এখন মোবাইল আমাদের জীবনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে রয়েছে। অনেকেই খাবার খেতে ভুলে গেলেও মোবাইল নিতে ভোলেনা বেরোনোর আগে। এমনটাই তো হওয়ার কথা ছিল। কারণ, মোবাইল আমাদের জীবনকে অনেকটাই সহজ করে তুলেছে। সেই কারণে মোবাইলকে সচল রাখাটাও জরুরি। আর এখন মোবাইলের চলমান অবস্থা নির্ভর করে মোবাইল রিচার্জের উপর। কারণ এখন প্রিপেইড কানেকশনের ক্ষেত্রে রিচার্জ ছাড়া ইন্টারনেট এবং কলিং ফেসিলিটি, কোনোটাই মেলেনা।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowতবে আজকাল রিচার্জের দাম বেড়ে যাওয়ার কারণে অনেকেই রিচার্জ করতেই হিমশিম খাচ্ছেন। তবে যারা এয়ারটেল গ্রাহক, তাদের জন্য এসেছে সুখবর। কারণ এয়ারটেল এমন একটি রিচার্জ প্ল্যান বাজারে এনেছে, যা খুবই সাশ্রয়জনক এবং লাভজনক। আর এবার এই প্ল্যানের ভ্যালিডিটিও বাড়তে চলেছে। অর্থাৎ, কম টাকা খরচ করেই এই রিচার্জ প্ল্যানে একজন গ্রাহক পেয়ে যাবেন লম্বা ভ্যালিডিটি। এর সঙ্গে নিত্যপ্রয়োজনীয় যেসব পরিষেবা দরকার, তার সবটাই মিলবে জিওর এই রিচার্জ প্ল্যানে।
৩৯৫ টাকার প্রিপেইড রিচার্জ প্ল্যানে ভ্যালিডিটি বাড়লো Airtel
আগেই এয়ারটেলের ৩৯৫ টাকার এই প্রিপেইড রিচার্জ প্ল্যানটি ছিল বাজারে। এই প্ল্যানে একইসঙ্গে ৬ জিবি ডেটা পাওয়া যেত। এর সঙ্গে আনলিমিটেড কলিংয়ের সুবিধা পেতেন গ্রাহকরা। এছাড়াও, এই প্ল্যানের মাধ্যমে মোট ৬০০ টি এসএমএস করার সুবিধা পাওয়া যেত। তবে এই প্ল্যানটি এতদিন ৫৬ দিনের ভ্যালিডিটি সহ পাওয়া যেত। তবে এবার এই প্ল্যানের মেয়াদ বাড়লো ১৪ দিন। অর্থাৎ, এই সমস্ত পরিষেবা সহ ৩৯৫ টাকার রিচার্জ প্ল্যানে প্রিপেইড গ্রাহকরা পেয়ে যাবেন মোট ৭০ দিনের ভ্যালিডিটি।
Jio-র ৩৯৫ টাকার প্রিপেইড প্ল্যানে আরো বেশি সুবিধা
কয়েকমাস আগেই জিওর এই রিচার্জ প্ল্যানটি সক্রিয় করা হয়েছে গোটা দেশে। এটি নিতে গেলে আপনাকে খরচ করতে হবে ৩৯৫ টাকা। এই প্ল্যানে ভ্যালিডিটি কিন্তু ৮৪ দিনের। এই রিচার্জ করলেই আপনি ৮৪ দিন পর্যন্ত আনলিমিটেড কলিং ফেসিলিটি পাবেন। সঙ্গে মোট ৬ যিনি ইন্টারনেট ডেটা পাবেন। এর সঙ্গে ১০০০ টি এসএমএস পাচ্ছেন এই রিচার্জ প্ল্যানে। এই রিচার্জ কিন্তু আপনি পেটিএম বা ফোনপে-র মতো এপ্লিকেশন থেকে করতে পারবেন না। একমাত্র ‘মাই জিও’ এপ্লিকেশন থেকেই করতে পারবেন এই রিচার্জ। এছাড়াও জিও’র অফিসিয়াল ওয়েবসাইট থেকেই এই রিচার্জ করা সম্ভব।