শিক্ষক নিয়োগ দুর্নীতিতে জেরবার পশ্চিমবঙ্গ। বিগত দু’বছর ধরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্তে উঠে এসেছে নানা তথ্য। এদিকে (SSC) টেট পরীক্ষায় দুর্নীতি নিয়েও চরম প্রতিবাদ করতে দেখা গেছে রাজ্যের চাকরি প্রার্থীদের। অন্যদিকে, ২০২২ সালের জুলাই মাসে রাজ্যের শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তের দায়ভার গ্রহণ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। এর মাঝেই কয়েকদিন আগে কলকাতা হাইকোর্টের রায়ে বাতিল হয়ে যায় পুরো চাকরির প্যানেল। একইসঙ্গে চাকরি হারান রাজ্যের প্রায় ২৬ হাজার কর্মরত শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষাকর্মী। এই নিয়ে রাজ্যে শোরগোল পড়েছে ব্যাপকভাবে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowআর এই অবস্থার মাঝেই উচ্চ প্রাথমিক টেট নিয়ে এসে গেল বড়সড় আপডেট। লোকসভা ভোট মিটতেই এই বড় আপডেট দিলো কমিশন। এই খবরটি সকলের জন্যই গুরুত্বপূর্ণ। কারণ সম্প্রতি, একটি নির্দেশিকায় গুরুত্বপূর্ণ একটি নির্দেশ দিয়েছে কমিশন। আর এই নির্দেশ পালন করার সময়সীমা বেশিদিন নেই। তাই আপনি যদি উচ্চ প্রাথমিক টেট পরীক্ষা দিয়েছেন কিংবা দেবেন বলে প্রস্তুতি নিচ্ছেন কিংবা কর্মরত রয়েছেন এই পদে, তাহলে আপনার এই আপডেটটি জেনে নেওয়া জরুরি।
উচ্চ-প্রাথমিক টেট প্রার্থীদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট
সম্প্রতি, এসএসসি দক্ষিণ পূর্ব রিজিয়ন বা WBSSC South Eastern Region-এর তরফে এই নির্দেশিকা দেওয়া হয়েছে। আর এই নির্দেশিকা টেট পরীক্ষা সংক্রান্ত। কমিশনের তরফে জানানো হয়েছে যে যারা টেট পাশ করে এখনো সার্টিফিকেট সংগ্রহ করেন নি, তাদের এবার টেট পাশের সার্টিফিকেট দেবে কমিশন। আর এই সার্টিফিকেট দেওয়া হবে বারাসাত জেলাপরিষদ ভবন থেকে। জানা গেছে, টেট পাশের এই সার্টিফিকেট দেওয়া শুরু হবে ১৪ ই জুন থেকে এবং এটি দেওয়া হবে ৫ ই জুলাই অবধি। এছাড়াও এই নির্দেশিকায় কমিশন জানিয়েছে যে এই টেট পাশের সার্টিফিকেট নেওয়ার পর প্রার্থীদের SSC এর সেন্ট্রাল কমিশনে গিয়ে সার্টিফিকেটের লাইফটাইম বৈধকরণ করতে হবে।
WBSSC South Eastern Region-এর বিজ্ঞপ্তিতে যা বলা হয়েছে
WBCSSC মেমো নং 445(5)/6088/CSSC/ESTT/২০২৪ dtd ২৯.০৫.২০২৪-এর পরিপ্রেক্ষিতে, সমস্ত TET যোগ্য প্রার্থীদের এতদ্বারা অবহিত করা হচ্ছে যে অবণ্টিত TET সার্টিফিকেট বিতরণ করা হবে অফিস থেকে। ১৪.৬.২৪ থেকে ০৫.০৭.২৪ এর মধ্যে, অফিসের কাজের সময়ের মধ্যে TET সার্টিফিকেট সংগ্রহ করার জন্য জানানো হয়েছে।