অনেক বিশেষজ্ঞ বলেন, মোবাইল ব্যবহার করা হানিকারক। কথাটা শতভাগ ঠিক। কিন্তু তা হলেও আজকাল সকলেই মোবাইল ব্যবহার করে থাকেন। আর মোবাইল বলতেই এখন স্মার্টফোনকেই বোঝায়। কারণ আজকাল কিপেড মোবাইলের চাহিদা বা ব্যবহার- দুইই প্রায় নেই বললেই চলে। যায় এখন স্মার্টফোনের চাহিদা বা বিক্রি দুটোই বাড়ছে সমানুপাতিক হারে। এখন ধনী থেকে মধ্যবিত্ত, এমনকি নিম্নবিত্ত মানুষেরাও মোবাইল কেনার দিকে ঝুঁকে থাকেন। কারণ মোবাইলে এখন যেমন রয়েছে বিনোদন, তেমনই আজকাল সব কাজই মোবাইল নির্ভর হয়ে পড়েছে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowভারতের বাজারে প্রথম মধ্যবিত্তদের হাতে এন্ড্রোয়েড মোবাইল পৌঁছে দিয়েছিল Xiomee। এই চীনা কোম্পানি ভারতের বাজারে বিশেষ স্থান পায় তাদের Redmi সিরিজের মোবাইল লঞ্চ করে। কম দামে দুর্দান্ত ফিচার্স দেওয়ার ট্রেন্ড এই কোম্পানি প্রথম শুরু করেছিল। তবে আগে এই কোম্পানির প্রিমিয়াম মোবাইলগুলি Mi সিরিজের নামে লঞ্চ হত। আর এখন সেগুলি সরাসরি Xiomee ব্র্যান্ডের নামে বাজারে আসে। আর সম্প্রতি এই মোবাইলের লেটেস্ট ভার্সন Xiomee 14 Ultra লঞ্চ হয়েছে বাজারে। এই মোবাইলকে ঘিরে গ্রাহকদের মধ্যে শুরু থেকেই উদ্দীপনা ছিল। আর গ্রাহকদের খুশি করতে এবার বড় পদক্ষেপ নিলো Xiomee কোম্পানি।
Xiomee 14 Ultra-র ক্যামেরায় নানা সমস্যা
মূলত ঝকঝকে ক্যামেরার জন্য এই মোবাইলটি জনপ্রিয় হয়েছিল গ্রাহকদের মধ্যে। এই মোবাইলের পিছনে ট্রিপল-রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে, যার মধ্যে একটি ৫০ মেগাপিক্সেলের মাল্টি-ডাইমেনশনাল লেন্স, একটি ৫০ মেগাপিক্সেলের টেলিফটো লেন্স এবং একটি ৫০ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স দেওয়া হয়েছে। কোম্পানির দাবি, এই মোবাইলের ক্যামেরা থেকে তোলা ছবি ডিএসএলআর ক্যামেরার ছবিকেও টেক্কা দেবে। তবে আনবক্সিংয়ের পর এই মডেলের বেশিরভাগ মোবাইলের ক্যামেরায় তোলা ছবির কোয়ালিটি নিয়ে গ্রাহকদের নানা অভিযোগ সামনে আসছিল। আর এবার এই সমস্যার সমাধান খুঁজতে দারুন পদক্ষেপ নিয়েছে কোম্পানি।
Xiaomi 14 Ultra-র জন্য নতুন সফটওয়ার আপডেট
ক্যামেরার বিভিন্ন সমস্যা ঠিক করতে র্বার একটি বড়সড় আপডেট দিচ্ছে শাওমি। জানা গেছে, ৬.৮ জিবি সাইজের নতুন HyperOS আপডেট, যার বিল্ড নম্বর হল OS.1.0.12.0.UNACNXM, সেটি এবার দেওয়া হচ্ছে এই মডেলের মোবাইলগুলিতে। এর ফলে মোবাইলের ক্যামেরায় তোলা ছবি আরো সুন্দর ও ডিটেইলস সহ আসবে। এছাড়াও এই আপডেটের পর গ্রাহকরা এই মোবাইলের ক্যামেরাকে ডিএসএলআর ক্যামেরার সঙ্গে তুলনা করতে পারবেন। তবে আপাতত চিনে এই আপডেট দেওয়া হচ্ছে। তাই কোনো ভারতীয় গ্রাহক এই মুহূর্তে এই আপডেট পাবেন না। হয়তো কয়েকমাস পর ভারতে এই আপডেট রোল-আউট হবে।