ভারতের প্রতিটি নাগরিকের রয়েছে রেশন কার্ডের অধিকার। দেশে খাদ্যাভাব দূর করতে এই ব্যবস্থার সূচনা ঘটে স্বাধীনতার পরেই। আর এই রেশন কার্ড রয়েছে এমন প্রত্যেক ব্যক্তি মাসে মাসে সরকারের পক্ষ থেকে নির্দিষ্ট পরিমাণ খাদ্যশস্য পেয়ে থাকেন। রেশন কার্ড থাকলে সেই কার্ডের ভিত্তিতে নির্ধারিত খাদ্য সামগ্রী দেওয়া হয় স্থানীয় রেশন শপ থেকে। তবে সবার ক্ষেত্রে সমান খাদ্যদ্রব্য বণ্টন করা হয় না। কোন গ্রাহক কত পরিমানে খাদ্য শস্য পাবেন তা ঠিক হবে তাঁর রেশন কার্ডের উপর।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowদেশের রেশন ব্যবস্থা চালু রাখতে বেশ কিছু অনুমোদিত দোকান থেকে এই রেশন প্রদান করা হয় গ্রাহকদের। তবে এক্ষেত্রে কার্ড অনুযায়ী আলাদা আলাদা হয় বরাদ্দকৃত রেশনের পরিমাণ। তবে এক্ষেত্রে গ্রাহকদের ঠকিয়ে দিতে পারে ডিলাররা। কারণ কোন কার্ডে কতটা রেশন বরাদ্দ, তো এখনো সঠিকভাবে জানেন না অনেক রেশন গ্রাহক। আর এই পরজমান অনলাইনে জানা যায়। অনেকের ক্ষেত্রেই অনলাইনে এটি যাচাই করা দুঃসাধ্য। তাই এবার এই সমস্যার সমাধান করতে বড় পদক্ষেপ নিতে চলেছে পশ্চিমবঙ্গের রাজ্য সরকার।
কোন কার্ডে কত রেশন পাওয়া যায়
● SPHH ও PHH রেশন কার্ড থাকলে পরিবারের প্রত্যেক সদস্যের মাথাপিছু ৩ কেজি চাল, ১ কেজি ৯০০ গ্রাম আটা অথবা ২ কেজি গম পাওয়া যায়।
● অন্ত্যোদয় কার্ড থাকলে প্রতিটি পরিবার ১৩ কেজি ৩০০ গ্রাম আটা অথবা গম নিতে পারেন। সাথে ১৩ টাকা ৫০ পয়সা কেজি দরে ১ কেজি চিনি পাওয়া যায়। এছাড়াও ২১ কেজি চাল দেওয়া হয় এই কার্ডের অন্তর্ভুক্ত পরিবারকে।
● RKSY-1 রেশনকার্ড থাকলে মাথাপিছু ৫ কেজি করে চাল পাওয়া যায়।
● RKSY-2 রেশনকার্ড থাকলে কেবল ২ কেজি করে চাল দিয়ে থাকে সরকার।
রেশনে বরাদ্দ সামগ্রীর পরিমাণ জানাবে সরকার
এবার থেকে গ্রাহকদের সচেতন করতে একটি দারুন ব্যবস্থা চালু হয়েছে রাজ্যে। এবার থেকে গ্রাহকদের রেজিস্টার করা মোবাইল নম্বরে পাঠানো হবে তার জন্য বরাদ্দকৃত রেশন সামগ্রীর পরিমান এবং তার বিষয়ে বিস্তারিত। ইতিমধ্যে, এই ব্যবস্থা চালু হয়ে গিয়েছে। জুন মাসে থেকেই গ্রাহকদের ম্যাসেজ পাঠাচ্ছে খাদ্য দফতর। এর ফলে গ্রাহকরা আগের থেকে জেনে যাচ্ছেন তার রেশনের পরিমান। আর এতে তাদের সহজে ঠকাতে পারবে না রেশন ডিলাররা।