Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

খড়্গপুর শাখায় ৩২ জোড়া এক্সপ্রেস ও শতাধিক লোকাল ট্রেন বাতিল, ভোগান্তি এড়াতে দেখে নিন তালিকা

Debaprasad Mukherjee

Debaprasad Mukherjee

সোমবার ভয়ঙ্কর রেল দুর্ঘটনা ঘটে গেছে বাংলার বুকে। অভিশপ্ত জুন মাসে ফের দুর্ঘটনার কবলে পড়ে এক যাত্রীবাহী ট্রেন। এবার শিলিগুড়ির কাছে দুর্ঘটনাগ্রস্ত হল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। এই ডাউন এক্সপ্রেস ট্রেনটি দাঁড়িয়ে…

সোমবার ভয়ঙ্কর রেল দুর্ঘটনা ঘটে গেছে বাংলার বুকে। অভিশপ্ত জুন মাসে ফের দুর্ঘটনার কবলে পড়ে এক যাত্রীবাহী ট্রেন। এবার শিলিগুড়ির কাছে দুর্ঘটনাগ্রস্ত হল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। এই ডাউন এক্সপ্রেস ট্রেনটি দাঁড়িয়ে ছিল। আর এই একই লাইন দিয়ে আসছিল একটি মালগাড়ি। তারপর সজোরে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ধাক্কা মারে মালগাড়ি। যাত্রীবাহী ট্রেনের শেষ দুটি কামরা লাইনচ্যুত হয়ে যায়। এই দুর্ঘটনায় মৃতের সংখ্যাটা বাড়ছে। আর এই কারণে অনেক ট্রেনের রুট বদলে দেওয়া হয়েছে। একইসঙ্গে দীর্ঘক্ষণ ট্রেন চলাচল বন্ধ হয়েছিল এই রুটে। একইভাবে ট্রেন সফর নিয়েও মানুষের মনে আতঙ্কের সঞ্চার হচ্ছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

ভারতে ট্রেন হল এমন একটি পরিষেবা, যার উপর নির্ভর করে কোটি কোটি মানুষের রোজকার জীবনযাপন চলে। অনেকের কাছে আবার রোজগারের আধান এই ট্রেন। তাজ ট্রেড বাতিল হলে অনেকেরই যেমন এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে বাস বা অন্য যানবাহনের উপর ভরসা করতে হয়, তেমনই আবার হকারদের পেটে পড়ে টান। আর সপ্তাহান্তে ট্রেন বাতিল এখন নতুন কিছুই নয়। আর এবার খড়গপুর শাখায় একাধিক ট্রেন বাতিল করা হল। আগামী কয়েকদিন রেল পরিষেবা বিঘ্নিত হবে এই শাখায়। এর জেরে যাত্রীদের দুর্ভোগ বাড়তে চলেছে। এখন কোন ট্রেন কবে বাতিল থাকছে, সেটা জেনে নিন।

খড়্গপুর শাখায় ৩২ জোড়া এক্সপ্রেস ও শতাধিক লোকাল ট্রেন বাতিল, ভোগান্তি এড়াতে দেখে নিন তালিকা

কবে কোন ট্রেন বাতিল থাকছে?

● ২২ শে জুন থেকে হাওড়া-খড়গপুর, হাওড়া-মেদিনীপুর, হাওড়া-পাঁশকুড়া, পাঁশকুড়া-দীঘা, হাওড়া-আমতা, হাওড়া-মেচেদার মতো খড়গপুর ডিভিশনের একাধিক রুটে লোকাল ট্রেন বাতিল হতে পারে।
● ২৮ ও ২৯ শে জুন ৪৫ টি লোকাল ট্রেন বাতিল থাকবে।
● ২৯ ও ৩০ শে জুন ৪৪ টি লোকাল ট্রেন বাতিল থাকবে।
● ১ লা জুলাই ৪৫ টি লোকাল ট্রেন বাতিল হতে পারে।
● হাওড়া-ভুবনেশ্বর জনশতাব্দী এক্সপ্রেস, হাওড়া-পুরুলিয়া এক্সপ্রেস, শালিমার- পুরী ধৌলি এক্সপ্রেস, হাওড়া-টিতলাগড় ইস্পাত এক্সপ্রেস, হাওড়া-দীঘা তাম্রলিপ্ত এক্সপ্রেস, হাওড়া-পুরী শতাব্দী এক্সপ্রেস, হাওড়া-টাটানগর স্টিল এক্সপ্রেস, পুরী- শিয়ালদহ দুরন্ত এক্সপ্রেসের মতো ৩২ জোড়া এক্সপ্রেস ট্রেন বাতিল হতে পারে।

খড়্গপুর শাখায় ৩২ জোড়া এক্সপ্রেস ও শতাধিক লোকাল ট্রেন বাতিল, ভোগান্তি এড়াতে দেখে নিন তালিকা

কি কারণে বিপুল পরিমাণ ট্রেন বাতিল হচ্ছে?

● আন্দুল স্টেশনের কাছে নন ইন্টারলকিং এর কাজ শুরু হচ্ছে। এই কারণে লাইন ব্লক রাখা হবে।
● ২২ শে জুন থেকে ১ লা জুলাই পর্যন্ত ১০ দিন নন-ইন্টারলকিংয়ের কাজ চলবে।
● ২৮ শে জুন থেকে ১ লা জুলাই পর্যন্ত নন-ইন্টারলকিং এর প্রধান কাজ হবে।
● তার আগে প্রি-ইন্টারলকিংয়ের কাজ চলবে ২২ থেকে ২৭ শে জুন পর্যন্ত।

Debaprasad Mukherjee

দেবপ্রসাদ বিগত কয়েক বছর যাবৎ সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ার হাত ধরেই সাংবাদিকতায় ...