করোনাকালীন সময়ে একটা দীর্ঘ সময় যাবৎ ঘরবন্দি ছিলেন মানুষজন। একদিকে যেমন ছিল করোনা ছড়ানোর আতঙ্ক, অন্যদিকে এই পরিস্থিতিতে বেঁচে থাকাটাও ছিল চ্যালেঞ্জিং। তাই এই সময় ভাইরাস সংক্রমণের ভয়ে অনেকেই কাঁচা টাকা লেনদেন বন্ধ করেন। আর এর বিকল্প হিসেবে এই সময় থেকেই জনপ্রিয়তা লাভ করে UPI পেমেন্টের পন্থা। ব্যাঙ্ক ট্রান্সফারের ঝক্কি না সহ্য করে সহজেই UPI-এর মাধ্যমে টাকা লেনদেনের বিষয়টিকে যেন কয়েকমাসে আপন করে নেয় দেশবাসী। আর সেই কারণেই অল্প সময়ে UPI ব্যবহারকারীর সংখ্যাটা বেড়ে যায় কয়েকগুণ।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowবর্তমানে পেট্রোল পাম্প থেকে সামান্য পানের দোকানেও রয়েছে UPI পেমেন্টের ব্যবস্থা। নির্দিষ্ট নম্বর দিয়ে যেমন পেমেন্ট করা যায় এই মাধ্যমে, তেমনই আবার QR Code স্ক্যান করেও দেওয়া যায় টাকা। এই প্রক্রিয়াটি ভীষণ সহজ টাকা লেনদেনের পদ্ধতি। তবে এই পেমেন্ট সিস্টেমেও এবার প্রতারণার ফাঁদ পাতছেন জালিয়াতরা। তাই UPI পেমেন্ট সিস্টেম ব্যবহার করলে, আর এইসব বিষয়ে সতর্ক না হলে আপনিও হয়তো জালিয়াতির শিকার হতে পারেন। একনজরে দেখে নিন যে কিভাবে সতর্ক হবেন UPI জালিয়াতি থেকে।
পেমেন্টের আগে সাবধান হতে হবে
আজকাল যেকোনো জায়গায় UPI পেমেন্টের ব্যবস্থা রয়েছে। খুচরো কিছু জিনিস কিনে তৎক্ষণাৎ পেমেন্টের অভ্যাস অনেকের আবার রয়েছে। তবে এক্ষেত্রে সাবধান হতে হবে। যেকোনো কিউআর কোড স্ক্যান করে পেমেন্ট করার আগে প্রাপকের অ্যাকাউন্ট নাম ও তার আইডি যাচাই করে তবেই PIN দোয়া পেমেন্ট করুন। কারণ ফ্রড কিউআর কোড থেকে জালিয়াতি হতে পারে সহজেই।
পেমেন্ট রিকোয়েস্ট পেলে যাচাই করতে হবে
আজকাল পেমেন্ট রিকোয়েস্ট পাঠিয়ে জালিয়াতি করার প্রবণতা বৃদ্ধি পাচ্ছে স্ক্যামারদের মধ্যে। অনেকেই না বুঝে পেমেন্ট রিকোয়েস্ট একসেপ্ট করে নিয়ে এপ্রুভ করে ফেলেন। এতে শুধু শুধু স্ক্যামারদের হাতে টাকা চলে যায়। তাই কোনো পেমেন্ট রিকোয়েস্ট এলে তা একসেপ্ট করবেন না। আপনার নিজের কেউ না পাঠালে সেখানে পেমেন্ট করবেন না।
নকল পেমেন্ট এপ্লিকেশন থেকে দূরে থাকুন
এখনকার দিনে প্রচুর পেমেন্ট এপ্লিকেশন রয়েছে। যেমন PhonePe, Google Pay, Amazon Pay ইত্যাদি। তবে এগুলি ছাড়াও নেট দুনিয়ায় প্রচুর নকল পেমেন্ট এপ্লিকেশন রয়েছে। এগুলি সহজেই ডাউনলোড করে ফেলা যায়। তবে এমন অপরিচিত এপ্লিকেশন আপনি মোবাইলে রাখবেন না বা ডাউনলোড করবেন না। এতে প্রতারিত হওয়ার সম্ভাবনা বেড়ে যায় কয়েকগগুন।