Weather update : বৈশাখের শুরু থেকেই রাজ্যের কয়েকটি জেলায় শুরু হয়েছিল তীব্র তাপপ্রবাহের পরিস্থিতি। চল্লিশ ডিগ্রির গন্ডি পেরিয়ে গিয়েছিল একাধিক জেলার তাপমাত্রা। আর সেই প্রভাব জারি ছিল বৈশাখের প্রতিটা দিনই। দক্ষিণবঙ্গের আরো বেশ কিছু জেলায় তাপপ্রবাহ দেখা গেছিল গ্রীষ্মের কয়েকদিনে। এমনকি শহর কলকাতায় গত ৪০ বছরের রেকর্ড ভেঙে গিয়েছিল এই ক’দিনে। কার্যত প্রবল গরমে হাঁসফাঁস অবস্থা হয়েছিল রাজ্যবাসীর। অনেকেই বলেছেন, ২০২৪-এর মত গ্রীষ্মের দাপট তারা জীবনে দেখেননি।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowতবে এখন স্বস্তির খবর একটাই যে বঙ্গে ঢুকেছে বর্ষা। কয়েকদিন আগেই ঘূর্ণিঝড় রেমালের ল্যান্ডফলের সময় থেকেই ঝড়বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তাই গরম কিছুটা হলেও কমেছে এখন। আর এই পরিস্থিতির মাঝেই রাজ্যে বর্ষার আগমন ঘটে গেল। তবে দক্ষিণবঙ্গে নয়, উত্তরবঙ্গের জেলাগুলিতে বর্ষার প্রবেশ ঘটল। কিন্তু দক্ষিণবঙ্গের বাসিন্দাদের কাছে অপেক্ষা আর মাত্র কয়েকদিনের।
শুক্রবার পর্যন্ত বাড়বে তাপমাত্রা
আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় তাপমাত্রা বাড়বে। আগামী কয়েকদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। এছাড়াও হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই আগামী শুক্রবার পর্যন্ত গরম বাড়বে। ৩ ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দেওয়া হোছদ হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায়।
ঝড়বৃষ্টি হলেও বাড়বে অস্বস্তি
আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও বীরভূম জেলায় বৃষ্টির পাশাপাশি ঘন্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বইবে। এদিকে বর্ষার আগমনের কারণে উত্তরের সব জেলাতেই আগামী কয়েকদিন বৃষ্টি হবে বলে জানা গেছে। আগামী ৩ দিনে বৃষ্টির হলুদ সতর্কতা জারি হয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায়।