Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

সস্তায় রাত কাটান দীঘায়, এই উপায়ে মাত্র ২০০ টাকায় বুকিং করুন পরিচ্ছন্ন রুম

Debaprasad Mukherjee

Debaprasad Mukherjee

উইকেন্ডের দু'দিনের ছোট্ট ট্যুর হোক বা বিশেষ কোনো মুহূর্তের উদযাপন, বাঙালির কাছেপিঠের গন্তব্য হয় একটাই। আর সেটা হল দীঘা। অনেকে আবার শীতের হালকা আমেজে ঝাউবনের মৃদুমন্দ বাতাসের মাঝে কষ্ট করে…

উইকেন্ডের দু’দিনের ছোট্ট ট্যুর হোক বা বিশেষ কোনো মুহূর্তের উদযাপন, বাঙালির কাছেপিঠের গন্তব্য হয় একটাই। আর সেটা হল দীঘা। অনেকে আবার শীতের হালকা আমেজে ঝাউবনের মৃদুমন্দ বাতাসের মাঝে কষ্ট করে উনুন জ্বালিয়ে বনভোজন করতেও বেছে নেন দীঘাকে। আবার অনেকেই রয়েছেন ভোজনরসিক, যারা সামুদ্রিক মাছ ও কাঁকড়ার রসনাতৃপ্তির উদ্দেশ্যে পাড়ি দেন বাংলার এই সমুদ্র সৈকতে। তবে উদ্দেশ্য যাই হোক না কেন, দীঘা সমুদ্র সৈকত বাঙালির মনে যেন একটা আলাদা জায়গা পায়।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

দীঘায় রয়েছে শান্ত সমুদ্রের নাতিশীতোষ্ণ নোনা বাতাসের সরগম। এই সমুদ্র সৈকতের ফাঁকা বালিয়াড়িতে বসে সূর্যোদয় বা সূর্যাস্ত বেশ নয়নাভিরাম দৃশ্য। তেমনই সেই সমুদ্র সৈকতে রয়েছে মৎস্যলালসা নিবারণের উপায়। দীঘার বিস্তীর্ণ বালিয়াড়ি জুড়ে রয়েছে বহু সামুদ্রিক মাছ ও কাঁকড়ার খুচরো স্টল। যে স্টলে গেলেই খুব কম দামে উদরাভিরাম হয় বাঙালির। তবে শুধুমাত্র খাওয়াদাওয়া বা ঘোরাফেরা নয়, দীঘায় গিয়ে রাত কাটাতে হলে দরকার পড়ে হোটেল রুমের। আর এক্ষেত্রে আগের থেকে হোটেল রুম বুকিং করে রাখতে হয়। নাহলেই দীঘায় গিয়ে সমস্যায় পড়তে হয়।

সস্তায় রাত কাটান দীঘায়, এই উপায়ে মাত্র ২০০ টাকায় বুকিং করুন পরিচ্ছন্ন রুম

সস্তায় দীঘায় থাকুন এই উপায়ে

ডিসেম্বর বা জানুয়ারি কিংবা পুজোর সময় দীঘায় ভিড় বাড়ে। কারণ এই সময়ে অনেকেই দীঘায় যাওয়ার পরিকল্পনা করেন। সেই কারণে দীঘায় হোটেল রুম পাওয়া দুঃসাধ্য হয়ে দাঁড়ায়। আবার রুম পাওয়া গেলেও রুমের দাম দেখে অনেকেরই পিলে চমকে ওঠে। কারণ, নন-এসি রুম নিতেই প্রতিদিন ২,০০০ টাকা থেকে ২,৫০০ টাকা খসে যায় পর্যটকদের। সেই কারণে অনেক মধ্যবিত্ত পর্যটককে সমস্যায় পড়তে হয়। তবে এবার থেকে এই সমস্যার সমাধান করবে সরকার। কারণ এবার থেকে দীঘায় মাত্র ২০০ টাকায় রুম পাওয়া যাচ্ছে।

সস্তায় রাত কাটান দীঘায়, এই উপায়ে মাত্র ২০০ টাকায় বুকিং করুন পরিচ্ছন্ন রুম

সরকারি Youth Hostel-এ থাকার ভাড়া অনেক কম

বাংলার বেশ কিছু পর্যটন কেন্দ্র ইউথ হোস্টেল খুলেছে রাজ্য সরকার। পশ্চিমবঙ্গ শ্রমিক কল্যাণ পর্ষদের তরফে দীঘাতে খোলা হয়েছে একটি ইউথ হোস্টেল। আর এখানে গেলেই মাত্র ২০০ টাকা থেকে রুম নিতে পারবেন আপনি। তবে এখানে থাকতে হলে বেশ কিছু নিয়ম মেনে চলতে হবে আপনাকে। যেমন ৩ দিনের জন্যই এই রুম বুকিং করতে পারবেন। এই রুমে চেক-ইনের সময় সকাল ৯ টা এবং চেক-আউটের সময় সকাল ৮.৩০। একইসঙ্গে এই হোস্টেলের ভেতরে মদ্যপান, ধূমপান এবং ভিডিও করা চলবে না।

Debaprasad Mukherjee

দেবপ্রসাদ বিগত কয়েক বছর যাবৎ সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ার হাত ধরেই সাংবাদিকতায় ...