Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

মাত্র ৯ টাকার রিচার্জেই আনলিমিটেড 5G ইন্টারনেট! Airtel সিম থাকলেই মিলবে সুবিধা

Debaprasad Mukherjee

Debaprasad Mukherjee

আজকাল ডিজিটাল যুগে মোবাইলের ব্যবহার বেড়েছে ব্যাপকভাবে। বর্তমানে স্মার্টফোনে একাধিক কাজ করা সম্ভব হলেও মোবাইল মূলত ফোন করার জন্যই আবিষ্কৃত হয়। আজো অনেকের কাছে মোবাইলের একমাত্র প্রয়োজন পড়ে বাইরের মানুষের…

আজকাল ডিজিটাল যুগে মোবাইলের ব্যবহার বেড়েছে ব্যাপকভাবে। বর্তমানে স্মার্টফোনে একাধিক কাজ করা সম্ভব হলেও মোবাইল মূলত ফোন করার জন্যই আবিষ্কৃত হয়। আজো অনেকের কাছে মোবাইলের একমাত্র প্রয়োজন পড়ে বাইরের মানুষের সঙ্গে যোগাযোগ করার জন্যই। তবে এই মোবাইল অনেকাংশে বদলে দিয়েছে আমাদের জীবনধারাকে। মোবাইলের মাধ্যমেই পৃথিবী এসেছে আমাদের হাতের মুঠোয়।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

মোবাইলের মাধ্যমে কাউকে ফোন করতে গেলেই দরকার হয় সিম কার্ডের। সিম কার্ডের মাধ্যমেই বিভিন্ন মোবাইল অপারেটরের নেটওয়ার্কিংয়ের সুবিধা পাওয়া যায়। বর্তমানে ভারতে মূলত Jio এবং Airtel এই একজোড়া কোম্পানিই বেশি জনপ্রিয়। তাই এই দুটি টেলিকম সংস্থার মধ্যে নিত্যদিন প্রতিযোগিতা চলতেই থাকে। আর সেই কারণেই দিন প্রতিদিন এই দুটি কোম্পানিই গ্রাহকদের জন্য সস্তা ও লাভজনক রিচার্জ প্ল্যান বাজারে আনে। আর এবার Jio-কে জোর টেক্কা দিতে সস্তার একটি প্ল্যান লঞ্চ করলো Airtel। এর কারণে পুরানো দিনের টপ-আপ রিচার্জের স্মৃতি ফিরতে চলেছে গ্রাহকদের।

মাত্র ৯ টাকার রিচার্জেই আনলিমিটেড 5G ইন্টারনেট! Airtel সিম থাকলেই মিলবে সুবিধা

দারুন সস্তার রিচার্জ প্ল্যান লঞ্চ করলো Airtel

আজকাল আনলিমিটেড কলিং ও ইন্টারনেটের যুগ। ভারতে 4G পরিষেবা চালু হওয়ার পর থেকেই মূলত টপ-আপ রিচার্জের যুগ শেষ হয়ে গেছে। এখন সবাই প্রতি মাসের জবয় রিচার্জ করে থাকেন। তাই ছোট কোনো রিচার্জে একটি নির্দিষ্ট সময়ের জন্য আনলিমিটেড কলিং বা আনলিমিটেড ইন্টারনেট বা এসএমএস-এর সুবিধা আজকাল সেভাবে দেখা যায়না। তবে গ্রাহকদের নস্টালজিয়া ফিরিয়ে দিতে এবার ফের একবার টপ-আপ রিচার্জ প্ল্যান লঞ্চ করলো Airtel। মাত্র ৯ টাকার রিচার্জ প্ল্যানে এবার দুর্দান্ত কিছু সুবিধা পাবেন Airtel গ্রাহকরা।

মাত্র ৯ টাকার রিচার্জেই আনলিমিটেড 5G ইন্টারনেট! Airtel সিম থাকলেই মিলবে সুবিধা

Airtel-এর ৯ টাকার রিচার্জ প্ল্যানের সুবিধা

গ্রাহকদের আপদকালীন সময়ের জন্য মাত্র ৯ টাকার এই রিচার্জ প্ল্যান লঞ্চ করেছে Airtel। র্বার থেকে এই কম দামের টপ-আপ রিচার্জ করলেই আনলিমিটেড হাইস্পিড ইন্টারনেট ডেটা পায়ে যাবেন গ্রাহকরা। তবে এই সুবিধা থাকবে রিচার্জ করার পর ১ ঘন্টার জন্য। তবে এক্ষেত্রে ১০ জিবি হাইস্পিড ডেটা পাওয়া যাবে। বাকি ব্যবহারের ক্ষেত্রে স্পিড কমে হয়ে যাবে ৬৪ কেবিপিএস। কিন্তু এই রিচার্জে কোনোরূপ কলিং বা এসএমএস-এর সুবিধা পাওয়া যাবেনা। তবে আপদকালীন সময়ে ইন্টারনেট শেষ হয়ে গেলে এই রিচার্জ গ্রাহকদের জন্য ব্যাপকভাবে উপকারী হতে পারে।

Debaprasad Mukherjee

দেবপ্রসাদ বিগত কয়েক বছর যাবৎ সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ার হাত ধরেই সাংবাদিকতায় ...