দিন দিন সাইবার জালিয়াতির ঘটনা বেড়েই চলেছে দেশে। কখনো ব্যাঙ্ক ম্যানেজারের নামে ফোন করে চাওয়া হচ্ছে ওটিপি, কখনো আবার ম্যাসেজের মাধ্যমে পাঠানো হচ্ছে হ্যাকিং লিঙ্ক, আবার কখনো ভিডিও কলে অশালীনতা দেখিয়ে লাগাতার চলছে ব্ল্যাকমেলিং। ইন্টারনেট দুনিয়ায় যেন আজকাল পদে পদে রয়েছে শুধু বিপদ। এক্ষেত্রে সতর্ক না হয়ে মোবাইল ব্যবহার করলেই মুহূর্তে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফাঁকা করার জন্য বসে রয়েছে জালিয়াতরা। আর এবার হোয়াটসঅ্যাপ-এর মাধ্যমেও বিভিন্ন ধরণের জালিয়াতির ঘটনা ঘটছে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowতবে এসব এখন অনেকেই জেনে গেছেন। তাই সচেতন হয়ে গেছেন তারা। সেই কারণে এমন জালিয়াতির ঘটনা এখন অনেকটাই কমে গেছে। আর তাতেই জালিয়াতদের ভাবতে হয়েছে এক নতুন পন্থা। এবার এক অন্য পদ্ধতিতে সাইবার জালিয়াতি করছে প্রতারকরা। যার খেই খুঁজতে হিমশিম খাচ্ছে পুলিশও। তাই এই বিষয়টি সম্পর্কে সকলেরই এক্ষুনি সচেতন হতে হবে। নাহলে কষ্টার্জিত যে টাকা আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্টে রেখেছেন, তা সেকেন্ডে উধাও হয়ে যেতে পারে। আর এই নতুন ধরনের প্রতারণা হচ্ছে ফোন কলিংয়ের মাধ্যমে।
ফোন কলিংয়ের যেভাবে সাইবার জালিয়াতি হচ্ছে
● প্রথমেই আপনার মোবাইলে একটি অজানা নম্বর থেকে ফোন আসবে।
● এবার ফোনের অপর প্রান্ত থেকে একটি সুন্দর কন্ঠস্বর আপনি শুনতে পাবেন।
● আপনাকে বলা হবে, ‘আপনার এই নম্বর বাতিল হয়ে যাচ্ছে। বড় চালু রাখতে ৯ প্রেস করুন’।
● সাধারণত কম্পিউটার জেনারেটেড ভয়েস কল হয় এগুলি।
● এবার আতঙ্কিত হয়ে ৯ টিপলেই এক সেকেন্ডে আপনার ওই নম্বরে লিঙ্ক থাকা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খালি হয়ে যাবে।
● পরে আর সেই নম্বরে ফোন করা যায়না।
● নতুন ধরণের এই প্রতারণা পুলিশকেও ভাবাচ্ছে।
কিভাবে এই ধরণের জালিয়াতি থেকে বাঁচবেন?
● অজানা নম্বর থেকে ফোন এলে সতর্ক হতে হবে।
● বিদেশে পরিচিত কেউ না থাকলে বিদেশি কোডের নম্বর থেকে ফোন এলে রিসিভ করবেন না।
● এরকম ফোন এলে এবং আপনি রিসিভ করে ফেললে কোনোভাবেই তাদের নির্দেশমতো কাজ করবেন না।
● কোনোভাবেই ফোনে থাকাকালীন ৯ প্রেস করবেন না।
● মনে রাখবেন, মোবাইল কোম্পানি কখনোই এভাবে হুট-হাট নম্বর বন্ধ ও চালু করার জন্য গ্রাহকদের ফোন করেনা।