দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বর্ষা নিয়ে আপাতত যদিও এখন কলকাতা ও গাঙ্গেয় জেলাগুলিতে ঝড়বৃষ্টি হচ্ছে দু’দিন ছাড়া। তবে পশ্চিমের কয়েকটি জেলাতেও কয়েকদিন গুমোট গরমের পরিস্থিতি তৈরি হয়ে আসছে। এই গরম থেকে মুক্তি পেতে পাখা, কুলার ও এসি সহ নানা বিকল্প রয়েছে। তবে এখন এসি চলে বেশি। অফিস থেকে শপিং মল, সিনেমা হল, ব্যাঙ্ক এমনকি আজকাল সিংহভাগ বাড়িতেও এসি চালানো হয় গরমে। অনেকেই এই গরমে এসি কেনার পরিকল্পনা করেন।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowতবে এখন যেভাবে এসির দাম বাড়ছে, তাতে করে ইচ্ছে থাকলেও অনেকেই এসি কেনার কথা ভাবতেই পারেন না। এছাড়াও অনেকেই ভাড়া বাড়িতে থাকেন। আবার অনেকের ট্রানফারেবল কাজ। তাদের ক্ষেত্রে এক বাড়িতে এসি লাগিয়ে সেটিকে আবার বাড়ি পরিবর্তনের সময় খুলে নিয়ে যাওয়া আবার গিয়ে লাগানো, অনেক হয়রানির কাজ। তবে তাদের সমস্যার সমাধান করবে পোর্টেবল এসি। TATA কোম্পানি এমন কিছু পোর্টেবল এসি বাজারে এনেছে, যেগুলি মধ্যবিত্তরাও অনায়াসে কিনতে পারবেন। এখন একনজরে দেখে নিন পোর্টেবল এসির কিছু সুবিধা ও তার দাম সম্পর্কে বিস্তারিত তথ্য।
পোর্টেবল এসি-র সুবিধা কি কি?
● একটি এসি বিভিন্ন রুমে চালানো যাবে।
● নিচে চাকা লাগানো থাকার কারণে সহজে স্থান পরিবর্তন করা যাবে।
● এসি ফিটিংয়ের ঝামেলা কম।
● এক বাড়ি থেকে অন্য বাড়িতে নিয়ে যাওয়ার ঝামেলা কম।
● ভাড়া বাড়িতে থাকলে এই এসি কেনার সুবিধা সবথেকে বেশি।
● ইন্ডোর ও আউটডোর ইউনিট নিয়ে ঝামেলা কম।
● বাড়ির দেওয়ালে ফুটো করতে হবেনা।
● প্লাগ গুঁজে এসির আউটলেট পাইপ জানালার বাইরে বের করে দিলেই কাজ হয়ে যাবে।
কিভাবে পোর্টেবল এসি কিনতে পারবেন?
অনলাইন বা অফলাইন দুই উপায়ে পোর্টেবল এসি পাওয়া যাচ্ছে। এক্ষেত্রে TATA কোম্পানির পোর্টেবল এসি কিনলে কম দামে গ্যারেন্টি সহ ভালো প্রোডাক্ট পাবেন। বড় রুমের জন্য পোর্টেবল এসি কিনতে চাইলে TATA কোম্পানির Croma ব্র্যান্ডের ১.৫ টন ক্ষমতার এই এসি কিনতে পারেন। এই এসির দাম ৪৩,৯৯০ টাকা। তবে অনলাইনে কিনলে বিভিন্ন ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে ভালো হারে ছাড় পায়ে যাবেন। অফারে ৪০ হাজারের কম দামের এই এসি পেয়ে যেতে পারেন ই-কমার্স ওয়েবসাইট থেকে।