উইকেন্ডের দু’দিনের ছোট্ট ট্যুর হোক বা বিশেষ কোনো মুহূর্তের উদযাপন, বাঙালির কাছেপিঠের গন্তব্য হয় একটাই। আর সেটা হল দীঘা। অনেকে আবার ঝাউবনের মৃদু বাতাসে উনুন জ্বালিয়ে বনভোজন করতেও বেছে নেন দীঘাকে। আবার অনেকেই রয়েছেন ভোজনরসিক, যারা সামুদ্রিক মাছ ও কাঁকড়ার রসনাতৃপ্তির উদ্দেশ্যে পাড়ি দেন বাংলার এই সমুদ্র সৈকতে। তবে উদ্দেশ্য যাই হোক না কেন, দীঘা সমুদ্র সৈকত বাঙালির মনে যেন একটা আলাদা জায়গা পায়।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowদীঘায় রয়েছে শান্ত সমুদ্রের নাতিশীতোষ্ণ নোনা বাতাসের সরগম। এই সমুদ্র সৈকতের ফাঁকা বালিয়াড়িতে বসে সূর্যোদয় বা সূর্যাস্ত বেশ নয়নাভিরাম দৃশ্য। তেমনই সেই সমুদ্র সৈকতে রয়েছে মৎস্যলালসা নিবারণের উপায়। দীঘার বিস্তীর্ণ বালিয়াড়ি জুড়ে রয়েছে বহু সামুদ্রিক মাছ ও কাঁকড়ার খুচরো স্টল। যে স্টলে গেলেই খুব কম দামে উদরাভিরাম হয় বাঙালির। তবে এবার বাঙালির এই সমুদ্র দর্শনের অভিজ্ঞতাকে আরো বেশি চমকপ্রদ করে তুলতে বিশেষভাবে আগ্রহী হয়েছে সরকার। তাই এবার নেওয়া হয়েছে এক বড় পদক্ষেপ।
এবার বর্ষায় দীঘা ভ্রমণের দুর্দান্ত অভিজ্ঞতা মিলবে
এবছর বর্ষার শুরুতে দীঘার সমুদ্র সৈকতে দারুন ভিড় জমবে বলে মনে করা হচ্ছে। তাই এবছর দীঘার সমুদ্র সৈকতকে আরো বেশি করে ঢেলে সাজাতে উদ্যোগী হয়েছে দীঘা ও শংকরপুর উন্নয়ন পর্ষদ। সম্প্রতি, দীঘা সৈকতের সৌন্দর্য রূপায়ণে একাধিক পদক্ষেপ নিয়েছে সরকারের অধীনস্থ এই সংস্থা। সেখানে তৈরি হচ্ছে জগন্নাথ মন্দির ও মেরিন ড্রাইভের মতো সুবিধা। এইসবের আকর্ষণে পর্যটকরা বেশি করে দীঘায় ভিড় জমাবেন বলে মনে করা হচ্ছে। তবে এবার দীঘাকে ঢেলে সাজাতে যে পদক্ষেপ নেওয়া হয়ছে, তাতে সুবিধা পাবেন দীঘা যাওয়ার প্ল্যান করা হাজারো পর্যটক। কারণ এই বিষয়টি নিয়ে অনেকেরই দীঘা সৈকতে অনেক খারাপ অভিজ্ঞতা হয়।
দীঘা ও শংকরপুর উন্নয়ন পর্ষদের বড় পদক্ষেপ
আসন্ন বর্ষায় দীঘার সৈকতে বা সমুদ্রে কোনো রকমের অপ্রীতিকর ঘটনা এড়াতে নুলিয়াদের মোতায়েন করা হচ্ছে। এতে করে সমুদ্রে ডুবে যাওয়ার মতো ঘটনা এড়ানো যাবে। এছাড়াও তৈরি রাখা হবে সিভিল ডিফেন্স কর্মীদের। পর্যটকদের কোনোরূপ দুর্ঘটনার হাত থেকে রক্ষা করতে তারা নজরদারি চালাবে সৈকতে। বর্ষায় যেহেতু মাঝেমধ্যেই উত্তাল হয় সমুদ্র, তাই আগেভাগে এই পদক্ষেপ নিলো দীঘা ও শংকরপুর উন্নয়ন পর্ষদ। তাই এবার বরাহার যেসব পর্যটকরা দীঘা ঘুরতে যাবেন, তারা যে বেশি সুরক্ষিতভাবে উইকেন্ড কাটাবেন ও আনন্দ-ফুর্তি করবেন, তাতে কোনো সন্দেহের অবকাশ নেই।