Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Thunderstorm Alert : কলকাতা সহ এইসব জেলায় প্রচুর বজ্রপাতের আশঙ্কা, বিকেলের আগেই হাওয়া-বদল

Debaprasad Mukherjee

Debaprasad Mukherjee

Thunderstorm Alert : এবছর গ্রীষ্মের শুরু থেকেই একের পর এক রেকর্ড ভেঙে গিয়েছিল। কয়েক দশক পর ফের চল্লিশ ডিগ্রির গন্ডি পেরিয়ে গিয়েছিল কলকাতার তাপমাত্রা। দক্ষিণবঙ্গের জেলায় জেলায় তাপপ্রবাহের চরমতম রূপ…

Thunderstorm Alert : এবছর গ্রীষ্মের শুরু থেকেই একের পর এক রেকর্ড ভেঙে গিয়েছিল। কয়েক দশক পর ফের চল্লিশ ডিগ্রির গন্ডি পেরিয়ে গিয়েছিল কলকাতার তাপমাত্রা। দক্ষিণবঙ্গের জেলায় জেলায় তাপপ্রবাহের চরমতম রূপ দেখা গেছিল গ্রীষ্মের কয়েকদিনে। প্রবল গরমে কার্যত হাঁসফাঁস অবস্থা হয়েছিল রাজ্যবাসীর। অনেকেই বলেছেন, ২০২৪-এর মত গ্রীষ্মের দাপট তারা জীবনে দেখেননি। তবে এখন স্বস্তির খবর একটাই যে বঙ্গে ঢুকেছে বর্ষা। তাই স্বস্তির আবহাওয়া আসতে যে আর দেরি নেই, তা অলিপুরের পূর্বাভাস থেকে মোটামুটি আন্দাজ করা যাচ্ছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

কয়েকদিন আগেই ঘূর্ণিঝড় রেমালের ল্যান্ডফলের সময় থেকেই ঝড়বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তাই গরম কিছুটা হলেও কমেছে এখন। আর এই পরিস্থিতির মাঝেই রাজ্যে বর্ষার আগমন ঘটে গেল। তবে দক্ষিণবঙ্গে নয়, উত্তরবঙ্গের জেলাগুলিতে বর্ষার প্রবেশ ঘটল। আপাতত উত্তরবঙ্গের কয়েকটি জেলাতেই আটকে রয়েছে বর্ষা। তবে বর্ষা না এলেও যে পরিমান জলের বাস্পীভবন হয়েছে, তাতে করে আকাশে মেঘ তৈরি হচ্ছে বর্ষার আগেই। আর সেই কারণেই প্রতিদিন বৃষ্টির সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও।

দক্ষিণবঙ্গের জেলায় জেলায় দুর্যোগের সম্ভাবনা

আজ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। সেই সঙ্গে ঘন্টায় ৪০ কিমি বেগে ঝড় বইতে পারে আজ সন্ধ্যার দিকে। একইসঙ্গে বজ্রপাতের সতর্কতাও জারি হয়েছে আজ। অধি দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ বিকেল থেকে হওয়া বদল ঘটবে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায়। আগামীকালও এই সব জেলাতে ঝড়বৃষ্টি হবে বলে পূর্বাভাস মিলেছে। এমনকি বুধবার ও বৃহস্পতিবারও দক্ষিণের কয়েকটি জেলায় দুর্যোগের সম্ভাবনা রয়েছে।

Thunderstorm Alert : কলকাতা সহ এইসব জেলায় প্রচুর বজ্রপাতের আশঙ্কা, বিকেলের আগেই হাওয়া-বদল

কলকাতাতেও ঝড়বৃষ্টির পূর্বাভাস জারি

আলিপুর হাওয়া অফিস জানিয়েছে যে আজ বিকেলের দিকে কলকাতার বুকে ঝড় ও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে দিনভর অর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে শহরের নানা স্থানে। তবে তাপমাত্রা সেভাবে বৃদ্ধির সম্ভাবনা নেই। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। তবে বিকেলের দিকে ঝড়বৃষ্টি হলে গরমের অস্বস্তি থেকে কিছুটা হলেও স্বস্তি পাবে শহরবাসী।

Thunderstorm Alert : কলকাতা সহ এইসব জেলায় প্রচুর বজ্রপাতের আশঙ্কা, বিকেলের আগেই হাওয়া-বদল

উত্তরবঙ্গে আজও চলবে দুর্যোগ

আজও ঝড়বৃষ্টির দাপট দেখা যাবে উত্তরবঙ্গের জেলায় জেলায়। আজ দুর্যোগের পূর্বাভাসের কারণে সতর্কতা জারি হয়েছে উত্তরবঙ্গের পাঁচ জেলায়। আজ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এছাড়াও আজ উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

Debaprasad Mukherjee

দেবপ্রসাদ বিগত কয়েক বছর যাবৎ সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ার হাত ধরেই সাংবাদিকতায় ...