Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Train ticket price hike : টিকিটের দাম বাড়ছে জুন মাস থেকেই, দুর্ভোগ এড়াতে দেখে নিন নতুন ভাড়ার তালিকা

Debaprasad Mukherjee

Debaprasad Mukherjee

Train ticket price hike : ভারত ও বাংলাদেশের মধ্যে আন্তর্জাতিক সীমারেখা থাকলেও দুই দেশের যাতায়াত ব্যবস্থা চালু রয়েছে। তার অন্যতম কারণ হল দুই দেশের মানুষের নানা কাজের সুবিধা। বাংলাদেশ থেকে…

Train ticket price hike : ভারত ও বাংলাদেশের মধ্যে আন্তর্জাতিক সীমারেখা থাকলেও দুই দেশের যাতায়াত ব্যবস্থা চালু রয়েছে। তার অন্যতম কারণ হল দুই দেশের মানুষের নানা কাজের সুবিধা। বাংলাদেশ থেকে প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ কলকাতায় আসেন চিকিৎসার জন্য। এছাড়াও ব্যবসার জন্য কাঁটাতার পেরিয়ে বহু মানুষকে যাতায়াত করতে হয়। মূলত, বাংলাদেশ থেকে কলকাতায় আসা মানুষের সংখ্যাটা সর্বাধিক। কাজেই গঙ্গাপার ও পদ্মাপারের দুই বাংলা আলাদা হলেও যেন আবদ্ধ হয়ে রয়ে গেছে একটি মৈত্রীর সুতোর মাধ্যমে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

বর্তমানে ভারত ও বাংলাদেশের মধ্যে যাতায়াতের জন্য তিনটি ট্রেন চালু রয়েছে। এর মধ্যে অন্যতম ট্রেন হল মৈত্রী এক্সপ্রেস। এই ট্রেনটি ঢাকা থেকে ছেড়ে কলকাতা আসে এবং কলকাতা থেকে ছেড়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে। এছাড়াও রয়েছে বন্ধন এক্সপ্রেস, যেটি খুলনা থেকে কলকাতা রুটে চলাচল করে। এছাড়াও রয়েছে মিতালি এক্সপ্রেস। এই ট্রেন হলদিবাড়ি এবং চিলাহাটি রুট দিয়ে নিউ জলপাইগুড়ি-ঢাকা রুটকে সম্পন্ন করে। এই ট্রেনটি আবার সপ্তাহে দুদিন চলে। এককথায় দুই দেশের যোগাযোগ ব্যবস্থায় অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই তিনটি ট্রেন।

Train ticket price hike : টিকিটের দাম বাড়ছে জুন মাস থেকেই, দুর্ভোগ এড়াতে দেখে নিন নতুন ভাড়ার তালিকা

ভারত ও বাংলাদেশের যাত্রীদের সমস্যা বাড়ছে

তবে এবার দুই দেশের যাত্রীদের জন্য রয়েছে একটি খারাপ খবর। সম্প্রতি এই তিনটি ট্রেনের ভাড়া বাড়িয়েছে বাংলাদেশ রেলওয়ে। সেই কারণে যাত্রীরা পড়েছে মহা সমস্যায়। জুন মাসে থেকেই এই ভাড়া বৃদ্ধি হয়েছে বলে খবর। তাই যাত্রার আগে বর্ধিত ভাড়া সম্পর্কে জেনে নেওয়া উচিত। তা না হলে এক বাজেট ধরে বাড়ি থেকে বেরিয়ে বাজেটে টান পড়বে। তাই যারা কিছুদিনের মধ্যেই এই তিনটি ট্রেনে যাওয়ার পরিকল্পনা করছেন, তারা এই বর্ধিত ভাড়া সম্পর্কে জেনে নিন।

Train ticket price hike : টিকিটের দাম বাড়ছে জুন মাস থেকেই, দুর্ভোগ এড়াতে দেখে নিন নতুন ভাড়ার তালিকা

কোন ট্রেনে কত ভাড়া বৃদ্ধি পেলো?

মৈত্রী এক্সপ্রেস: এয়ার কন্ডিশনার কামরায় স্লিপার সিতে যাতায়াতের ভাড়া ৪,৯০০ টাকা থেকে বেড়ে হল ৫,১১০ টাকা। এছাড়াও এসি চেয়ারকারের ভাড়া ১৪০ টাকা বেড়ে হল ৩৭৪০ টাকা।
বন্ধন এক্সপ্রেস: এসি চেয়ার কারের ভাড়া ৭০ টাকা বেড়ে হল ২,৩৭০ টাকা। এদিকে এসি স্লিপারের ভাড়া ১০৫ টাকা ভাড়া বেড়ে হল ৩,০৫৫ টাকা।
মিতালী এক্সপ্রেস: এসি চেয়ার কারের ভাড়া ১৫৫ টাকা ও এসি বার্থ এর ভাড়া ৩০৫ টাকা বাড়ানো হয়েছে।

Debaprasad Mukherjee

দেবপ্রসাদ বিগত কয়েক বছর যাবৎ সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ার হাত ধরেই সাংবাদিকতায় ...