দিন দিন সাইবার জালিয়াতির ঘটনা বেড়েই চলেছে দেশে। কখনো ব্যাঙ্ক ম্যানেজারের নামে ফোন করে চাওয়া হচ্ছে ওটিপি, কখনো আবার ম্যাসেজের মাধ্যমে পাঠানো হচ্ছে হ্যাকিং লিঙ্ক, আবার কখনো ভিডিও কলে অশালীনতা দেখিয়ে লাগাতার চলছে ব্ল্যাকমেলিং। ইন্টারনেট দুনিয়ায় যেন আজকাল পদে পদে রয়েছে শুধু বিপদ। এক্ষেত্রে সতর্ক না হয়ে মোবাইল ব্যবহার করলেই মুহূর্তে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফাঁকা করার জন্য বসে রয়েছে জালিয়াতরা। আর এবার হোয়াটসঅ্যাপ-এর মাধ্যমেও বিভিন্ন ধরণের জালিয়াতির ঘটনা ঘটছে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowএখন হোয়াটসঅ্যাপ হল আমাদের সবার কাছে রোজকার ব্যবহারের একটি এপ্লিকেশন। সকালে ঘুম থেকে উঠে থেকে রাতে ঘুমোতে যাওয়ার আগে অব্দি এই চ্যাটিং এপ্লিকেশনে একবার চোখ বুলিয়ে নেওয়ার অভ্যেস এখন কমবেশি সকলেরই আছে। অনেকেরই আবার মোবাইলে সবথেকে বেশি ব্যবহৃত এপ্লিকেশন হিসেবে হোয়াটসঅ্যাপ-এর নাম উঠে আসে। তবে এবার হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের সতর্ক হতে হবে। কারণ এবার ভারতে লাখ লাখ হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যান করছে কর্তৃপক্ষ। এই বিষয়ে বিস্তারিত জেনে নিন নিবন্ধের বাকি অংশটুকু পড়ে।
ভারতে ৭১ লক্ষ হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যান করা হচ্ছে
হোয়াটসঅ্যাপ যেহেতু কোটি কোটি মানুষকে নিত্যদিন ব্যবহার করতে হয়, তাই এই এপ্লিকেশন ব্যবহারকারীদের সুরক্ষা নিশ্চিত করতে বদ্ধপরিকর এই এপ্লিকেশন সংস্থা। সেই কারণে এবার ব্যবহারকারীদের নিরাপত্তা সহ বিভিন্ন বিষয়ে নজর দিতে ৭,১৮২,০০০ হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট সম্পূর্ণভাবে ব্যান করা হয়েছে। সংস্থা সূত্রে খবর, এই সব ব্যান হওয়া অ্যাকাউন্টের মধ্যে ১,৩০২,০০০ অ্যাকাউন্ট কোনোরূপ অভিযোগ ছাড়াও ব্যান করা হয়েছে। এছাড়াও, ব্যবহারকারীদের ১০,৫৫৪ টি অভিযোগের ভিত্তিতেও ৬ টি অ্যাকাউন্ট ব্যান করা হয়েছে বলে জানা গেছে।
কেন এই বিপুল পরিমাণ হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যান করা হয়েছে?
আজকাল হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিভিন্নরকম অটোমেটিক জেনারেটেড ম্যাসেজ পাঠানো হয় বিভিন্ন সংস্থা বা কোম্পানির তরফে। এর মধ্যে বেশিরভাগই ভুয়ো বা স্প্যাম ম্যাসেজ হয়। এই ধরণের ম্যাসেজে বিভ্রান্ত হন ব্যবহারকারীরা। এমনকি এমন স্প্যাম লিঙ্কে ক্লিক করে অনেকে জালিয়াতির শিকারও হচ্ছেন নিত্যদিন। আর সেই কারণেই অনেক গ্রাহক হোয়াটসঅ্যাপের উপর আস্থা হারাচ্ছেন। এমনকি এই চ্যাটিং এপ্লিকেশনের নামে বদনাম হচ্ছে। তবে এইসব রুখতে এবার কড়া পদক্ষেপ নিচ্ছে সংস্থা। আর সেই কারণেই হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের সুরক্ষা নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানা গেছে।