Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

লোকাল ট্রেনে শুরু হচ্ছে ধরপাকড়, টিকিট ছাড়া ট্রেনে উঠলেই হবে শাস্তি, সতর্ক করলো পূর্ব রেল

Debaprasad Mukherjee

Debaprasad Mukherjee

বর্তমান সময়ে ভারতীয় রেল আমাদের দেশের গণপরিবহণ ব্যবস্থায় এক অন্যতম ভূমিকা পালন করে থাকে। প্রায় প্রতিদিনই দেশজুড়ে লক্ষ লক্ষ মানুষ ট্রেনের মাধ্যমে পৌঁছে যান নির্দিষ্ট গন্তব্যে। যাত্রী পরিবহন থেকে শুরু…

বর্তমান সময়ে ভারতীয় রেল আমাদের দেশের গণপরিবহণ ব্যবস্থায় এক অন্যতম ভূমিকা পালন করে থাকে। প্রায় প্রতিদিনই দেশজুড়ে লক্ষ লক্ষ মানুষ ট্রেনের মাধ্যমে পৌঁছে যান নির্দিষ্ট গন্তব্যে। যাত্রী পরিবহন থেকে শুরু করে দৈর্ঘতার নিরিখে ভারতীয় রেল বিশ্বে চতুর্থ স্থান দখল করে। সুদূর জম্মু থেকে কন্যাককুমারী, আসাম থেকে রাজস্থান- সর্বত্র বিছিয়ে রয়েছে রেলের যোগাযোগ। আর এই বিশাল দেশে রেল ব্যবস্থা চালু রয়েছে বছরের সবকটি দিনই।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

ভারতীয় রেলে অনেক ধরণের ট্রেন চলে। সাধারণ পরিবহনের জন্য যেমন রয়েছে লোকাল বা এক্সপ্রেস ট্রেন, তেমনই আবার ভারতীয় রেল এমন কিছু ট্রেন চালায়, যা বিলাসবহুল হয় এবং সেগুলি একটি বিশেষ রুটেই চলে। তবে মূলত এক্সপ্রেস বা সুপারফাস্ট ট্রেনে দূরের গন্তব্যে যাওয়ার জন্য আগের থেকে টিকিট বুকিং করতে হয়। তবে লোকাল ট্রেনের টিকিট কাটা যায় কাউন্টারে কিংবা UTS এপ্লিকেশন থেকে। তবে অনেকেই টিকিট ছাড়া ট্রেনে ভ্রমণ করেন। তবে এবার টিকিটবিহীন রেলযাত্রীদের শায়েস্তা করতে বড় পদক্ষেপ নিলো পূর্ব রেল। সেটি কি, এবার জেনে নিন।

লোকাল ট্রেনে শুরু হচ্ছে ধরপাকড়, টিকিট ছাড়া ট্রেনে উঠলেই হবে শাস্তি, সতর্ক করলো পূর্ব রেল

টিকিট ছাড়া রেল সফর করলেই বিপদ

সম্প্রতি, পূর্ব রেলের তরফে ঘোষণা করা হয়েছে যে টিকিট না কেটে লোকাল ট্রেনে উঠলেই বিপদে পড়তে পারেন যে কেউ। কারণ যেসব স্টেশনে কোনোদিন টিকিট চেকিং হয়না, এবার সেখানেও থাকবেন টিটি। এমনকি ট্রেনের ভেতরে উঠে ধরপাকড় চালাতে পারেন টিকিট পরীক্ষকরা। টিকিটবিহীন যাত্রীদের শায়েস্তা করতে এবার বিশেষ অভিযান চালাবে পূর্ব রেল। হাওড়া ও শিয়ালদহ ডিভিশনের প্রতিটি রুটে লাগাতার দাপিয়ে বেড়াবেন একদল টিটি। তাদের হাতে ধরা পড়লে হয়তো জরিমানা দিয়ে ছাড়া পেয়ে যাবেন, কিন্তু সবার সামনে সম্মান নিয়ে টানাটানি হবে। আর এই বিশেষ মিশন চালু করার আগে যাত্রীদের সতর্ক করে দিলো পূর্ব রেল।

লোকাল ট্রেনে শুরু হচ্ছে ধরপাকড়, টিকিট ছাড়া ট্রেনে উঠলেই হবে শাস্তি, সতর্ক করলো পূর্ব রেল

টিকিট ছাড়া ধরা পড়লে সম্মানহানি হবে

সম্প্রতি, এক ভিডিও বার্তার মাধ্যমে পূর্ব রেলের তরফে জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, “টিকিট ছাড়া ধরা পড়লে সকলের সামনে বেইজ্জত হয়ে যেতে পারেন। কারণ এই স্কোয়াড হঠাৎ উঠে পড়তে পারেন তালদি থেকে বা আরামবাগ থেকে বা আর যে কোনও স্টেশন থেকে। এমন একটা লোকেশন থেকে হয়ত স্কোয়াড উঠে পড়বে, যেখান থেকে কেউ আশাই করেননি টিকিট চেকিং হবে। সেই সময় সকলের সামনে মাথা হেঁট হয়ে যেতে পারে বিনা টিকিটের যাত্রীদের।” কৌশিক মিত্র আরো জানান, “এতে করে রেল যে বিশাল লাভ করবে এমন নয়, কিন্তু এটা একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা যে, বাসের থেকে রেলের ভাড়া অনেক কম, তাছাড়াও রেল টিকিট কাটার অনেক ব্যবস্থা করেছে। তাই একটু সচেতন হয়ে টিকিট কেটে নেওয়াই ন্যায্য কাজ।”

Debaprasad Mukherjee

দেবপ্রসাদ বিগত কয়েক বছর যাবৎ সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ার হাত ধরেই সাংবাদিকতায় ...