Viral Video : বর্তমান সময়ে মানুষ হয়েছে ভ্রাম্যমান। মানুষ এখন মোবাইলবন্দি। আর এই সময়ে মানুষের জীবনধারাকে একপ্রকার বদলে দিয়েছে সোশ্যাল মিডিয়া বা সামাজিক মাধ্যম। একজন মানুষের কাছে বিশ্বের দরবারে পা রাখা এখন খুবই সহজ ব্যাপার। নিজের প্রতিভাকে মোবাইলবন্দি করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিলেই কেল্লাফতে! ভিডিও ভাইরাল হয়ে গেলেই খুব সহজেই বিখ্যাত হওয়া যায়। সোশ্যাল মিডিয়ার দৌলতে যেমন অনেক লুকায়িত প্রতিভা পায় প্রচারের আলো, তেমনই আবার অনেকের কাছে নিজেকে জনসমক্ষে জাহির করার একটা মাধ্যম হয়ে উঠেছে এই সোশ্যাল মিডিয়া।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowসোশ্যাল মিডিয়ার দেওয়ালে প্রায়ই নানা ধরণের সব ভিডিও ভাইরাল হয়। কখনো কোনো নাচের ভিডিও, কখনো বা গানের ভিডিও, কখনো আবার প্রতিভার ভিডিও জনপ্রিয়তা পায়। আবার কখনো অনেক মানবিক ভিডিও লাখ লাখ মানুষের কাছে পৌঁছে যায়। আর সবক্ষেত্রেই সেইসব ভিডিও নানাভাবে উপভোগ করেন নেটিজেনরা। তবে এবার যে ভিডিও ভাইরাল হল, তাতে খানিক অবাক হলেন নেট দুনিয়ার মানুষজন। কারণ এবার এক মুচিকে ঝরঝরে ইংরেজি বলতে শোনা গেল।
সম্প্রতি, মারিয়া চুগ নামের এক রাশিয়ার তরুণীর একটি ইনস্টাগ্রাম রিল ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। আর এই ভিডিওতে দেখা গেছে যে মুম্বইয়ের রাস্তায় ঘুরতে ঘুরতে ওই বিদেশিনীর পায়ের চটি ছিঁড়ে গেছে। সামনেই জুতো সেলাইয়ের একটি দোকান দেখে ওই যুবতী ঢুকে পড়েন। সেখানে একজন মধ্যবয়স্ক কারিগর কাজ করেন, যার নাম বিকাশ বলে জানান তিনি। একইসঙ্গে বিকাশ জানান যে এখানে তিনি ২৬ বছর ধরে দোকান করছেন। সব শেষে ওই যুবতীর থেকে তিনি মাত্র ১০ টাকাই নেন পারিশ্রমিক হিসেবে। আর এই ভিডিও এখন তুমুল ভাইরাল নেট দুনিয়ায়।
ভিডিওটি ভাইরাল হওয়ার পিছনে অনেকগুলো কারণ রয়েছে। প্রথমত, একজন মুচি হয়ে ওই ব্যক্তি এত শিক্ষিত, যে তিনি ঝরঝরে ইংরেজিতে কথা বলছেন। ভারতের মতো দেশে এটা অবাক করার মতোই বিষয়। আর সেইসঙ্গে এই ব্যক্তি এতটাই সৎ যে বিদেশিনীকে দেখে তিনি এই ছোট্ট কাজের জন্য অনেক বেশি পারিশ্রমিকও দাবি করেননি। বিকাশের এই সততা নজর কেড়েছে নেট দুনিয়ার নাগরিকদের। ভিডিওটি ইতিমধ্যে লাখ টাকা দর্শক দেখেছেন। তাদের মধ্যে অনেকেই ওই ব্যক্তির প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন, আর জানিয়েছেন আমরা ভারতীয়রা এমনই হয়ে থাকি।
View this post on Instagram