Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

ফ্লিপ ডিসপ্লের সঙ্গে মিলবে ঝকঝকে ক্যামেরা, জুলাইয়ে বাজার কাঁপাবে Motorola-র এই ২ মোবাইল

Debaprasad Mukherjee

Debaprasad Mukherjee

দিন দিন যেভাবে এই পঞ্চম জেনারেশনের ইন্টারনেট ব্যবহারের চাহিদা বাড়ছে, তাতে করে এখন বাজারে এই ধরণের উন্নতমানের মোবাইলের চাহিদা বাড়ছে। একইসঙ্গে এখন প্রিমিয়াম মোবাইলে নানা অত্যাধুনিক ফিচার্স নিয়ে আসার করা…

দিন দিন যেভাবে এই পঞ্চম জেনারেশনের ইন্টারনেট ব্যবহারের চাহিদা বাড়ছে, তাতে করে এখন বাজারে এই ধরণের উন্নতমানের মোবাইলের চাহিদা বাড়ছে। একইসঙ্গে এখন প্রিমিয়াম মোবাইলে নানা অত্যাধুনিক ফিচার্স নিয়ে আসার করা চিন্তাভাবনা করছে নির্মাতা কোম্পানিগুলি। আর এবার বাজারে এমনই একাধিক উন্নত ফিচার্স সমৃদ্ধ নেক্সট-জেনারেশন মোবাইল লঞ্চ করে ধামাকা করতে চলেছে Motorola। কি মিলবে এইসব মোবাইলে? জেনে নিন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এখন বাজারে ফ্লিপ মোবাইল সবথেকে বেশি উন্নতমানের বলা গণ্য করা হয়। কারণ এই মোবাইলের ডিসপ্লে উল্টে-পাল্টে দেওয়া যায়। তিবে এই মোবাইলকে পিছনে ফেলবে Motorola-র বেন্ড মোবাইল সিরিজ। কারণ এই মোবাইলের ডিসপ্লেটিকে ইচ্ছেমতো বাঁকানো যাবে। সেই কারণেই এই মোবাইলটিকে চাইলে আপনি স্মার্টওয়াচ হিসেবেও ব্যবহার করতে পারবেন। এই মোবাইলটি হল Motorola Razr 50 Ultra। এছাড়াও উন্নতমানের স্পেসিফিকেশন সহ বাজারে আসছে Motorola S50 Neo। এখন এই দুটি মোবাইলের ফিচার্স সম্পর্কে জেনে নিন।

ফ্লিপ ডিসপ্লের সঙ্গে মিলবে ঝকঝকে ক্যামেরা, জুলাইয়ে বাজার কাঁপাবে Motorola-র এই ২ মোবাইল

Motorola Razr 50 Ultra-র স্পেসিফিকেশন

এই মোবাইল একটি ৬.৯ ইঞ্চি ফুল এইচডি প্লাস ১০-বিট এলটিপিও পোলেড ডিসপ্লে রয়েছে, যা ১৬৫ হার্জ রিফ্রেশরেট সাপোর্ট করে। এই মোবাইলটি অ্যাড্রেনো জিপিইউ সহ স্ন্যাপড্রাগন-৮ জেন-১ প্রসেসরে চলবে। এই মোবাইলে ৮ জিবি সুপারফাস্ট র‍্যাম ২৫৬ জিবি সুপারফাস্ট স্টোরেজ রয়েছে। এই মোবাইলটি এন্ড্রোয়েড-১৩ অপারেটিং সিস্টেমে চলবে। এই মোবাইলে OIS সহ একটি ১২ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং ১০৮-ডিগ্রী FOV সহ ১৪ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক্যামেরা রয়েছে। এছাড়াও এই মোবাইলে একটি ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে। পাশাপাশি, এই মোবাইলে একটি ৩,৮০০ মিলি এম্পিয়ারের ব্যাটারি রয়েছে যা ৩০ ওয়াট ফাস্ট ওয়্যার এবং ৫ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে।এছাড়াও এই মোবাইলে ডুয়াল স্টেরিও স্পিকার, কর্নিং গরিলা গ্লাস ভিকটাস, ভেগান লেদার, সাইড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং IP52 রেটিং সাপোর্ট রয়েছে।

ফ্লিপ ডিসপ্লের সঙ্গে মিলবে ঝকঝকে ক্যামেরা, জুলাইয়ে বাজার কাঁপাবে Motorola-র এই ২ মোবাইল

Motorola S50 Neo-র স্পেসিফিকেশন

এখনো ভারতে এই মোবাইল আসেনি। তবে শীঘ্রই চীনের বাজারে এই ফ্ল্যাগশিপ মোবাইল লঞ্চ করতে চলেছে Motorola। এই মোবাইলের সামনে সেলফি ক্যামেরার জন্য মাঝখানে পাঞ্চ-হোল কাটআউট সহ একটি কার্ভড ওলেড ডিসপ্লে রয়েছে। এই মোবাইলটি ব্ল্যাক, ব্লু এবং গ্রীন কালার অপশনে পাওয়া যাবে। এটিতে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন সাপোর্ট সহ সনি আইএমএক্স৮৮২ সেন্সর যুক্ত ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা দেওয়া হয়েছে। এছাড়াও এই মোবাইলে ৫,০০০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি থাকবে।

Debaprasad Mukherjee

দেবপ্রসাদ বিগত কয়েক বছর যাবৎ সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ার হাত ধরেই সাংবাদিকতায় ...