দীর্ঘদিন ধরেই উচ্চমাধ্যমিক পরীক্ষায় সেমিস্টার ব্যবস্থা চালুর জল্পনা চলছিল। কিন্তু যখন চালু হবে সেই নিয়ে জলঘোলা হচ্ছিল। তবে পর্ষদের তরফে মার্চ মাসে ঘোষণা করা হয় যে, এবার থেকে পড়ুয়ার জীবনের দ্বিতীয় বড় পরীক্ষা অর্থাৎ এবার উচ্চমাধ্যমিকেও চালু হচ্ছে সেমেস্টার পদ্ধতি। ২০২৬ সাল থেকেই একটি ফাইনাল নয়, বরং দুটি সেমেস্টারে হবে উচ্চমাধ্যমিক পরীক্ষা। অর্থাৎ এখন যেমন একেবারে উচ্চমাধ্যমিক পরীক্ষা হয়, সেটা আর হবে না। বরং জীবনের দ্বিতীয় বড় পরীক্ষাকে দুটি ভাগে ভেঙে দেওয়া হচ্ছে। কলেজের ধাঁচেই সেমেস্টার চালু করতে করছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowযেসব পড়ুয়ারা ২০২৪ সালে মাধ্যমিক পরীক্ষা দিয়ে একাদশ শ্রেণিতে ভর্তি হচ্ছেন, তারাই এই নয়া ধাঁচে পরীক্ষা দেবে এবার থেকে। একাদশ শ্রেণিতে দুটি সেমেস্টারে পরীক্ষা দেবে ওই পড়ুয়ারা। একইভাবে উচ্চমাধ্যমিকের সময়ও দুটি সেমেস্টারে ভেঙে পরীক্ষা হবে। যার মধ্যে একটি সেমেস্টার হবে নভেম্বরে। এই সেমিস্টারে শুধুমাত্র ‘মাল্টিপল চয়েস কোয়েশ্চেন’ বা এসসিকিউ প্রশ্ন আসবে। ওএমআর শিটে উত্তর দিতে হবে পরীক্ষার্থীদের। দ্বিতীয় সেমেস্টার হবে মার্চে। দ্বিতীয় সেমেস্টারে সব ধরনের প্রশ্ন থাকবে। অর্থাৎ ছোট প্রশ্ন যেমন থাকবে, তেমন বড় প্রশ্নও থাকবে।
বদলে যাচ্ছে উচ্চমাধ্যমিক পরীক্ষার সিলেবাস
এবার থেকে উচ্চমাধ্যমিকের সিলেবাসেও বেশ কিছু পরিবর্তন করেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। দীর্ঘ ১১ বছর পর বদলে আনা হয়েছে উচ্চমাধ্যমিক পরীক্ষার ৪৯টি বিষয়ের সিলেবাসে। একইসঙ্গে এবছর থেকে ৬০-এর পরিবর্তে উচ্চমাধ্যমিক পরীক্ষায় এখন মোট বিষয় হবে ৬২ টি। এর মধ্যে ১৩ টি ভোকেশনাল বিষয় আছে। জানা গেছে, বাংলা ও ইংরেজি বিষয়ের সিলেবাসে বেশ কিছু পরিবর্তন করা হচ্ছে। একইসঙ্গে ইতিহাসের সিলেবাসেও হচ্ছে রদবদল।
গুরুত্বপূর্ণ বিষয়ে ফেল করলে আবার পরীক্ষা দেওয়ার সুযোগ
এতদিন পর্যন্ত উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের ক্ষেত্রে বাংলা ও ইংরেজি ছিল আবশ্যিক বিষয়। এছাড়াও তিনটি মূল বিষয় ও একটি ঐচ্ছিক বিষয় রাখার নিয়ম ছিল। তবে ঐচ্ছিক বিষয় সহ ৪ বিষয়ের মধ্যে যে ৩ বিষয়ে নম্বর বেশি আসবে, তা মূল বিষয় হয়ে যেত স্বয়ংক্রিয়ভাবে। তাতে করে অনেকেরই পছন্দের বিষয় বাদ চলে যেত কিংবা সেই বিষয়ে ফেল করলে আগামীর স্বপ্নভঙ্গ হত পড়ুয়াদের। তবে এবার থেকে এই নিয়মটি বদলে যাচ্ছে। এবার কোনো বিয়ে নম্বর কম এলে বা পরীক্ষার্থী অকৃতকার্য হলে আবার সেই বিষয়টির পরীক্ষা দেওয়া যাবে পরের বছর। যে সময় উচ্চমাধ্যমিক পরীক্ষার ফরম ফিলাপ হয়, সেই সময়েই আগের মার্কশিট জমা দিয়ে ফরম ফিলাপ করতে হবে। তাহলেই আরেকবার পরীক্ষা দিতে পারবে ওই পরীক্ষার্থী।