প্রতি সপ্তাহের ছয়দিন কর্মদিবস হিসেবে গণ্য হয়। সপ্তাহে একদিন সাপ্তাহিক ছুটি পেয়ে থাকেন সরকারি থেকে বেসরকারি সকল ধরণের কর্মীরা। কোথাও কোথাও আবার এই সাপ্তাহিক ছুটি দুদিন থাকে। এছাড়াও সরকারি কর্মচারীরা সরকারের ছুটির ক্যালেন্ডার অনুযায়ী আরো বেশ কিছু অতিরিক্ত ছুটি পেয়ে থাকেন। তার মধ্যে বেশ কিছু থাকে কেন্দ্রীয় সরকারি ছুটি, আবার রাজ্যের বেশ কিছু বিশেষ দিনে ছুটি পেয়ে থাকেন সরকারি কর্মচারীরা। অর্থাৎ, সর্বসাকুল্যে সপ্তাহে একদিন করেই ছুটির ব্যবস্থা রয়েছে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowসরকারি স্কুল ও কলেজের ক্ষেত্রেও ছুটির বিন্যাস অনেকটা এরকমই। যদিও স্কুলে গরমের ছুটি থাকে বাড়তি তালিকায়। এবছর আগেভাগে গরমের ছুটি পড়েছিল রাজ্যের সরকারি স্কুলগুলিতে। এর আগে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ ঘোষণা করেছিল যে ৬ মে থেকে গরমের ছুটি পড়বে রাজ্যের সরকারি স্কুলগুলিতে। ছুটি থাকবে ২ জুন অবধি। তবে তারপর থেকেই রাজ্যে শুরু হয় চরম তাপপ্রবাহ। এদিকে আবার শুরু হয় লোকসভা নির্বাচন। তাই এবার আরো এগিয়ে আনা হয় গরমের ছুটি। গত ২২ এপ্রিল থেকে বন্ধ করা হয় রাজ্যের সমস্ত সরকারি স্কুল।
জুলাই মাসে একাধিক ছুটি থাকছে
গত ১০ ই জুন থেকে রাজ্যের সব সরকারি স্কুল চালু রয়েছে। তবে কিছু স্কুলে মর্নিং সেশনে ক্লাস হচ্ছে সরকারের নির্দেশিকা মেনেই। আকুল খুলতেই এই নির্দেশিকা এসেছিল যে গরমের বৃদ্ধি দেখে স্কুলের সময়সীমা পাল্টাতে পারবেন স্কুলের প্রধানরা। সব সরকারি প্রাথমিক, উচ্চ-প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ে এই নির্দেশিকা পাঠানো হয়। পড়ুয়াদের পড়াশুনায় কোনোরূপ ক্ষতি না হতে দেওয়ার জন্য ছুটি বৃদ্ধির কোনো ঘোষণা হয়নি। তবে জুলাইয়ে বেশ কয়েকদিন বন্ধ থাকবে স্কুল। এখন এই তালিকা দেখে নিন।
জুলাই মাসের কোন কোন দিন স্কুল ছুটি?
● ৭ জুলাই প্রথম রবিবার হিসেবে স্কুল ছুটি।
● ১৩ জুলাই প্রথম শনিবার হিসেবে স্কুল ছুটি।
● ১৪ জুলাই দ্বিতীয় রবিবার হিসেবে স্কুল ছুটি।
● ৭ জুলাই মহরম উৎসবের জন্য স্কুল ছুটি।
● ২১ জুলাই তৃতীয় রবিবার হিসেবে স্কুল ছুটি।
● ২৭ জুলাই চতুর্থ শনিবার হিসেবে স্কুল ছুটি।
● ২৮ জুলাই চতুর্থ রবিবার হিসেবে স্কুল ছুটি।