Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Weather : কমে যাবে গুমোট গরম, ঝমঝমিয়ে বৃষ্টি নামবে জেলায় জেলায়, স্বস্তির খবর শোনালো আলিপুর

Debaprasad Mukherjee

Debaprasad Mukherjee

Weather : ঘূর্ণিঝড় রেমালের জেরে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা কমলেও গুমোট গরমে অস্বস্তি বাড়ছে বিগত কয়েক সপ্তাহ ধরেই। আর্দ্রতাজনিত অস্বস্তি এখন দক্ষিণবঙ্গের সব জেলাতেই অনুভূত হচ্ছে। এদিকে বর্ষা নিয়ে আপাতত কোনো…

Weather : ঘূর্ণিঝড় রেমালের জেরে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা কমলেও গুমোট গরমে অস্বস্তি বাড়ছে বিগত কয়েক সপ্তাহ ধরেই। আর্দ্রতাজনিত অস্বস্তি এখন দক্ষিণবঙ্গের সব জেলাতেই অনুভূত হচ্ছে। এদিকে বর্ষা নিয়ে আপাতত কোনো সুখবর দিতে পারেনি হাওয়া অফিস। আপাতত উত্তরবঙ্গের কয়েকটি জেলাতেই আটকে রয়েছে বর্ষা। তবে বর্ষা না এলেও যে পরিমান জলের বাস্পীভবন হয়েছে, তাতে করে আকাশে মেঘ তৈরি হচ্ছে বর্ষার আগেই। আর সেই কারণেই প্রতিদিন বৃষ্টির সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

গত সপ্তাহ থেকেই দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ঝড়বৃষ্টির দাপট দেখা যাচ্ছে। বিশেষ করে কলকাতা ও গাঙ্গেয় জেলাগুলিতে ঝড়বৃষ্টি হচ্ছে দু’দিন ছাড়া। তবে পশ্চিমের কয়েকটি জেলাতেও কয়েকদিন তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হয়ে আসছে। তবে আজ কয়েকটি জেলায় রয়েছে বৃষ্টির পূর্বাভাস। আজ কেমন থাকবে সামগ্রিক রাজ্যের আবহাওয়া? সর্বশেষ আপডেট জেনে নিন এই নিবন্ধ থেকে।

Weather : কমে যাবে গুমোট গরম, ঝমঝমিয়ে বৃষ্টি নামবে জেলায় জেলায়, স্বস্তির খবর শোনালো আলিপুর

কলকাতার আবহাওয়া কেমন থাকবে?

হাওয়া অফিস জানিয়েছে যে আজ কলকাতার বৃষ্টির পূর্বাভাস এক্কেবারে নেই। সেই কারণে কলকাতা শহরের আবহাওয়া থাকবে অস্বস্তিকর। তবে আজ কলকাতায় গুমোট গরম থাকবে। আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৬ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।

দক্ষিণবঙ্গের কবে কোথায় বৃষ্টির পূর্বাভাস?

● রবিবার কলকাতা, হাওড়া , উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়াতে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। অন্যান্য জেলাগুলিতে হতে পারে বৃষ্টিপাত।
● সোমবার ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, নদিয়া, দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া এবং হুগলি জেলায় শুষ্ক ও গুমোট আবহাওয়া থাকবে। তবে এদিন অন্যান্য জেলাগুলিতে হালকা বৃষ্টিপাত হতে পারে।
মঙ্গলবার: কলকাতা, হাওড়া, হুগলিতে শুষ্ক আবহাওয়া থাকতে পারে।
● বৃহস্পতিবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। আগামী শুক্রবার ও শনিবার বৃষ্টি হবে দক্ষিণের সব জেলাতেই।

Weather : কমে যাবে গুমোট গরম, ঝমঝমিয়ে বৃষ্টি নামবে জেলায় জেলায়, স্বস্তির খবর শোনালো আলিপুর

আজো কি ভাসবে উত্তরবঙ্গের জেলাগুলি?

আজ ঝড়বৃষ্টির দাপট দেখা যাবে উত্তরবঙ্গের জেলায় জেলায়। আজ দুর্যোগের পূর্বাভাস র্যেচে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায়।

Debaprasad Mukherjee

দেবপ্রসাদ বিগত কয়েক বছর যাবৎ সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ার হাত ধরেই সাংবাদিকতায় ...