T-20 World Cup 2024 : কয়েকদিন আগেই শেষ হয়েছে আইপিএল। এবারের আইপিএল-এর শেষ দিকটা কিছুটা বৃষ্টিবিঘ্নিত হলেও প্লে-অফ ও ফাইনাল ম্যাচে আবহাওয়া ঠিকঠাক ছিল। প্রত্যাশিতভাবে এবারের আইপিএল জিতেছে কলকাতা নাইট রাইডার্স। তবে ভারতে ক্রিকেটের মরশুম শেষ হলেও এবার বাইশ গজের বিশ্বযুদ্ধ শুরু হচ্ছে কয়েকদিন পরেই। ইতিমধ্যে সেই লক্ষ্যে সব দেশের খেলোয়াড়রা পৌঁছে গিয়েছেন আমেরিকার মাটিতে। কারণ এবার টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হচ্ছে মার্কিন মুলুকে, যা নিয়ে ক্রিকেটপ্রেমীদের মধ্যে উন্মাদনা তুঙ্গে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowএবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হচ্ছে আগামী ২ জুন থেকে। ওইদিন মার্কিন যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে কানাডা। যদিও এই ICC টুর্নামেন্টে ভারতীয় ক্রিকেট দল তাদের যাত্রাপথ শুরু করবে ৫ জুন থেকে। ওইদিন আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলবে ভারত। এরপর রয়েছে ভারত বনাম পাকিস্তানের মতো হাইভোল্টেজ ম্যাচ। তবে এই টি-টোয়েন্টি বিশ্বকাপে বেশ কয়েকটি নতুন নিয়ম লাগু হয়েছে, যা শুনলে আপনিও চমকে উঠবেন। কারণ এমন নিয়ম হয়তো এর আগে শোনেনি।
কোনো ম্যাচ ‘টাই’ হলে কি হবে?
টি-টোয়েন্টি বিশ্বকাপে কোনো ম্যাচ যদি টাই বা ড্র হলে তার জন্য সুপার ওভারের নিয়ম রয়েছে। গ্রুপ স্টেজ বা সেমিফাইনাল বা ফাইনাল ম্যাচের ক্ষেত্রেও এই নিয়ম রয়েছে বিশ্বকাপে। এবার সুপার ওভারেও ড্র হয়ে গেলে ফের সুপার ওভার খেলানো হবে।
বৃষ্টিতে ম্যাচ শুরু না হলে কি হবে?
টি-টোয়েন্টি বিশ্বকাপের যেকোনো গ্রুপ স্টেজের ম্যাচে যদি বৃষ্টি হয়ে যায়, তাহলে ম্যাচ পুনরায় করানোর জন্য কিন্তু কোনো রিজার্ভ দিবস রাখা হয়নি। এক্ষেত্রে, যেকোনোভাবে ম্যাচ শুরু করতে হবে। নূন্যতম ৫ ওভারের খেলা করাতে হবার দুটি দলের মধ্যে। তবে যদি কোনোভাবেই ম্যাচ শুরু না করা যায়, সেক্ষেত্রে পয়েন্ট ভাগ করে দেওয়া হবে।
সেমিফাইনাল ম্যাচে বৃষ্টি হলে কি হবে?
২০২৪-এর টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচে যদি বৃষ্টি হয়, তাহলে প্রথমে ওভার কমিয়ে ম্যাচ শুরু করার নিয়ম রয়েছে। এক্ষেত্রে, প্রতি দলকে ১০ ওভারের ইনিংস খেলাতে হবে। তবে যদি ম্যাচ একান্তই শুরু না করা যায়, সেক্ষেত্রে প্রথম সেমিফাইনালের রিজার্ভ দিবস রয়েছে। তবে দ্বিতীয় সেমিফাইনালে কোনো রিজার্ভ দিবস নেই।