দিন দিন যুগের গতি বাড়ছে ডিজিটাইজেশনের পথে। সেই কারণেই এখন মোবাইল আমাদের জীবনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে রয়েছে। অনেকেই খাবার খেতে ভুলে গেলেও মোবাইল নিতে ভোলেনা বেরোনোর আগে। এমনটাই তো হওয়ার কথা ছিল। কারণ, মোবাইল আমাদের জীবনকে অনেকটাই সহজ করে তুলেছে। সেই কারণে মোবাইলকে সচল রাখাটাও জরুরি। আর এখন মোবাইলের চলমান অবস্থা নির্ভর করে মোবাইল রিচার্জের উপর। কারণ এখন প্রিপেইড কানেকশনের ক্ষেত্রে রিচার্জ ছাড়া ইন্টারনেট এবং কলিং ফেসিলিটি, কোনোটাই মেলেনা।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowতবে মোবাইলে শুধুমাত্র কাউকে কল করা বা ম্যাসেজ করার পাশাপাশি ও এক কাজই আজকাল করা হয়। এর মাঝে যেমন সোশ্যাল মিডিয়ার ব্যবহার রয়েছে, তেমনই রয়েছে অনলাইন শপিংয়ের বিষয়টিও। এছাড়াও মোবাইলকেন্দ্রিক বিনোদনের ব্যবস্থা আজকাল ব্যাপকভাবে জনপ্রিয় গ্রাহকদের মধ্যে। আজকাল বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মে ওয়েবসিরিজ, ওয়েব শো সহ অনেক সিনেমাও রিলিজ হয়। আজ বর্তমান সময়ের যুব সমাজ এইসবের ভক্ত হচ্ছে ব্যাপকভাবে। আর এবার এইসব কন্টেন্ট দেখতে দিতে হবেনা বাড়তি সাবস্ক্রিপশন চার্জ। কারণ Jio-র কিছু রিচার্জের মাধ্যমেই বিনামূল্যে মিলবে ওটিটির সাবস্ক্রিপশন। এই বিষয়ে বিস্তারিত জেনে নিন।
৩৬৫ দিনের ভ্যালিডিটি সহ Jio-র আকর্ষণীয় প্ল্যান
● প্রতিদিন ২ জিবি ডেটা পাবেন গ্রাহকরা।
● প্রতিদিন ১০০ টি এসএমএস বিনামূল্যে পাবেন।
● যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কলিং।
● বিনামূল্যে 5G আপগ্রেডেশন ও আনলিমিটেড ডেটা।
● Disney+Hotstar-এর সাবস্ক্রিপশন বিনামূল্যে।
● JioCloud, JioTV এবং JioCinema প্রিমিয়ামে বিনামূল্যে।
● Zee 5, Lions Gate Play, Discovery+ এবং Sun NXT-এর মতো ওটিটি প্ল্যাটফর্ম বিনামূল্যে।
এই প্ল্যানটির দাম কত?
বর্তমানে ভারতের সব রাজ্যের গ্রাহকদের জন্য চালু রয়েছে এই প্ল্যান। আরো অন্য সব নেটওয়ার্কের দিক থেকে এই প্ল্যানটি বেশ সুবিধাজনক ও সস্তা। যদি সুবিধার দিক দিয়ে তুলনা করা হয়, তাহলে Jio-রেই প্ল্যান বেশ সস্তা পড়বে। কিন্তু কত টাকার রিচার্জে ৩৬৫ দিনের ভ্যালিডিটি সহ এই প্ল্যান পাওয়া যাবে? এই প্ল্যানটির বর্তমান মূল্য ৩,১৭৮ টাকা।