Work From Home Scam : একবিংশ শতকে আমাদের দেশের মানুষের জীবন অনেকাংশে পরিবর্তিত হয়েছে। এখন দিনযাপন অনেকটাই বেশি ব্যয়বহুল। আর সেই কারণে আগের থেকে এখন মানুষের অর্থের প্রয়োজন বেশি পড়ছে। তাই ছাত্রবস্থা থেকেই অনেকে এখন টাকা উপার্জনের বিষয়ে চিন্তাভাবনা করে থাকেন। অনেকেই আবার কোনো সংস্থায় চাকরি করেও দ্বিতীয় কোনো উপার্জনের পথ খুঁজতে থাকেন। এছাড়া বাড়ির গৃহিণীরাও আজকাল কাজের সন্ধানে করছেন, যেগুলি তারাও সহজে করতে পারবেন।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowএই অবস্থায় বেশ কিছু কাজের সুযোগ রয়েছে, যার মাধ্যমে আপনি বাড়িতে বসেই ভালো টাকা রোজগার করতে পারবেন। আর এই কাজ করতে হলে তেমন কিছু বিশেষ দক্ষতার প্রয়োজনও পড়বে না। সাধারণ সময়ে দক্ষ না হলে বাড়িতে বসে কাজ পাওয়া যায়না। এর জন্য প্রধান মাধ্যম হল অনলাইন মাধ্যম। অনলাইনে আজকাল সহজেই কিছু চাকরি পাওয়া যায়, যা বাড়ি থেকে করা যায়। এগুলোকে মূলত Work From Home Job বলা হয়।
Work From Home মাধ্যমে যেসব কাজ করা যায়
করোনাকালীন সময়ে বাড়িতে বসে কাজের ট্রেন্ড চালু হয় বিশ্বজুড়ে। সেই সময়ে যখন মানুষজন বাড়ি থেকে বেরোতে পারছিলেন না, তখন বেশ কিছু কাজ বাড়ি থেকে মোবাইল বা ল্যাপটপে করা চালু হয়। আর সেই ট্রেন্ড এতটাই জনপ্রিয়তা লাভ করে যে এখন সবটা স্বাভাবিক হওয়ার পরেও ওয়ার্ক ফ্রম হোম সিস্টেম রয়ে গেছে অনেক ক্ষেত্রে। বাড়িতে বসে টেলিকলিং, বিপিও, ডেটা এন্ট্রি, ব্যাঙ্কের বিভিন্ন কাজ, কন্টেন্ট রাইটিংয়ের কাজ প্রভৃতি করা যায়।
Work From Home-এর জালিয়াতি থেকে সতর্ক হতে হবে
আজকাল সোশ্যাল মিডিয়ায় এমন অনেক ধরণের কাজের অফার আসে, যেখানে বলা হয় যে ফরম ফিলাপ বা টাইপিং বা এমন কোনো সহজ কাজ করে অনেক টাকা উপার্জন করা যাবে। তবে এই ধরণের কাজ থেকে সতর্ক থাকতে হবে। কারণ, এসব কাজে দুই ধরণের জালিয়াতি হয়ে থাকে। প্রথমত, কাজের পর প্রাপ্য টাকা না দেওয়া হতে পারে আপনাকে। তাছাড়া, কাজে জয়েনিং ফি হিসেবে কিছু টাকা নিয়ে আপনাকে কাজ না দেওয়া হতে পারে। আবার কিছু কাজের ক্ষেত্রে ভুয়ো ডকুমেন্টেশমের মাধ্যমে ব্ল্যাকমেইল করা হতে পারে। তাই সম্পূর্ণভাবে কোম্পানি যাচাই করার তবেই এই ধরণের কাজে যোগদান করা উচিত। এই বিষয়ে নাগরিকদের বারংবার সচেতন করছে কলকাতা পুলিশ।