বর্তমান সময়ে আমরা অনেকটাই যন্ত্রনির্ভর হয়ে পড়েছি। আজকাল যন্ত্রের ব্যবহার ছাড়া যেন জীবন অচল। তবে আজকাল আমাদের জীবনের সঙ্গে যেসব যন্ত্র খুব বেশি সংযুক্ত, তার মধ্যে অন্যতম হল মোবাইল, কম্পিউটার ও ল্যাপটপ। আজকাল সব কাজ মোবাইলে হয়না, তাই কম্পিউটার বা ল্যাপটপের প্রয়োজন পড়ে। কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে অন্যতম অসুবিধা হল এটাই যে এটিকে আপনি বয়ে বেড়াতে পারবেন না। তবে এই সমস্যার সহজ সমাধান দেয় ল্যাপটপ। কম্পিউটারের সমস্ত কাজও করতে পারে এই গ্যাজেট, সেই সঙ্গে এটিকে সহজে ব্যাগে নিয়ে কলেজ কিংবা অফিসে যাওয়া যায়।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowএদিকে তীব্র গরমে কার্যত নাজেহাল দেশের মানুষজন। কেরালায় বর্ষা ঢুকে গেলেও, জুনের মাঝামাঝি সময়ে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হচ্ছে গোটা উত্তর ভারতে। তার মধ্যে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতেও পরিস্থিতি দিন দিন উষ্ণ হচ্ছে। আর এই গরমে মোবাইল থেকে ল্যাপটপ সবই গরম হয়ে যাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই গরমে ল্যাপটপ কি বেশিক্ষণ ব্যবহার করা উচিত? ল্যাপটপ গরম হলে কি করা উচিত? এই সম্পর্কিত কয়েকটি বিষয় এই নিবন্ধে আলোচনা করা হল।
যেসব কারণে গরম হয় ল্যাপটপ
● বাইরের তাপমাত্রা বেশি থাকলে: এমনিতেই যেকোনো যন্ত্র চললে সেটি গরম হয়ে যায়। ল্যাপটপের ক্ষেত্রেও তেমনটা হয়। সেই কারণে মেশিনের গরম কমাতে ল্যাপটপে ফ্যান লাগানো থাকে। তবে বাইরের তাপমাত্রা বেশি হলে ল্যাপটপের ভেতরে যে তাপ উৎপন্ন হয়, তা বাইরের তাপমাত্রার সঙ্গে জুড়ে গিয়ে যন্ত্রটিকে এত বেশি গরম করে তোলে।
● ধুলোবালি জমলে: ল্যাপটপ ব্যবহার করতে করতে ধুলোবালি জমে যায় কিবোর্ডে। আর সেই কিবোর্ড থেকে ধুলোবালি পৌঁছে যায় যন্ত্রের ভেতর, যা ল্যাপটপের তাপ নিষ্কাশন পদ্ধতিকে রুদ্ধ করে। সেই কারণে ধুলোবালি জমলে ল্যাপটপ বেশি গরম হতে পারে।
● ঠিকমতো বায়ু চলাচল না হলে: ল্যাপটপের ফ্যানটি সবসময় নিচের দিকে লাগানো থাকে। এবার আমরা যদি বিছানায় ল্যাপটপ নিয়ে কাজ করি, তখন ফ্যানের জায়গাটি চাপা পড়ে যায়। আর সেই কারণে ল্যাপটপ বেশি গরম হতে পারে।
● অতিরিক্ত ব্যবহার করলে: এই গ্রীষ্মকালে বেশিক্ষন একটানা ল্যাপটপ চালানো হলে সেটি অত্যধিক গরম হতে পারে। আর তাতে ল্যাপটপের ক্ষতি হতে পারে।
কিভাবে গরমে ল্যাপটপ সুস্থ রাখবেন?
● গরমে ল্যাপটপ ভালো রাখতে হলে প্রথমেই সেটিকে বেশিক্ষন একটানা চালানো উচিত নয়। অন্তত ৪ ঘন্টা একটানা কাজ করলে সেটিকে ১ ঘন্টা বন্ধ রাখা উচিত।
● ল্যাপটপ চার্জ দিয়ে ভুলে যাবেন না। পুরোপুরি চার্জ হয়ে গেলে সেটিকে খুলে রাখুন। তাহলেই ল্যাপটপ ভালো থাকবে।
● নিয়মিত ল্যাপটপ পরিষ্কার করুন। ধুলোবালি বেশি জমতে দেবেন না।
● সম্ভব হলে এসির নীচে ল্যাপটপ নিয়ে কাজ করুন। এতে ল্যাপটপের তাপমাত্রা নিয়ন্ত্রনে থাকবে।