Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

প্রতি মাসে দিতে হবেনা কেবল কানেকশনের বিল, এই সরকারি স্কিমে আবেদন করে টিভি দেখুন ফ্রি’তে

Debaprasad Mukherjee

Debaprasad Mukherjee

তবে বর্তমানে টেলিভিশন কিনতে পারলেও অনেকেই কেবল বা ডিশ-টিভির কানেকশন নিতে পারেন না। আর এর প্রধান কারণ হল বাজেট। বর্তমানে বাজেট অনুযায়ী বিনোদনের প্যাক পাওয়া দুঃসাধ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। তবে…

তবে বর্তমানে টেলিভিশন কিনতে পারলেও অনেকেই কেবল বা ডিশ-টিভির কানেকশন নিতে পারেন না। আর এর প্রধান কারণ হল বাজেট। বর্তমানে বাজেট অনুযায়ী বিনোদনের প্যাক পাওয়া দুঃসাধ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। তবে এখানেই দেশবাসীর জন্য বিনোদনের কল্পতরু রূপে আত্মপ্রকাশ করেছে কেন্দ্র সরকার। এবার দেশের মানুষকে বিনোদনের যোগান পেতে খরচ করতে হবে না। কারণ এবার বিনামূল্যে অনেক চ্যানেল দেখতে পারবেন দর্শকরা। কিন্তু শুরুতে কিছু টাকা খরচ হবে এক্ষেত্রে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

কয়েকবছর আগেই দেশে চালু হয়েছে একটি সরকারি পরিষেবা। এটি মূলত সরকারি ব্রডকাস্টিং নেটওয়ার্ক দুরদর্শন দ্বারা চালিত। দুরদর্শনের মাধ্যমে ফ্রি-ডিটিএইচ স্কিম লঞ্চ করেছে কেন্দ্র সরকার। এই স্কিমের মাধ্যমে বিনামূল্যে টিভি দেখতে পারবেন দেশের যেকোনো রাজ্যের যে কেউ। এই সরকারি প্রকল্পের বিষয়ে বিস্তারিত জেনে নিন এই নিবন্ধের বাকি অংশটুকু পড়ে।

প্রতি মাসে দিতে হবেনা কেবল কানেকশনের বিল, এই সরকারি স্কিমে আবেদন করে টিভি দেখুন ফ্রি'তে

কেন্দ্র সরকারের এই স্কিমের সুযোগ সুবিধা

● ২০০৪ সালে ডিরেক্ট টু হোম স্কিমটি চালু হয়।
● এই স্কিমে বিনামূল্যে অনেক চ্যানেল দেখা যাবে।
● ডিশ এন্টেনা ও সেট-টপ বক্স দেওয়া হবে গ্রাহকদের।
● প্রথমে কানেকশন নিতে ২,০০০ টাকা খরচ হবে।
● মাসে মাসে কেবলের বিল দিতে হবেনা।
● কোনো পেইড চ্যানেল দেখতে পারবেন না।
● পেইড চ্যানেল দেখতে হলে মাসে মাসে টাকা দিতে হবে।

প্রতি মাসে দিতে হবেনা কেবল কানেকশনের বিল, এই সরকারি স্কিমে আবেদন করে টিভি দেখুন ফ্রি'তে

এই স্কিমের সুবিধা পাওয়ার জন্য যা কিছু করতে হবে

এই স্কিমের কানেকশন নিতে হলে সবার আগে এটিকে বুক করতে হবে। অনলাইনে কিন্তু ফ্রি ডিটিএইচ বুকিং হয়না। এর জন্য আগে ফোন করে বুকিং করতে হবে। এক্ষেত্রে দু’টি ফোন নম্বর রয়েছে, যেখানে ফোন করে এই স্কিমের বিনামূল্যে কানেকশনের আবেদন করতে পারবেন। এর প্রথম নম্বরটি হল- ১৮০০-১১৪৫৫৪, এবং দ্বিতীয় নম্বরটি হল- ০১১-২৫৮০৬২০০। এই নম্বরগুলিতে কল করলেই এই স্কিম সম্পর্কে যাবতীয় তথ্য পেতে পারেন। এবার আপনাকে স্থানীয় কেবল অপারেটরকে ফোন করতে হবে। তারপর কেবল অপারেটরের মাধ্যমে এই কানেকশন নিতে হবে।

Debaprasad Mukherjee

দেবপ্রসাদ বিগত কয়েক বছর যাবৎ সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ার হাত ধরেই সাংবাদিকতায় ...