Free dish scheme : আজকালকার প্রজন্মের কাছে বিনোদন এসেছে হাতের মুঠোয়। কারণ আজকাল মুঠোফোনে বন্দি হয়েছে গোটা জগৎ। সেখানেই নিজের পছন্দমতো বিনোদনের বিষয় বেছে নিয়ে অনায়াসে কাটিয়ে দেওয়া যায় কয়েকঘন্টা সময়। বাড়িতে হোক কিংবা বাইরে কোথাও, মানুষের হাতে মোবাইল আজকাল সর্বত্র লক্ষ্য করা যায়। তবে এই বিষয়টি কমবয়সীদের মধ্যে বেশি লক্ষ্য করা যায়। তবে বিগত প্রজন্মের কিছু মানুষ এখনো নিজেদের সেই অর্থে ‘আপগ্রেড’ করতে পারেননি। টুই ডিজিটাল যুগেও অনেকেই বিনোদনের ক্ষেত্রে টেলিভিশনের উপর নির্ভরশীল।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowতবে বর্তমানে টেলিভিশন কিনতে পারলেও অনেকেই কেবল বা ডিশ-টিভির কানেকশন নিতে পারেন না। আর এর প্রধান কারণ হল বাজেট। বর্তমানে বাজেট অনুযায়ী বিনোদনের প্যাক পাওয়া দুঃসাধ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। তবে এখানেই দেশবাসীর জন্য বিনোদনের কল্পতরু রূপে আত্মপ্রকাশ করেছে কেন্দ্র সরকার। এবার দেশের মানুষকে বিনোদনের যোগান পেতে খরচ করতে হবে না। কারণ এবার বিনামূল্যে অনেক চ্যানেল দেখতে পারবেন দর্শকরা। কিন্তু শুরুতে কিছু টাকা খরচ হবে এক্ষেত্রে। এই বিষয়ে বিস্তারিত জেনে নিন এই নিবন্ধের বাকি অংশটুকু পড়ে।
DD Free DTH Scheme সম্পর্কে জানুন
● ২০০৪ সালে ডিরেক্ট টু হোম স্কিমটি চালু হয়।
● এই স্কিমে বিনামূল্যে অনেক চ্যানেল দেখা যাবে।
● ডিশ এন্টেনা ও সেট-টপ বক্স দেওয়া হবে গ্রাহকদের।
● প্রথমে কানেকশন নিতে ২,০০০ টাকা খরচ হবে।
● মাসে মাসে কেবলের বিল দিতে হবেনা।
● কোনো পেইড চ্যানেল দেখতে পারবেন না।
● পেইড চ্যানেল দেখতে হলে মাসে মাসে টাকা দিতে হবে।
কিভাবে Free DTH স্কিমের জন্য আবেদন করবেন?
এই স্কিমের কানেকশন নিতে হলে সবার আগে এটিকে বুক করতে হবে। অনলাইনে কিন্তু ফ্রি ডিটিএইচ বুকিং হয়না। এর জন্য আগে ফোন করে বুকিং করতে হবে। এক্ষেত্রে দু’টি ফোন নম্বর রয়েছে, যেখানে ফোন করে এই স্কিমের বিনামূল্যে কানেকশনের আবেদন করতে পারবেন। এর প্রথম নম্বরটি হল- ১৮০০-১১৪৫৫৪, এবং দ্বিতীয় নম্বরটি হল- ০১১-২৫৮০৬২০০। এই নম্বরগুলিতে কল করলেই এই স্কিম সম্পর্কে যাবতীয় তথ্য পেতে পারেন। এবার আপনাকে স্থানীয় কেবল অপারেটরকে ফোন করতে হবে। তারপর কেবল অপারেটরের মাধ্যমে এই কানেকশন নিতে হবে।