছেন দিনের পর দিন। কেউ কেউ আবার চাকরির জন্য হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছেন নানা জায়গায়। অনেকেই আবার চাকরির প্রস্তুতি নিচ্ছেন। তবে এই অবস্থায় সুখবর শোনাল কেন্দ্র সরকারের অধীনস্থ পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিক্যাল এডুকেশন এন্ড রিসার্চ বা PGIMER। গ্রুপ-সি লেভেলের পদের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে PGIMER। এক্ষেত্রে পুরুষ ও মহিলা উভয়েই মহিলারাই চাকরির সুযোগ পাবেন। এখন একনজরে দেখে নিন এই নিয়োগের বিষয়ে বিস্তারিত তথ্য।
শূন্যপদ ও কর্মীদের বেতনক্রম
পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিক্যাল এডুকেশন এন্ড রিসার্চ বা PGIMER কর্তৃক প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে ‘ডাটা এন্ট্রি অপারেটর’ পদে নিয়োগ করা হবে। তবে এর জন্য কতগুলি শূন্যপদ রয়েছে তা জানা যায়নি। এদিকে নিয়োগের পর প্রার্থীদের বেতন কেমন হবে, তা সম্পর্কেও জানা যায়নি। কারণ প্রকাশিত বিজ্ঞপ্তিতে এই বিষয়ে কিছুই বলা হয়নি। তীব্র মনে করা হচ্ছে যে সরকারি গ্রুপ-সি লেভেলের কর্মীদের মতোই বেতন পাবেন এই পদে স্থলাভিষিক্ত কর্মীরা।
প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা
এই চাকরির শূন্যপদে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা মানদণ্ড বিস্তারিত দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে। সেখানে জানানো হয়েছে যে আবেদনকারীকে আবশ্যিকভাবে যেকোনো স্বীকৃত বোর্ড থেকে কম্পিউটার অ্যাপ্লিকেশনে ডিগ্রি অর্জন অথবা আইটিআই অথবা কম্পিউটার বিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জন করে থাকতে হবে। এই চাকরিতে আবেদনের জন্য আবেদনকারীর বয়স আবশ্যিকভাবে ৩০ বছরের নিচে হতে হবে। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য সরকারি নিয়মানুযায়ী বয়সের ছাড় রয়েছে।
আবেদন ও নিয়োগ প্রক্রিয়ার বিস্তারিত
এই শুন্যপদের জন্য আবেদনকারীদের আগের থেকে আবেদন করতে হবে অফলাইনে। এক্ষেত্রে PGIMER-এর অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিটি ডাউনলোড করতে হবে। তারপর সেটিকে ভালোভাবে পড়ে সাদা কাগজে আবেদনপত্র লিখে প্রয়োজনীয় সব নথি সহ জমা দিতে হবে নির্দিষ্ট ঠিকানায়। আবেদনপত্র পাঠানোর ঠিকানা পেয়ে যাবেন বিজ্ঞপ্তিতে। আবেদনপত্র যাচাইয়ের পর প্রার্থীদের লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ নেওয়া হবে। সেভাবেই হবে নিয়োগ।
গুরুত্বপূর্ণ কিছু তারিখ নোট করে নিন
● ৬ জুন, ২০২৪ – আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন
● ৮ জুন, ২০২৪ – প্রার্থীদের একটি লিস্ট তৈরি করা হবে
● ১৩ জুন, ২০২৪ – লিখিত পরীক্ষা অথবা ইন্টারভিউ হতে পারে