বর্তমানে পশ্চিমবঙ্গে ৫০ টির বেশি প্রকল্প চালু রয়েছে। এর মধ্যে যেমন লক্ষ্মীর ভান্ডার সর্বাধিক জনপ্রিয়তা পাচ্ছে বর্তমান সময়ে। বর্তমানে এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের প্রায় সিংহভাগ মহিলাদের মাসিক ভাতা দিয়ে থাকে রাজ্য সরকার। এছাড়াও রাজ্যের আর সব প্রকল্পের মধ্যে কন্যাশ্রী হল একটি সর্বজনবিদিত প্রকল্প। এছাড়াও, রূপশ্রী, যুবশ্রী, সবুজসাথী, খাদ্যসাথী, কৃষকবন্ধু সহ অনেক প্রকল্প চালু রয়েছে রাজ্যে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowএসবের পাশাপাশি এখন দুঃস্থ অথচ মেধাবী ছাত্রছাত্রীদের জন্য একাধিক সরকারি বৃত্তিরও ব্যবস্থা রয়েছে। স্কুলের মাধ্যমে পড়ুয়ারা মেধা ও বাড়ির আর্থিক অবস্থাকে বিবেচনা করে এইসব স্কলারশিপ প্রদান করা হয়। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে একাদশ শ্রেণী ও কলেজে ভর্তি হবেন পড়ুয়ারা। তবে ভর্তির সঙ্গে বেশ কিছু স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন তারা। সেখান থেকে পড়াশুনার খরচ বাবদ বেশ কিছু টাকা দেওয়া হয়।এই প্রতিবেদনে আমরা আলোচনা করবো এমনই একটি রাজ্য সরকারের স্কলারশিপকে নিয়ে।
পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের স্কলারশিপ
রাজ্য সরকারের এই স্কলারশিপের নাম মেধাশ্রী প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে পড়ুয়ারা পঞ্চম থেকে অষ্টম শ্রেণীতে ভর্তি হওয়ার পর বছরে ৮০০ টাকা আর্থিক সহায়তা পাবে। শিক্ষার খরচ মেটানোর জন্য এই টাকা দেওয়া হয় রাজ্যের তরফে।
কারা এই স্কলারশিপ পাবেন?
● পঞ্চম থেকে নবম শ্রেণীর পড়ুয়ারা পাবেন
● পড়ুয়ারকে আবশ্যিকভাবে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে
● পড়ুয়াকে ওবিসি এবং এস এস সি সম্প্রদায়ের হতে হবে
● পড়ুয়ার পরিবারের বার্ষিক আয় ২.৫ লক্ষ টাকা বা তার কম হতে হবে
● পড়ুয়াকে রাজ্য সরকারের অন্য কোনো স্কলারশিপ পাওয়া চলবে না
কি কি ডকুমেন্ট দরকার পড়বে?
● জাতিগত শংসাপত্র
● আবেদনকারীর পরিবারের বার্ষিক আয়ের শংসাপত্র
● আধার কার্ড
● বৈধ মোবাইল নম্বর
● ব্যাঙ্কের তথ্য।
কিভাবে আবেদন করবেন?
● প্রথমেই পশ্চিমবঙ্গ সংখ্যালঘু ও অর্থ কর্পোরেশনের মেধাশ্রী ওয়েবসাইট https://www.wbmdfc.org/-এ যেতে হবে।
● সেখানে মেধাশ্রী স্কলারশিপ অপশনে ক্লিক করলে যে পেজ খুলবে, সেখানে Students Area অপশনে ক্লিক করতে হবে।
● এবার আবেদনকারীর রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। রেজিস্ট্রেশন করতে জেলা, ব্লক, নাম, বাবার নাম, মায়ের নাম, লিঙ্গ,ব্যাংক আকাউন্ট নম্বর, ব্যাঙ্কের IFSC কোড, মোবাইল নাম্বার, ধর্ম ইত্যাদি সমস্ত নির্ভুল ভাবে পূরণ করতে হবে।
● এরপর সাবমিট অপশনে ক্লিক করলেই আবেদন প্রক্রিয়া সম্পূর্ন হবে।